কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩-১০০টি গুরুত্বপূর্ণ তথ্য

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩-১০০টি গুরুত্বপূর্ণ তথ্য

১. প্রশ্ন: দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম কী?
উত্তর: MRT Line-1

২. প্রশ্ন: দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্ধোধন করা হয় কবে?

উত্তর: ২ ফেব্রুয়ারি ২০২৩

৩.প্রশ্ন: দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত?

উত্তর:১৯.৮৭২ কিমি

৪. প্রশ্ন: বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

উত্তর:৪০টি

৫.প্রশ্ন: সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?

উত্তর: তৃণমূল বিএনপি

৬.প্রশ্ন: জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে?

উত্তর:১২ ফেব্রুয়ারি ২০২৩

৭.প্রশ্ন: বাংলাদেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি কে?

উত্তর: মো. সাহাবুদ্দিন

৮.প্রশ্ন: বঙ্গবন্ধু-পিয়েরে টুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর:গাজীপুর

৯.প্রশ্ন: ৩১ জানুয়ারি ২০২০ কোন উপজেলায় দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উত্তর: শিবচর, মাদারীপুর

১০.প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

উত্তর: সারাহ ফুক

১১. প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

উত্তর:অ্যালিসন ব্লেইক

১২.প্রশ্ন: মুজিবনগর বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?

উত্তর: মেহেরপুর

১৩.প্রশ্ন: ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?

উত্তর: লাল মোরগের খুঁটি ও নোনাজলের কাব্যক.লাল মোরগের খুঁটি

১৪.প্রশ্ন: মাথাপিছু GDP কত?

উত্তর: ২,৬৮৭ মা.ড

১৫.প্রশ্ন: মাথাপিছু আয় কত?

উত্তর: ২৭৮৭ মা.ড

১৬.প্রশ্ন: GDP’র প্রবৃদ্ধির হার কত?

উত্তর:৭.১০%

১৭.প্রশ্ন:কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৩.০৫%

১৮. প্রশ্ন: শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৯.৮৬%

১৯.প্রশ্ন: সেবা খাতের প্রবৃদ্ধির হার কতা:

উত্তর: ৬.২৬%

২০.প্রশ্ন: কৃষি খাতের অবদানের হার কত?

উত্তর: ১১.৬১%

২১.প্রশ্ন: শিল্প খাতের অবদানের হার কত?

উত্তর: ৩৬.৯২%

২২.প্রশ্ন: সেবা খাতের অবদানের হার কত?

উত্তর: ৫১.৪৮%

২৩.প্রশ্ন: সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে কবে?

উত্তর: ৬ ফেব্রুয়ারি ২০২৩

২৪. প্রশ্ন: ১ ফেব্রুয়ারি ২০২৩ নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: মানুয়েলা বোঝা বোটেই

২৫.প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কোন চুক্তি স্থগিতের ঘোষণ দেন?

উত্তর: New START

২৬.প্রশ্ন: ১৫ মার্চ ২০২৩ চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?

উত্তর: লি কিয়াং

২৭.প্রশ্ন: বর্তমানে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তর: শনি

২৮. প্রশ্ন: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ভারতীয় বংশোদ্ভূত কোন নাগরিক ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন?

উত্তর: নীল মোহন

২৯.প্রশ্ন: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ কোন ভারতীয় বংশোদ্ভূত ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন?

উত্তর: নিকি হ্যালি

৩০.প্রশ্ন: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ কে?

See also  বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

উত্তর: আজালি আসুমানি

৩১. প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: নরওয়ে

৩২. প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: আফগানিস্তান

৩৩.প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৭৩তম

৩৪.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: সোমালিয়া

৩৫.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২–কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: ডেনমার্ক

৩৬. প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১২তম

৩৭.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১৪৭তম

৩৮.প্রশ্ন: বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?

উত্তর: ৭১৬৮

৩৯.প্রশ্ন: সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর: পাপুয়া নিউগিনি

৪০.প্রশ্ন: বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?

উত্তর: ইংরেজি

৪১.প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?

উত্তর: সপ্তম

৪২.প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি ?

উত্তর: মান্দারিন

৪৩.প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?

উত্তর: পঞ্চম

৪৪.প্রশ্ন: স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৫-৯ মার্চ ২০২৩

৪৫.প্রশ্ন: স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: দোহা, কাতার

৪৬.প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন এর পরিচালক কে?

উত্তর: খিজির হায়াত খান

৪৭.প্রশ্ন: Victory City উপন্যাসের লেখক কে?

উত্তর: সালমান রুশদি

৪৮.প্রশ্ন: ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?

উত্তর: মো. আবদুল হামিদ

৪৯. প্রশ্ন : উয়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 দৈর্ঘ্য কত?

উত্তর : ৩১.২৪১ কিমি।

৫০. প্রশ্ন :দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর: নারায়ণগঞ্জের রূপগঞ্জের

৫১.প্রশ্ন: ১২ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে?

উত্তর: ড. সালমা সিদ্দিকা।

৫২. প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) পোস্ট ইনুমারেশন চেক (PEC) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর: ১৬,১৯৮, ২৮, ৯১১ জন।

৫৩. প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?

উত্তর: মিঠামইন, কিশোরগঞ্জ।

৫৪. প্রশ্ন: মিরপুর কালশী ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তর : ২,৩৪ কিমি।

৫৫. প্রশ্ন: বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী করে শনাক্ত হয়?

উত্তর ২০০১ সালে মেহেরপুর জেলায়।

৫৬. প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?

উত্তর: ৫৫৮ মার্কিন ডলার

See also  ২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [দ্বিতীয়পর্ব]

৫৭. প্রশ্ন ৩১ জানুয়ারি ২০২৩ বেসরকারি খাতের প্রথম কৃষি বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: চারঘাট, রাজশাহী।

৫৮. প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ক্ষণ দিয়েছে?

উত্তর: বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মাড়.)

৫৯. প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়?
উত্তর: আর্জেন্টিনা।

৬০. প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ কবে উন্মুক্ত করে?

উত্তর: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ।

৬১. প্রশ্ন: ২০২৩ সালে একুশে পদক লাভ করেন কতজন?

উত্তর: ১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

৬২. প্রশ্ন: বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?

উত্তর: অজয় বাগা।

৬৩. প্রশ্ন: High Mobility Antillery Rocket Systems (HIMARS) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা?

উত্তর: যুক্তরাষ্ট্র।

৬৬. প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে?
উত্তর: জেফ জিয়েন্টস।

৬৫. প্রশ্ন: ২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্রে কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে?

উত্তর: সলোমন দ্বীপপুঞ্জ।

৬৬. প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
উত্তর: স্করপিয়ন ইউনিট।

৬৭. প্রশ্ন: ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়?
উত্তর: আইএনএস বাগির (INS Vagir)।

৬৮. প্রশ্ন: ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম কী?
উত্তর: শেলি ওবেরয়।

৬৯. প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর: রমজান করি।

৭০. প্রশ্ন: আল-কায়েদার নতুন প্রধানের নাম কী?
উত্তর: সাইফ আল-আসল।

৭১. প্রশ্ন: জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন?

উত্তর: সিচুয়ান।

৭২. প্রশ্ন: GISDB’র পূর্ণরূপ কী?
উত্তর: Ground Launched Small Diameter Bomb

৭৩. প্রশ্ন: পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী?
উত্তর: ডা. সানা রামচন্দ।

৭৪. প্রশ্ন : ঘূর্ণিঝড় পরিয়ে কবে নিউজিল্যান্ডে আঘাত হানে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ২০২৩।

৭৫. প্রশ্ন : India The Modi Question কী?

উত্তর: বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র।

৭৬. প্রশ্ন: হিন্ডেনবার্গ রিসার্চ কী?
উত্তর: হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান।

৭৭. প্রশ্ন: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?

উত্তর: প্রথম ভারত। দ্বিতীয় ফিলিপাইন ও তৃতীয় বাংলাদেশ।

৭৮. প্রশ্ন: আইএমএফ নির্বাহী বোর্ড বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে কবে?
উত্তর: ৩০ জানুয়ারি ২০২৩ সালে

See also  Should have-এর ব্যবহার উদাহরণ সহ

৭৯. প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের দুই কক্ষে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন কবে?
উত্তর: ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮০. প্রশ্ন: শ্রীলংকার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮১. প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন হয় কবে?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮২. প্রশ্ন: উপনির্বাচনে জয়ী একাদশ জাতীয় সংসদের ছয় সংসদ সদস্য শপথ গ্রহণ করেন কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি

৮৩. প্রশ্ন: মিয়ানমারের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা

৮৪. প্রশ্ন: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৩ সালের হজের নিবন্ধন শুরু হয় কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি

৮৫. প্রশ্ন: আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম কি?
উত্তর: Islamic Emirate of Afghanistan

৮৬. প্রশ্ন: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন মো. ফয়জুল ইসলাম নিয়োগ পান কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০২৩।

৮৭. প্রশ্ন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার কে?
উত্তর: রাঙ্গামাটির ভ্যালি চাকমা।

৮৮. প্রশ্ন: সারাহ কুক বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পান কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি ২০২৩

৮৯. প্রশ্ন: নিরাপদ ইন্টারনেট দিবস কবে?
উত্তর: ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার

৯০. প্রশ্ন: দেশের প্রথম নারী ব্যারিস্টার কে?

উত্তর: ড. রাবিয়া ভূঁইয়া

৯১. প্রশ্ন: আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?

উত্তর: ১৭ জুলাই ১৯৭৩

৯২.. প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর: আরিনা সাবালো। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম ব্র্যান্ডস্লাম শিরোপা।

৯৩. প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর : নোভাক জকোভিচ (সার্বিয়া)।

৯৪. প্রশ্ন: ২০তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ১২-২২ ডিসেম্বর ২০২৩

৯৫. প্রশ্ন: ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

৯৬. প্রশ্ন: বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারি কে?
উত্তর: মাসফিয়া আফরিন।

৯৭. প্রশ্ন: এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে?

উত্তর: ইমরানুর রহমান।

৯৮. প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার?
উত্তর: গ্যারি ব্যালান্স (প্রথম ওয়েসেলস)।

৯৯. প্রশ্ন: ২০২৩ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল?

উত্তর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১০০. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে?

উত্তর: চন্ডিকা হাথুরুসিংহে

Related Posts

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩: ৮০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিমাসে প্রকাশিত হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন...

Read moreDetails

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩-১৫০টি গুরুত্বপূর্ণ তথ্য

প্রশ্ন: দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব কে? উত্তর: মো. মাহবুব হোসেন প্রশ্ন: জাতীয় প্রবাসী দিবস কবে? উত্তর: ৩০ ডিসেম্বর প্রশ্ন: বর্তমানে...

Read moreDetails

২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [দ্বিতীয়পর্ব]

১. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী? উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২. ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন...

Read moreDetails

২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [প্রথমপর্ব]

বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কে? উত্তর: চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বর্তমান মহাপরিচালক কে? উত্তর:...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?