পৌরনীতি ও সুশাসনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

পৌরনীতি ও সুশাসনের সাধারণ জ্ঞান

১. পৌরনীতি কি?
উত্তর: একটি গতিশীল সামাজিক বিজ্ঞান

২. পৌরনীতি আলোচ্য বিষয় কি কি?
উত্তর: নাগরিক ও তার কার্যাবলি

৩. পৌরনীতি তথা মানবসভ্যতার আদি সংগঠন কি?
উত্তর: পরিবার

৪. পৌরনীতিকে কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর: তিনটি। যথা: প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।

৫. Civics শব্দটি কি শব্দ?
উত্তর: ল্যাটিন

৬. Civic-এর অর্থ কি?
উত্তর: নাগরিক

৭. Civitas-এর অর্থ কি?
উত্তর: নগররাষ্ট্র

৮. পৌরনীতি আধুনিক যুগ শুরু হয় কবে?
উত্তর: ১৬৪৮ সালে

৯.দার্শনিক ও শিক্ষক হিসেবে খ্যাত ছিলেন কে?
উত্তর: সক্রেটিস

১০. প্লেটো কি ছিলেন?
উত্তর: বিখ্যাত দার্শনিক ছিলেন

১১. সম্পদের সুষম বন্টন করা যায় কীভাবে?
উত্তর: সুশাসনের মাধ্যমে

১২. কোনটি মানুষকে অন্যান্য জীব থেকে স্বতন্ত্র করে তুলেছে?
উত্তর: বুদ্ধি

১৩. গণতন্ত্র কেন সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা?
উত্তর: এটি জনগণের শাসিত শাসনব্যবস্থা বলে

১৪. ‘পুর’ শব্দটির অর্থ কি?
উত্তর: নগর

১৫. রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আবশ্যক কেন?
উত্তর: রাষ্ট্রীয় মূলনীতিগুলো সংবিধানে লেখা থাকে বলে

১৬. সরকারের বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা জরুরি কেন?
উত্তর: সরকার জনগণের অংশ বলে

১৭. Polites-শব্দের অর্থ কি?
উত্তর: নাগরিক

১৮. UNDP- এর পূর্ণরুপ কি?
উত্তর : United Nations Development Programme

১৯. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল?
উত্তর: গ্রিসে

২০.পৌরনীতি ও সমাজবিজ্ঞান একে অপরের কি?
উত্তর: পরিপূরক

২১. নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়?
উত্তর: অধিকার ও কর্তব্য

২২. আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস-উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?
উত্তর: গভীর সম্পর্ক

২৩. পৌরনীতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে কি থাকে?
উত্তর: নাগরিক

২৪. অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: গ্রিস

২৫. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর: Civics

২৬. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠে?
উত্তর: গ্রিস

২৭. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান কোনটি?
উত্তর: পৌরনীতি

See also  বিশ্ববিদ্যালয় ভর্তি: ঢাকার সেরা ১০টি কোচিং সেন্টারের তথ্য

২৮. অর্থনীতির অনুশীলন পদ্ধতি কেমন?
উত্তর: গাণিতিক

২৯. পরিবার থেকে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে?
উত্তর: রাষ্ট্র

৩০. প্লেটোর শিক্ষা গুরু কে?
উত্তর: সক্রেটিস

৩১. জ্ঞানই পুণ্য- কার উক্তি?
উত্তর: সক্রেটিস

৩২. একাধারে দার্শনিক, শিক্ষক, বিজ্ঞানী, কবি ও চিন্তাবিদ কে ছিলেন?
উত্তর: অ্যারিস্টট

৩৩. সুশাসন ধারণাটির উদ্ভাবক এবং প্রথম ব্যাখ্যা দেয় কে?
উত্তর: বিশ্বব্যাংক

৩৪. সুশাসনের মূল উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রে আদর্শ ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠা করা

৩৫. সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন কেন?
উত্তর: দুর্নীতি রোধ করতে

৩৬. বর্তমানে সুশাসন বা গুড গভর্ন্যান্স কি?
উত্তর: একটি বহুল ব্যবহৃত শব্দ

৩৭. সুশাসনের বৈশিষ্ট্য কতটি?
উত্তর: ৯টি

৩৮. সুশাসনের ইংরেজি কী?
উত্তর: Good Governance

৩৯. সুশাসন অনিশ্চিত হয়ে যায় কেন?
উত্তর: রাষ্ট্রব্যবস্থার সর্বস্তরে সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত হলে

৪০. গণতন্ত্র সফল করার পূর্বশর্ত কি?
উত্তর: সুশাসন

৪১. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক কোনটি?
উত্তর: দুর্নীতি

৪২. সরকারি কাজকর্মে স্বচ্ছতা একান্ত প্রয়োজন কেন?
উত্তর: দুর্নীতি রোধ করার জন্য

৪৩. ”গণতন্ত্র” আইনের শাসনে বিশ্বাসী বলার যৌক্তিক কারণ কোনটি?
উত্তর: আইনের শাসনে সবার সম-অধিকার নিশ্চিত হয়

৪৪. কি ছাড়া সুশাসন কল্পনা করা যায় না?
উত্তর: গণতন্ত্র

৪৫. স্বচ্ছতার ইংরেজি কি?
উত্তর: Transparency

৪৬. সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি?
উত্তর: নিয়ন্ত্রিত বিচার বিভাগ

৪৭. প্রশাসনযন্ত্রে ধারক ও বাহক কে?
উত্তর: সরকার

৪৮. গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন শব্দটি ব্যাপক আলোচিত কেন?
উত্তর: গণতন্ত্র সফল করার পূর্বশর্ত সুশাসন বলে

৪৯. কীভাবে গণতন্ত্র রহিত হয়?
উত্তর: রাজনীতির চালিকাশক্তি ব্যবসা বলে

৫০. প্রত্যেক নাগরিকের শিক্ষালাভ করা আবশ্যক কেন?
উত্তর: শিক্ষা মানবীয় গুণাবলি বিকশিত করে বলে

৫১. মানবাধিকারের মুখপাত্র কোনটি?
উত্তর: জাতিসংঘ

৫২. DAC-এর পূর্ণ কি?
উত্তর: Development Assistant Committee

৫৩. স্যার কিনেথ স্টউ এর জন্ম ও মৃত্যু কবে?
উত্তর: ১৭ জুলাই ১৯২৭ সালে ও ২৯ আগস্ট ২০১৫ সালে

See also  As often as-এর ব্যবহার উদাহরণ সহ

৫৪. ‘সুশাসন’ ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে?
উত্তর: বিশ্বব্যাংক

৫৫.জেন্ডার বলতে নারী-পুরুষের প্রার্থক্য কি বুঝায়?
উত্তর: সামাজিক

৫৬. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি?
উত্তর: সাংবিধানিক

৫৭. মানবাধিকার কোন ধরনের অধিকার?
উত্তর: প্রাকৃতিক

৫৮. সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?
উত্তর: আইনের শাসন, সাম্য ও নৈতিকতা।

৫৯. সুশাসনের পূর্বশর্ত কি?
উত্তর: মত প্রকাশের স্বাধীনতা

৬০. কিসের মাধ্যমে নাগরিকের ক্ষমতায়ন ঘটে?
উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিতা

৬১. কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
উত্তর: আনুগত্য

৬২. বর্তমান কি যুগ?
উত্তর: গণতন্ত্রের

৬৩. নাগরিকের সামাজিককরণ ও রাজনৈতিক কৃষ্টির বিকাশ ঘটলে কী হয়?
উত্তর: গণতন্ত্রেও ভিত্তি মজবুত হয়

৬৪. রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা সভ্যতার একমাত্র রক্ষাকবচ-কে বলেছেন?
উত্তর: বার্নাড’শ

৬৫. সমাজের আদিম ও অকৃত্রিম প্রতিষ্ঠান কি?
উত্তর: পরিবার

৬৬. ফ্যাসিবাদের জন্ম কোথায়?
উত্তর: ইতালিতে

৬৭. শাসককে হতে হয় সিংহের মতো শক্তিশালী ও শৃগালের মতো ধুর্ত-কে বলেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি

৬৮. রাষ্ট্র বিধাতার সৃষ্টি-মতবাদটি প্রচার করতে কে?
উত্তর:- ইহুদিরা

৬৯. পিতৃতান্ত্রিক মতবাদের অন্যতম প্রবক্তা কে?
উত্তর: স্যার হেনরী মেইন

৭০. রিপাবলিক গ্রন্থেও লেখক কে?
উত্তর: প্লেটো

৭১. চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহত-উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক লাস্কি

৭২. সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন-উক্তিটি কার?
উত্তর: জন মিল

৭৩. সামাজিক সমস্যা সমাধানের উত্তম পন্থা কোনটি?
উত্তর: শিক্ষিত হওয়া

৭৪. গণতন্ত্রেও সুতকাগার বলা হয় কাকে?
উত্তর: স্থানীয় সরকারকে

৭৫. গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে হলে কিসের প্রয়োজন?
উত্তর: শিক্ষা ব্যবস্থা

৭৬. শাসন ব্যবস্থায় প্রশাসনের স্নায়ুকেন্দ্র কোনটি?
উত্তর: সচিবালয়

৭৭. নাগরিক অধিকার রক্ষার সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
উত্তর: আইন

৭৮. স্বাধীনতা ও সাম্যের অভিভাবক কে?
উত্তর: আইন

৭৯. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব

৮০. মানুষ মাত্রই স্বার্থপর-কে বলেছেন?
উত্তর: হব্স

৮১. সামাজিক চুক্তি-মতবাদের প্রবক্তা কে?
উত্তর: রুশো

৮২. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
উত্তর: সুশাসনের

See also  বিদেশে ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবর্ণ সুযোগ

৮৩. মূল্যবোধ কি?
উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৮৪. রাজনৈতিক গুণাবলির সুতিকাগার বলা হয় কাকে?
উত্তর: পরিবারকে

৮৫. জনসাধারণ সকল সার্বভৈৗম ক্ষমতার অধিকারী – কে বলেছেন?
উত্তর: রুশো

৮৬.গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের বিকল্প কি?
উত্তর: বিরোধী দল

৮৭. দান করার অধিকার-কোন ধরনের অধিকার?
উত্তর: নৈতিক

৮৮. রাষ্ট্রের সেবা করা-কোন ধরনের কর্তব্য?
উত্তর: সামাজিক

৮৯. প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার অধিকার দ্বারা-কে বলেছেন?
উত্তর: লাস্কি

৯০. ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয় কি ছাড়া?
উত্তর: অধিকার

৯১. অধিকার সংরক্ষণের শ্রেষ্ঠ হাতিয়ার কোনটি?
উত্তর: পরিবার

৯২. আইনের চোখে সবাই সমান-এটা কোন ধরনের অধিকার?
উত্তর: সামাজিক

৯৩. এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়-এটি কার উক্তি?
উত্তর: মুসোলিনি

৯৪. Social Contract- গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: রুশো

৯৫.Lectures in Jurisprudence- গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: অস্টিন

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?