ধ্বনি-বর্ণ-মাত্রাহীন-অর্ধমাত্রা-স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ

ধ্বনি ও বর্ণ এর বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। নিচে ধ্বনি ও বর্ণ এর বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে।

  • মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে।
  • ধ্বনির লিখিত রুপ বা ধ্বনির সংকেত বা ধ্বনির প্রতীক বা ধ্বনির রুপ বা চিহৃনকে বর্ণ বলে।
  • বর্ণ শব্দের মূল একক
  • বর্ণকে শব্দের ইট বলা হয়।
  • বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি।
  • বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণের সংখ্যা ৫০টি।
  • বর্ণমাত্রার বর্ণ -৩২টি
  • মাত্রাহীন বর্ণ-১০টি
  • অর্ধমাত্রার বর্ণ- ০৮টি
  • ৫০টি বর্ণকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।

স্বরবর্ণ: স্বরধ্বনির দ্যোতক সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ ১১টি। যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও , ঔ।

READ ALSO

ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ ৩৯টি। এগুলো হচ্ছে— ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ।

See also  নবম-দশম শ্রেণি: বাগ্যন্ত্র-পরিচ্ছেদ-৪

Related Posts

নবম-দশম শ্রেণি: ধ্বনি ও বর্ণ-পরিচ্ছেদ-৫

ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও...

Read moreDetails

স্বরবর্ণ-স্বরবর্ণ কয়টি ও কি কি-হ্রস্বস্বর-দীর্ঘস্বর-মৌলিকস্বর

বাংলা স্বরবর্ণ হচ্ছে বাংলা ভাষার এমন কিছু লিখিতরূপ যারা ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে । বাংলা ভাষায়...

Read moreDetails

৮ম শ্রেণির বাংলা ২য় পত্র: ধ্বনি ও বর্ণের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকাভে ধ্বনি বলে। অন্যদিকে, কোনো ভাষা লিখতে যেসব...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?