ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কোথায়
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় খরচ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, যার ইংরেজির নাম হচ্ছে East West University। বিশ্ববিদ্যালয়টির সংক্ষেপ নাম হলো- ইডব্লিউইউ-EWU. এর নীতি বাক্যহলো-Excellence in Education.

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কোথায়:

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়টি ১৯৯৬ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২” অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। রাজধানীর ঢাকার মহাখালীতে ৬টি আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল ভবনের সমন্বয়ে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমানে রামপুরার আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে সেখানে ১৮৭ জনেরও অধিক ফ্যাকাল্টি সদস্য ও প্রায় ৫ হজার শিক্ষার্থী রয়েছে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা হলো- এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ২.৫ প্রাপ্ত যে কোনো সামর্থবান ছাত্র-ছাত্রী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের সুযোগ গ্রহণ করতে পারেন। এমবিএ ভর্তির ক্ষেত্রে সিজিপিএ-২ থাকতে হবে। এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচিত করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কতটি অনুষদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩ টি অনুষদ রয়েছে। এগুলো হলো-

১. বিজ্ঞান ও প্রকৌশল অণুষদ
২. বাণিজ্য ও অর্থনীতি অণুষদ
৩. কলা ও সমাজ বিজ্ঞান অণুষদ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদলয়ের বিষয়ের তালিকাগুলো হলো- BBA-বিবিএ, BSS in Economics-বিএসএস অর্থনীতির উপর, BA in English-বিএ, LL.B (Hon’s)-এলএলবি, BSS in Sociology-বিএসএস, BSS in Information Studies and Library Management-বিএসএস, B. Sc. in ETE, B. Sc. in ICE, B. Sc. in CSE, B. Sc. in EEE, B. Pharm, B. Sc. in GEB, B.Sc. in Civil Engineering, BSS in PPHS, B.Sc. (Hons.) in Mathematics-বিএসসি গণিতের উপর.

BBA-বিবিএ: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৬ লাখ ৬৩ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৬ লাখ ৯৬ হাজার ১২০ টাকা।

BSS in Economics-অর্থনীতির উপর: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ৩৭ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৫ লাখ ৭০ হাজার ১২০ টাকা।

BA in English-বিএ: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ২৮ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৫ লাখ ৬১ হাজার ১২০ টাকা।

LL.B (Hon’s)-এলএলবি: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৬ লাখ ১৫ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৬ লাখ ৪৮ হাজার ১২০ টাকা।

BSS in Sociology-বিএসএস: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ১৯ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৫ লাখ ৫২ হাজার ১২০ টাকা।

BSS in Information Studies and Library Management-বিএসএস: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্টাডিজ এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৫ লাখ ৪৭ হাজার ৬২০ টাকা।

B. Sc. in ETE-বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ৬১ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৮ লাখ ১২ হাজার ১২০ টাকা।

B. Sc. in ETE-বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিষয়ে পড়তে ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ৬১ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৮ লাখ ১২ হাজার ১২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B. Sc. in ICE: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ৬১ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৮ লাখ ১২ হাজার ১২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B. Sc. in CSE: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ৬১ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৮ লাখ ১২ হাজার ১২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B. Sc. in EEE: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ৬১ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৮ লাখ ১২ হাজার ১২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B. Pharm: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৯ লাখ ৩০ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৯ লাখ ৮১ হাজার ১২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B. Sc. in GEB: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৭ লাখ ২২ হাজার টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৭ লাখ ৭৩ হাজার ৬২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B.Sc. in Civil Engineering: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৮ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৭ হাজার ৯২০ টাকা। মোট খরচ পড়বে ৯ লাখ ৪ হাজার ৬৭০ টাকা।

Faculty of Liberal Arts and Social Sciences-BSS in PPHS: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-১৮ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৪ লাখ ৩০ হাজার ৬২০ টাকা।

Faculty of Sciences and Engineering-B.Sc. (Hons.) in Mathematics: ভর্তি ফি লাগবে ১৫ হাজার টাকা। টিউশন ফি-৪ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। ল্যাব এন্ড এক্টিভিস ফি-৩৬ হাজার ১২০ টাকা। মোট খরচ পড়বে ৪ লাখ ৭৮ হাজার ৬২০ টাকা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ল্যাব ফি: সিএসই-CSE, জিইবি-GEB, আইসিই-ICE, ইটিই-ETE এবং ইইই-EEE প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে ২ হাজার ৫০০ টাকা,

পিপিএইচএস-PPHS-এর জন্য ল্যাব ফি: ১৫০০ টাকা প্রতি সেমিস্টার এবং টাকা। অন্যান্য সমস্ত প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে ১ হাজার টাকা।

B.Sc এর জন্য ল্যাব ফি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ: ২ হাজার ৬৫০ টাকা প্রতি সেমিস্টার।

ফার্মাসি এবং গণিত ব্যাচেলর জন্য ল্যাব ফি: টাকা ৩ হাজার ৭৫০ টাকা প্রতি সেমিস্টার।

ছাত্র কার্যকলাপ ফি: ছাত্র কার্যকলাপ ফি টাকা। B.Pharm, PPHS এবং গণিত এবং অন্যান্য সকল বিভাগের জন্য প্রতি সেমিস্টারে ৭৬৫ টাকা। ৫১০ টাকা প্রতি সেমিস্টার।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ঠিকানা ও নম্বর: A/2, Jahurul Islam Avenue, Jahurul Islam City, Aftabnagar Dhaka 1212, Bangladesh, 02-55046678, 09666775577, 01755587224 | info@ewubd.edu | www.ewubd.edu/

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?