বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং মূলবিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার নিজের পড়াশোনা করতে হবে। তবে কোচিংয়ে ভর্তি হলে ভাল। বাংলাদেশে অনেকগুলোই কোচিং সেন্টার আছে যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগের ভর্তি পরীক্ষার জন্য পড়ানো হয়। নিচে এর তালিকা দেওয়া হলো-
Focus–ফোকাস: খ ইউনিট বা মানবিক বিভাগ পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য ফোকাস সবচেয়ে ভালো হতে পারে আপনার জন্য। এটি সবচেয়ে পুরনো কোচিং সেন্টারের মধ্যে অন্যতম। আর প্রতিবছর তাদের সাফল্যই জানান দেয় তাদের কোয়ালিটির কথা। তাই খ ইউনিটের পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার প্রথম প্রচ্ছন্দের তালিকায় ফোকাস কোচিং সেন্টারকে রাখতে পারেন।
UCC-ইউসিসি: ফোকাস ছাড়াও খ ইউনিটের প্রস্তুতির জন্য ভালো মানের আরেকটি কোচিং সেন্টার হলো UCC. তাদের বিশেষত্ব হলো, তাদের বইগুলো খুবই ভালো মানের। এবং শীটগুলোও।
Saifursসাইফুরস্ : খ ইউনিটের প্রস্তুতির জন্য ভালো মানের আরেকটি কোচিং সেন্টার সাইফুরস্। তাদের বিশেষত্ব হলো, তাদের বই-শীটগুলো ভাল মানের। তাদের ইংরেজি শীট থেকে মাঝে মাঝে সরাসরি কমন পরে।
Uniaid-ইউনিএইড: ফোকাস, ইউসিসি, সাইফুরস্ ছাড়া আপনি পছন্দের তালিকায় ইউনিএইড কোচিং সেন্টারকে রাখতে পারেন।