গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা-খরচ-টিউশন ফি সহ বিভিন্ন তথ্য

গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা-খরচ-টিউশন ফি বিভিন্ন তথ্য
0
SHARES
1.9k
VIEWS

গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়, যার ইংরেজি নাম হচ্ছে Gono Bishwabidyalay. এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যার প্রশাসনিক সব কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হয়ে থাকে।

গণ বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়: ১৯৯৮ সালের ১৪ জুলাই গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গণস্বাস্থ্য কেন্দ্র নামের বেসরকারি দাতব্য সংস্থা এটি প্রতিষ্ঠা করে।

READ ALSO

গণ বিশ্ববিদ্যালয় কোথায় অবিস্থত: গণ বিশ্ববিদ্যালয় বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

গণ বিশ্ববিদ্যালয়ে কতটি অনুষধ ও বিভাগ: গণ বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদে মোট ১৪টি বিভাগ রয়েছে।

গণ বিশ্ববিদ্যালয়ে অনুষধগুলো কি কি: স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদ।

গণ বিশ্ববিদ্যালয়ে বিভাগুলো কি কি: ফার্মেসি বিভাগ, মাইক্রোবায়োলজি, জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, বাংলা, ইংরেজি বিভাগ, সমাজবিজ্ঞান ও সামাজকর্ম বিভাগ, রাজনীতি ও প্রশাসন বিভাগ, আইন বিভাগ, বিবিএ বিভাগ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ, ফলিত গণিত বিভাগ,তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস।

ভর্তির যোগ্যতা: ভর্তি যোগ্যতা হলো- এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ২.৫ প্রাপ্ত যে কোনো সামর্থবান ছাত্র-ছাত্রী গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ গ্রহণ করতে পারেন।

গণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ:

বাংলা-Bangla: ভর্তির সময় মোট ১৬৫০০ টাকা দিতে হবে। বাংলা নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ১ লাখ ৫০ হাজার টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৭২৬-২১৩৮৮২।

ইংরেজী-English: ভর্তির সময় মোট ৪৪৫০০ টাকা দিতে হবে। ইংরেজি বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ৩ লাখ টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৭২৬-০০৭২৩৮।

See also  আইইএলটিএস পরীক্ষা: নিবন্ধন-ফি-পরীক্ষা পদ্ধতি সহ বিভিন্ন তথ্য

রাজনীতি ও প্রশাসন-Politics and Administration: ভর্তির সময় মোট ৩৪৫০০ টাকা দিতে হবে। রাজনীতি ও প্রশাসন বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ২ লাখ টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৭১৬-১২৩৯৫৬।

আইন-LLB: ভর্তির সময় মোট ৫৪৫০০ টাকা দিতে হবে। আইন বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ৩ লাখ ২৫ হাজার টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৯২৪-৩৩১৬৫৫।

সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম-Social science and social work: ভর্তির সময় মোট ২৯৫০০ টাকা দিতে হবে। আইন বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ২ লাখ টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৮১৯-০৮৮৩৩৪।

সি.এস.ই-CSE: ভর্তির সময় মোট ৫৪৫০০ টাকা দিতে হবে। সি.এস.ই বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ৩ লাখ ৫০ হাজার টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৯১২-২৮৮৫৯৯।

ফলিত গণিত: ভর্তির সময় মোট ১৯৫০০ টাকা দিতে হবে। ফলিত গণিত বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ১ লাখ ৫০ হাজার টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৭৭৫-৫৪০৮৩৩।

মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং: ভর্তির সময় মোট ৫৪৫০০ টাকা দিতে হবে। মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ২ লাখ ৭৫ হাজার টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো-০১৯২১-৪৬৭০৭৬।

পদার্থ ও রসায়ন: ভর্তির সময় মোট ২৯৫০০ টাকা দিতে হবে। পদার্থ বিষয় নিয়ে পড়তে চাইলে মোট খরচ পড়বে ২ লাখ টাকা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নম্বর হলো- ০১৯০৬-৪৫৪২০৯।

বিঃ দ্রঃ কোভিড-১৯ এর জন্য ভর্তির সময় মোট টাকার ২৫% সমপরিমাণ পরিশোধ করে ভর্তি হওয়া যাবে। সেমিস্টারের অবশিষ্ট টাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষার পূর্বে পরিশোধ করতে হবে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭৭৮-৩৪৫৬৭২, ০১৯২৪-৮৭০০৭১, ০১৯৭৯-৮৬৪০১১, gonouniversity.edu.bd.

প্রয়োজনীয় কাগজপত্র :

১. ছাত্র-ছাত্রীর ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি + অভিভাবকের ২ কপি ছবি ।
২. এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র ও ফটোকপি ।
৩. প্রশংসাপত্র, জন্মনিবন্ধন, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ২ কপি করে ফটোকপি।

See also  এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা: পড়াশোনার খরচ ও যাওয়ার উপায়

Related Posts

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচসহ বিভিন্ন তথ্য

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য পরিচিত। নিচে ভর্তির প্রক্রিয়া ও...

Read moreDetails

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যার ইংরেজির নাম হচ্ছে BRAC University. বিশ্ববিদ্যালয়টির সংক্ষেপ নাম হলো- ব্রাকইউ-BRACU. এর নীতি নীতিবাক্য হলো-উৎকর্ষের অনুপ্রেরণা।...

Read moreDetails

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারি প্রতিষ্ঠান। এর সংক্ষিপ্ত নাম হলো-ডিআইইউ-DIU। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২১...

Read moreDetails

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, যার ইংরেজির নাম হচ্ছে Stamford University Bangladesh. বিশ্ববিদ্যালয়টির সংক্ষেপ নাম হলো- স্টামফোর্ড-Stamford. এটি রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি...

Read moreDetails

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ ও যোগ্যতা সহ বিভিন্ন তথ্য

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কোথায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় খরচ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইস্ট ওয়েস্ট...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?