ক্রিয়াপদ কাকে বলে-কত প্রকার-কি কি ও উদাহরণ সহ

ক্রিয়াপদ কাকে বলে-কত প্রকার-কি কি ও উদাহরণ সহ
0
SHARES
1.5k
VIEWS

ক্রিয়াপদ কাকে বলে: যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন :

  • বাবা এসেছেন।
  • ঘড়িতে দশটা বাজে।
  • আমি অঙ্ক করছি।

ক্রিয়াপদ নানা রকম হয় :
১. সমাপিকা ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন : সেতু স্কুলে যায়। বিথু গান গায় ৷

২. অসমাপিকা ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন :আমি বাড়ি গিয়ে…. সে বই নিয়ে…….

এখানে ‘গিয়ে’, ‘নিয়ে’ ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই। যেমন :

  • আমি বাড়ি গিয়ে খাব।
  • সে বই নিয়ে পড়তে বসেছে।

সুতরাং, ‘গিয়ে’, ‘নিয়ে’ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ‘খাব’, ‘বসেছে’ এগুলো সমাপিকা ক্রিয়া ৷

সকর্মক ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন :

  • স্বপন চিঠি লিখছে।
  • কাঞ্চন বই পড়ছে।

অকর্মক ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন :

  • স্বপন লিখছে।
  • কাঞ্চন পড়ছে।

দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন :

  • শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন।
  • মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন।

প্রযোজক ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন :

  • মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন।
  • সাপুড়ে সাপ খেলায়।

যৌগিক ক্রিয়া কাকে বলে : একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন :

  • সে পাস করে গেল।
  • সাইরেন বেজে উঠল।

সকর্মক ক্রিয়া কাকে বলে : যে ক্রিয়া পদের কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। কর্মযুক্ত ক্ৰিয়াই সকর্মক ক্রিয়া। যেমন :

See also  Paragraph Class 8: Your School Magazine

মা ভাত রান্না করছেন।
এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ‘রান্না করছেন’ ।

প্রশ্ন : কী রান্না করছেন ?
উত্তর : ভাত।

অতএব ‘রান্না করছেন’ ক্রিয়া পদটির কর্ম হচ্ছে ‘ভাত’। ‘রান্না করছেন’ সকর্মক ক্রিয়া।

অকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন : সৌরভ পড়ে।

সৌরভ কী পড়ে? – অকর্মক ক্রিয়া।
এ প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ এ বাক্যে ‘পড়ে’ ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাই ‘পড়ে’
প্রয়োগ—বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া হতে পারে। যেমন :

সকর্মক ক্রিয়া
১. আমি টিফিন খেয়েছি।
২. মাখন রায় গান গাচ্ছে।

অকর্মক ক্রিয়া
১. আমি টিফিনে খেয়েছি।
২. মাখন রায় গানে মজেছে।

Related Posts

অস্ট্রেলিয়ার স্কলারশিপের জন্য যোগ্যতা ও আবেদন করার উপায়

মেধাবী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নত...

Read moreDetails

আয়ারল্যান্ডে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের চাকরি ও বেতন কত

আয়ারল্যান্ড বর্তমানে প্রযুক্তি, নির্মাণ ও বায়োমেডিকেল খাতে দ্রুত উন্নয়নশীল দেশগুলোর অন্যতম একটি। দেশটি দক্ষ প্রকৌশলীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি...

Read moreDetails

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ

বছরে দুই লাখ ডলারের কম আয় করা পরিবারের সদস্যদের জন্য টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর এক লাখ...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি ডিলেট করার সহজ গাইড

ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি তৈরি করা যেমন সহজ, তেমনি অনাকাঙ্ক্ষিত ক্যাটাগরি মুছে ফেলা বা ডিলেট করাও বেশ সহজ। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি: সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি কী? ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি হলো একটি গুরুত্বপূর্ণ ফিচার, যা ব্যবহারকারীদের বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন, আপডেট বা মুছতে সাহায্য...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?