জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২ হাজার ২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির আচার্য হলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয়টি বর্তমান উপাচার্য হলেন মশিউর রহমান। তিনি ছাড়াও বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার ২০২২ সাল পর্যন্ত ১০ জন উপাচার্যের দায়িত্বে ছিলেন। নিচে তাদের তালিকা দেওয়া হলো-
নাম | কার্যকাল |
মুহাম্মদ আবদুল বারী | ১৯৯২-১৯৯৬ |
আমিনুল ইসলাম | ১৯৯৬-২০০০ |
দুর্গাদাস ভট্টাচার্য | ২০০০-২০০১ |
আবদুল মমিন চৌধুরী | ২০০১-২০০৩ |
আফতাব আহমাদ | ২০০৩-২০০৫ |
ওয়াকিল আহমদ | ২০০৫-২০০৭ |
সৈয়দ রাশিদুল হাসান | ২০০৭-২০০৮ |
এম মোফাখ্খারুল ইসলাম | ২০০৮-২০০৯ |
কাজী শহীদুল্লাহ | ২০০৯-২০১৩ |
হারুন-অর-রশিদ | ২০১৩-২০২১ |
মশিউর রহমান | ২০২১-বর্তমান |