কারো কারো ধারণা ঠোঁটে লিপস্টিক লাগালে ঠোঁটে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কথাটা কি সত্য। না, আদৌ সত্য নয়। লিপস্টিক লাগালে ঠোঁটে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নেই। তবে লিপস্টিকে এলার্জি হতে পারে। যদি এলার্জি হয় তাহলে লিপস্টিক ব্যবহার বন্ধ রাখতে পারেন।
বিনা ধুমপানে কালো ঠোঁট: অনেকে ধূমপান করেন না কিন্তু তা সত্ত্বেও ঠোঁট কালো হয়। এর সমাধান কী ? ধূমপান না করলেও অনেকের ঠোঁটের রং কালো হতে পারে। এতে করণীয় কিছুই থাকেনা। কেউ কেউ ঠোঁটে সানস্ক্রীন ক্রিম ব্যবহারের কথা বলে থাকেন।
সানস্ক্রীন ক্রিম ব্যবহার করে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করা যায়। তবে অনেকের অভ্যাস থাকে জিহবা দিয়ে ঠোঁট ভেজানোর। এ অভ্যাসের কারণে ঠোঁট কালো হতে পারে। অভ্যাসটি ত্যাগ করলে উপকার পাওয়া যায়।
কারো মুখে অনেক তিল: কারো কারো মুখে প্রচুর তিল দেখা যায়। তিলের সংখ্যা যাতে করে আর না বাড়ে সেজন্যে কোনো ব্যবস্থা আছে কি ?
মুখে তিল হবে না বা তিলের সংখ্যা বাড়বে না এমন কোনো ব্যবস্থা নেই, তবে মুখে তিল হলে সেগুলো নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে Electrofulgaration করে তিল নির্মূল করা হয়।
তিলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ: কারো কারো মুখমন্ডলে তিলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ বের হয়। এগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলে । এ থেকে পরিত্রাণের উপায় কী ? এ জাতীয় সমস্যাকে চিকিৎসা পরিভাষায় Dermatosis papulosa Verruca plana বলে। ইলেকট্রোফালগারেশন করে খুব সহজেই এগুলোকে নির্মূল করা যায়। এজন্যে চর্ম বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে।