জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টা) মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন আইসিটি, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবী), অন্টাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন এ্যাকাউন্টিং এন্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিক আবেদনের সময়সীমা আগামী ৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির নতুন সময়সূচী অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের সর্বশেষ তারিখ ৯ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন ফি জমা দেয়ার সর্বশেষ সময় ১৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের সর্বশেষ তারিখ ১৪ মার্চ পর্যন্ত। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২১ মার্চ বিকেল ৫টায়।

চূড়ান্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে চূড়ান্ত ভর্তি ফি জমা দেয়া যাবে আগামী ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিটি প্রোগ্রামের ০১ (এক) বছরের ফি সর্বসাকুল্যে ৬০ হাজার (ষাট হাজার) টাকা, যা দুই কিস্তিতে গ্রহণ করা হবে। প্রথম কিস্তির ৩০ হাজার (ত্রিশ হাজার) টাকা ভর্তির সময় জমা দিতে হবে এবং দ্বিতীয় কিস্তি পরবর্তী তিন মাসের মধ্যে প্রদান করতে হবে।
ক্লাস শুর হবে ১২ এপ্রিল ঢাকার শুক্রাবাদ ইসলাম টাওয়ারের অষ্টম তলায়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।