কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩: ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩: ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিমাসে প্রকাশিত হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। তাই এই বইটি খুবই গুরত্বপূর্ণ। নিচে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেয়া হলো। এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে।

১. প্রশ্ন : দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।

READ ALSO

২. প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার কে?
উত্তর : সারাহ কুক ।

৩. প্রশ্ন : ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে কবে?
উত্তর : ১৪ মে ২০২৩ ।

৪. প্রশ্ন : ২৪ এপ্রিল ২০২৩ কোন প্রতিষ্ঠান একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়?
উত্তর : International Association of Genocide Scholars (IAGS)।

৫. প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে সবুজ কারখানা কতটি?
উত্তর : ১৯৫টি।

৬. প্রশ্ন : দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হবে কোথায়?
উত্তর : ঢাকার বিমানবন্দর এলাকায়; দৈর্ঘ্য ১.৭ কিলোমিটার।

৭. প্রশ্ন : আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ চূড়ান্ত লাইসেন্স পায় কবে?
উত্তর : ১৭ মে ২০২৩।

৮. প্রশ্ন : ‘এগিয়ে যাবে বাংলাদেশ” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৯. প্রশ্ন : সৈয়দ শামসুল হককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জলেশ্বরীর বরপুত্র’ পরিচালনা করেন কে?
উত্তর: মো. রাসেল রানা দোজা

১০. প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে ভারতের কয়টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে?
উত্তর : ১৬টি।

১১. প্রশ্ন : দেশে প্রথমবারের মতো ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৯ জুন ২০২৩।

১২. প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২৭ এপ্রিল ২০২৩ কতজন জাপানি নাগরিককে ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার দেওয়া হয়?
উত্তর : চারজন ।

১৩.প্রশ্ন : ২৩ মে ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি পদক’ প্রাপ্তির কত বছর পালিত হয়?
উত্তর : ৫০তম বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী)।

১৪.প্রশ্ন : ১২ এপ্রিল ২০২৩ কোন উপজেলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়?
উত্তর : কুতুবদিয়া, কক্সবাজার ।

See also  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যোগ্যতা-মানবন্টন

১৫.প্রশ্ন : ২৬ এপ্রিল ২০২৩ জাপানের সাথে বাংলাদেশের কয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়?
উত্তর : ১টি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক।

১৬.প্রশ্ন : ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: বিমল প্যাটেল।

১৭. প্রশ্ন : এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ কে?
উত্তর : বুশরা আফরিন।

১৮.প্রশ্ন : কোন ব্যক্তি সর্বোচ্চ ২৮ বার মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর : কামি রিতা শেরপা (২৩ মে ২০২৩ পর্যন্ত)

১৯.প্রশ্ন : ভারতে প্রথম ক্যাবলভিত্তিক রেল সেতুর নাম কী?
উত্তর : অঞ্জি খাড় সেতু ।

২০. প্রশ্ন: ২৩ এপ্রিল ২০২৩ জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র নির্বাচিত হন কে?
উত্তর : রোসুকে তাকাশিমা ।

২১. প্রশ্ন: বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর : চীন (দ্বিতীয় জাপান) ।

২২. প্রশ্ন : সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) প্রধান কে?
উত্তর : জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)।

২৩. প্রশ্ন : ‘লিটল ইংল্যান্ড’ নামে খ্যাত কোন দেশ?
উত্তর : বার্বাডোস ।

২৪. প্রশ্ন : ইউরোপের সবচেয়ে বড় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি ফিনল্যান্ডের ওলকিলুওতো ৩ (OLO3) থেকে কবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়?
উত্তর : ১৬ এপ্রিল ২০২৩।

২৫. প্রশ্ন : ১৯ মে ২০২৩ ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজার থেকে কত রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয়?
উত্তর : ২,০০০ রুপির।

২৬. প্রশ্ন : ৭ মে ২০২৩ কোন দেশ পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়?
উত্তর : সিরিয়া ।

২৭. প্রশ্ন : ১৭ এপ্রিল ২০২৩ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র মোকাবিলায় কোন প্রযুক্তি আনার ঘোষণা দেন ইলন মাস্ক?
উত্তর: ট্রুথজিপিটি ।

২৮. প্রশ্ন : তুরস্কের পঞ্চম প্রজন্মের নতুন জাতীয় যুদ্ধ বিমানের নাম কী?
উত্তর : ‘কান’ (KAAN); এটি টিএফ- এক্স নামে পরিচিত।

২৯. প্রশ্ন : ১২ মে ২০২৩ নিয়োগপ্রাপ্ত টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এর নাম কী?
উত্তর : লিন্ডা ইয়াকারিনো

See also  Had to-এর ব্যবহার

৩০. প্রশ্ন : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : শ্রীলংকা (দ্বিতীয় বাংলাদেশ)।

৩১. প্রশ্ন : প্রথম পাকিস্তানি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ফেলোশিপ লাভ করেন কে?
উত্তর : নোবেলজয়ী মালালা ইউসুফজাই ।

৩২. প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয় লাভ করেছে?
উত্তর : ৩৪টি ।

৩৩. প্রশ্ন : তৃতীয়বারের মতো ‘উইজডেন’এর বর্ষসেরা ক্রিকেটার ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার লাভ করেন কে?
উত্তর : বেন স্টোকস (ইংল্যান্ড)।

৩৪. প্রশ্ন : ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (FWA) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উত্তর : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)।

৩৫. প্রশ্ন : পর্তুগিজ অভিধানে বিশেষণ বোঝাতে নতুন কোন শব্দটি যুক্ত হয়?
উত্তর : পেলে; ‘সেরা’ বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হবে ।

৩৬. প্রশ্ন : ১৭ মে ২০২৩ বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ।

৩৭.প্রশ্ন : বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
উত্তর: ১১টি।

৩৮. প্রশ্ন : ২৫ এপ্রিল ২০২৩ কোন পণ্যকে ১১তম GI পণ্য হিসেবে সনদ দেওয়া হয়?
উত্তর: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম।

৩৯. প্রশ্ন : বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি?
উত্তর: ২৯টি।

৪০. প্রশ্ন : দেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর: সদর, ভোলা।

৪১. প্রশ্ন : দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের নাম কী?
উত্তর: ইলিশা-১।

৪২. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তর: ৪১টি।

৪৩. প্রশ্ন : সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
উত্তর: ইনসানিয়াত বিপ্লব।

৪৪. প্রশ্ন : ১৬ এপ্রিল ২০২৩ কোন বনভূমিকে দেশের ২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়?
উত্তর: বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য।

৪৫. প্রশ্ন : বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: রামু, কক্সবাজার।

৪৬. প্রশ্ন : বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ কার্যকর হয় কবে?
উত্তর: ২২ মে ২০২৩।

৪৭. প্রশ্ন: মাথাপিছু GDP কত?
উত্তর: ২৬৫৭ মা.ড.।

৪৮. প্রশ্ন: মাথাপিছু আয় কত?
উত্তর: ২,৭৬৫ মা.ড.।

See also  ভাষা কাকে বলে?

৪৯. প্রশ্ন: GDP’র প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৬.০৩ %।

৫০.প্রশ্ন: কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ২.৬১%।

৫১. প্রশ্ন: শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৮.১৮%।

৫২. প্রশ্ন: সেবা খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫.৮৪%।

৫৩. প্রশ্ন: কৃষি খাতে অবদানের হার কতা?
উত্তর: ১১.৩৮%।

৫৪. প্রশ্ন: শিল্প খাতে অবদানের হার কত?
উত্তর: ৩৫.৫৫%।

৫৫.প্রশ্ন: সেবা খাতে অবদানের হার কত?
উত্তর: ৫৩.০৭%।

৫৬.প্রশ্ন: যুক্তরাজ্যের কততম রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক ঘটে?
উত্তর: ৪০তম।

৫৭.প্রশ্ন: বিশ্বের প্রথম Respiratory Syncytial Virus (RSV)-এর টিকার নাম কী?
উত্তর: Arexvy।

৫৮.প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয় কবে?
উত্তর: ৫মে ২০২৩।

৫৯. প্রশ্ন: উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর: ২৬ এপ্রিল ২০২৩।

৬০.প্রশ্ন: প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে?
উত্তর: রায়না বারনাওয়ি।

৬১. প্রশ্ন: প্রথম আরব হিসেবে মহাকাশে হাঁটেন (স্পেসওয়াক) কে?
উত্তর: সুলতান আল-নিয়াদি।

৬২.প্রশ্ন: ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর: জর্জি গোসপোদিত ও অ্যাঞ্জেলা রোডেল ।

৬৩.প্রশ্ন: কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়?
উত্তর: Time Shelter।

৬৪.প্রশ্ন: ২০২৩ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
উত্তর: শীলা মোমেন।

৬৫. প্রশ্ন: ২০২৩ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: শাহীন সামাদ।

৬৬. প্রশ্ন: ২০২৩ সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন কে?
উত্তর: ডিং লিরেন।

৬৭.প্রশ্ন: অত্যাধুনিক টি-১৪ আর্মাটা (T-14 Armata) ট্যাঙ্ক কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া।

৬৮.প্রশ্ন: মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয় লাভ করেছে?
উত্তর: ৩৪টি।

৬৯.প্রশ্ন: ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উত্তর: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)।

৭০.প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘মোখা’ এর নামকরণ করে কোন দেশ?
উত্তর: ইয়েমেন।

 

 

 

Facebook
Twitter
LinkedIn

Related Posts

জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াই ভর্তি হতে পারবেন

জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াই ভর্তি হতে পারবেন: জার্মানির কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। পড়তে...

Read more
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি কত

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বেড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে অস্ট্রেলিয়া। ২০২৪ সালের জুলাই...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?