পৌরনীতি ও সুশাসনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

পৌরনীতি ও সুশাসনের সাধারণ জ্ঞান

১. পৌরনীতি কি?
উত্তর: একটি গতিশীল সামাজিক বিজ্ঞান

২. পৌরনীতি আলোচ্য বিষয় কি কি?
উত্তর: নাগরিক ও তার কার্যাবলি

৩. পৌরনীতি তথা মানবসভ্যতার আদি সংগঠন কি?
উত্তর: পরিবার

৪. পৌরনীতিকে কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর: তিনটি। যথা: প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।

৫. Civics শব্দটি কি শব্দ?
উত্তর: ল্যাটিন

৬. Civic-এর অর্থ কি?
উত্তর: নাগরিক

৭. Civitas-এর অর্থ কি?
উত্তর: নগররাষ্ট্র

৮. পৌরনীতি আধুনিক যুগ শুরু হয় কবে?
উত্তর: ১৬৪৮ সালে

৯.দার্শনিক ও শিক্ষক হিসেবে খ্যাত ছিলেন কে?
উত্তর: সক্রেটিস

১০. প্লেটো কি ছিলেন?
উত্তর: বিখ্যাত দার্শনিক ছিলেন

১১. সম্পদের সুষম বন্টন করা যায় কীভাবে?
উত্তর: সুশাসনের মাধ্যমে

১২. কোনটি মানুষকে অন্যান্য জীব থেকে স্বতন্ত্র করে তুলেছে?
উত্তর: বুদ্ধি

১৩. গণতন্ত্র কেন সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা?
উত্তর: এটি জনগণের শাসিত শাসনব্যবস্থা বলে

১৪. ‘পুর’ শব্দটির অর্থ কি?
উত্তর: নগর

১৫. রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আবশ্যক কেন?
উত্তর: রাষ্ট্রীয় মূলনীতিগুলো সংবিধানে লেখা থাকে বলে

১৬. সরকারের বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা জরুরি কেন?
উত্তর: সরকার জনগণের অংশ বলে

১৭. Polites-শব্দের অর্থ কি?
উত্তর: নাগরিক

১৮. UNDP- এর পূর্ণরুপ কি?
উত্তর : United Nations Development Programme

১৯. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল?
উত্তর: গ্রিসে

২০.পৌরনীতি ও সমাজবিজ্ঞান একে অপরের কি?
উত্তর: পরিপূরক

২১. নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়?
উত্তর: অধিকার ও কর্তব্য

২২. আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস-উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?
উত্তর: গভীর সম্পর্ক

২৩. পৌরনীতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে কি থাকে?
উত্তর: নাগরিক

২৪. অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: গ্রিস

২৫. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর: Civics

২৬. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠে?
উত্তর: গ্রিস

২৭. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান কোনটি?
উত্তর: পৌরনীতি

২৮. অর্থনীতির অনুশীলন পদ্ধতি কেমন?
উত্তর: গাণিতিক

২৯. পরিবার থেকে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে?
উত্তর: রাষ্ট্র

৩০. প্লেটোর শিক্ষা গুরু কে?
উত্তর: সক্রেটিস

৩১. জ্ঞানই পুণ্য- কার উক্তি?
উত্তর: সক্রেটিস

৩২. একাধারে দার্শনিক, শিক্ষক, বিজ্ঞানী, কবি ও চিন্তাবিদ কে ছিলেন?
উত্তর: অ্যারিস্টট

৩৩. সুশাসন ধারণাটির উদ্ভাবক এবং প্রথম ব্যাখ্যা দেয় কে?
উত্তর: বিশ্বব্যাংক

৩৪. সুশাসনের মূল উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রে আদর্শ ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠা করা

৩৫. সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন কেন?
উত্তর: দুর্নীতি রোধ করতে

৩৬. বর্তমানে সুশাসন বা গুড গভর্ন্যান্স কি?
উত্তর: একটি বহুল ব্যবহৃত শব্দ

৩৭. সুশাসনের বৈশিষ্ট্য কতটি?
উত্তর: ৯টি

৩৮. সুশাসনের ইংরেজি কী?
উত্তর: Good Governance

৩৯. সুশাসন অনিশ্চিত হয়ে যায় কেন?
উত্তর: রাষ্ট্রব্যবস্থার সর্বস্তরে সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত হলে

৪০. গণতন্ত্র সফল করার পূর্বশর্ত কি?
উত্তর: সুশাসন

৪১. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক কোনটি?
উত্তর: দুর্নীতি

৪২. সরকারি কাজকর্মে স্বচ্ছতা একান্ত প্রয়োজন কেন?
উত্তর: দুর্নীতি রোধ করার জন্য

৪৩. ”গণতন্ত্র” আইনের শাসনে বিশ্বাসী বলার যৌক্তিক কারণ কোনটি?
উত্তর: আইনের শাসনে সবার সম-অধিকার নিশ্চিত হয়

৪৪. কি ছাড়া সুশাসন কল্পনা করা যায় না?
উত্তর: গণতন্ত্র

৪৫. স্বচ্ছতার ইংরেজি কি?
উত্তর: Transparency

৪৬. সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি?
উত্তর: নিয়ন্ত্রিত বিচার বিভাগ

৪৭. প্রশাসনযন্ত্রে ধারক ও বাহক কে?
উত্তর: সরকার

৪৮. গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন শব্দটি ব্যাপক আলোচিত কেন?
উত্তর: গণতন্ত্র সফল করার পূর্বশর্ত সুশাসন বলে

৪৯. কীভাবে গণতন্ত্র রহিত হয়?
উত্তর: রাজনীতির চালিকাশক্তি ব্যবসা বলে

৫০. প্রত্যেক নাগরিকের শিক্ষালাভ করা আবশ্যক কেন?
উত্তর: শিক্ষা মানবীয় গুণাবলি বিকশিত করে বলে

৫১. মানবাধিকারের মুখপাত্র কোনটি?
উত্তর: জাতিসংঘ

৫২. DAC-এর পূর্ণ কি?
উত্তর: Development Assistant Committee

৫৩. স্যার কিনেথ স্টউ এর জন্ম ও মৃত্যু কবে?
উত্তর: ১৭ জুলাই ১৯২৭ সালে ও ২৯ আগস্ট ২০১৫ সালে

৫৪. ‘সুশাসন’ ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে?
উত্তর: বিশ্বব্যাংক

৫৫.জেন্ডার বলতে নারী-পুরুষের প্রার্থক্য কি বুঝায়?
উত্তর: সামাজিক

৫৬. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি?
উত্তর: সাংবিধানিক

৫৭. মানবাধিকার কোন ধরনের অধিকার?
উত্তর: প্রাকৃতিক

৫৮. সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?
উত্তর: আইনের শাসন, সাম্য ও নৈতিকতা।

৫৯. সুশাসনের পূর্বশর্ত কি?
উত্তর: মত প্রকাশের স্বাধীনতা

৬০. কিসের মাধ্যমে নাগরিকের ক্ষমতায়ন ঘটে?
উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিতা

৬১. কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
উত্তর: আনুগত্য

৬২. বর্তমান কি যুগ?
উত্তর: গণতন্ত্রের

৬৩. নাগরিকের সামাজিককরণ ও রাজনৈতিক কৃষ্টির বিকাশ ঘটলে কী হয়?
উত্তর: গণতন্ত্রেও ভিত্তি মজবুত হয়

৬৪. রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা সভ্যতার একমাত্র রক্ষাকবচ-কে বলেছেন?
উত্তর: বার্নাড’শ

৬৫. সমাজের আদিম ও অকৃত্রিম প্রতিষ্ঠান কি?
উত্তর: পরিবার

৬৬. ফ্যাসিবাদের জন্ম কোথায়?
উত্তর: ইতালিতে

৬৭. শাসককে হতে হয় সিংহের মতো শক্তিশালী ও শৃগালের মতো ধুর্ত-কে বলেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি

৬৮. রাষ্ট্র বিধাতার সৃষ্টি-মতবাদটি প্রচার করতে কে?
উত্তর:- ইহুদিরা

৬৯. পিতৃতান্ত্রিক মতবাদের অন্যতম প্রবক্তা কে?
উত্তর: স্যার হেনরী মেইন

৭০. রিপাবলিক গ্রন্থেও লেখক কে?
উত্তর: প্লেটো

৭১. চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহত-উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক লাস্কি

৭২. সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন-উক্তিটি কার?
উত্তর: জন মিল

৭৩. সামাজিক সমস্যা সমাধানের উত্তম পন্থা কোনটি?
উত্তর: শিক্ষিত হওয়া

৭৪. গণতন্ত্রেও সুতকাগার বলা হয় কাকে?
উত্তর: স্থানীয় সরকারকে

৭৫. গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে হলে কিসের প্রয়োজন?
উত্তর: শিক্ষা ব্যবস্থা

৭৬. শাসন ব্যবস্থায় প্রশাসনের স্নায়ুকেন্দ্র কোনটি?
উত্তর: সচিবালয়

৭৭. নাগরিক অধিকার রক্ষার সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
উত্তর: আইন

৭৮. স্বাধীনতা ও সাম্যের অভিভাবক কে?
উত্তর: আইন

৭৯. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব

৮০. মানুষ মাত্রই স্বার্থপর-কে বলেছেন?
উত্তর: হব্স

৮১. সামাজিক চুক্তি-মতবাদের প্রবক্তা কে?
উত্তর: রুশো

৮২. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
উত্তর: সুশাসনের

৮৩. মূল্যবোধ কি?
উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৮৪. রাজনৈতিক গুণাবলির সুতিকাগার বলা হয় কাকে?
উত্তর: পরিবারকে

৮৫. জনসাধারণ সকল সার্বভৈৗম ক্ষমতার অধিকারী – কে বলেছেন?
উত্তর: রুশো

৮৬.গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের বিকল্প কি?
উত্তর: বিরোধী দল

৮৭. দান করার অধিকার-কোন ধরনের অধিকার?
উত্তর: নৈতিক

৮৮. রাষ্ট্রের সেবা করা-কোন ধরনের কর্তব্য?
উত্তর: সামাজিক

৮৯. প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার অধিকার দ্বারা-কে বলেছেন?
উত্তর: লাস্কি

৯০. ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয় কি ছাড়া?
উত্তর: অধিকার

৯১. অধিকার সংরক্ষণের শ্রেষ্ঠ হাতিয়ার কোনটি?
উত্তর: পরিবার

৯২. আইনের চোখে সবাই সমান-এটা কোন ধরনের অধিকার?
উত্তর: সামাজিক

৯৩. এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়-এটি কার উক্তি?
উত্তর: মুসোলিনি

৯৪. Social Contract- গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: রুশো

৯৫.Lectures in Jurisprudence- গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: অস্টিন

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?