কোচিং সেন্টারে ভর্তি হলেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে বিষয়টা এমনটা নয়। বিগত বছরের ভর্তির চান্স পাওয়ার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, কোচিং সেন্টারে ভর্তি না হয়েও একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েছে। তবে কোচিং সেন্টারে ভর্তি হলে ভালো। ভর্তি পরীক্ষার সিলেবাস গুছিয়ে খুব সহজ ভাবে সম্পন্ন করে একজন শিক্ষার্থীকে শতভাগ প্রস্তুত করে তুলে কোচিং সেন্টার। নিচে কোচিং সেন্টারের তালিকা দেওয়া হলো-
- বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার (ইউসিসি)
- ফোকাস কোচিং সেন্টার
- সাইফুরস কোচিং সেন্টার
- ইউনিএইড কোচিং সেন্টার
- স্কলার্স কোচিং সেন্টার
- প্যারাগন কোচিং সেন্টার
- লুমিনাস কোচিং সেন্টার
- উদ্ভাস কোচিং সেন্টার
- আইকন কোচিং সেন্টার
- বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার (তারা বিসিএস এর জন্য স্পেশালাইজড। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির শিক্ষার্থীদের পড়ায়)
- লিডস ভার্সিটি কোচিং সেন্টার
- প্রাইম ইউনিভার্সিটি কোচিং সেন্টার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাও তাদের জন্য)
- ইনডেক্স ইউনিভার্সিটি কোচিং সেন্টার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাও তাদের জন্য)
- পজিট্রন বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার
- ঢাকা কোচিং সেন্টার
- ক্যাম্পাস কোচিং সেন্টার
- অ্যাডমিশন এইড কোচিং সেন্টার
- সানরাইজ কোচিং সেন্টার
- ওমেকা কোচিং সেন্টার
- শুভেচ্ছা কোচিং সেন্টার
- রেটিনা কোচিং সেন্টার
- মেডিকেল কোচিং সেন্টার
- ম্যাক কোচিং সেন্টার
- থ্রি ডক্টরস কোচিং সেন্টার
উপরের সবগুলো কোচিং সেন্টারগুলোই ভাল। এখান থেকে কোচিং করে প্রতিবছর বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা। তবে বিগত বছরের ভর্তির চান্স পাওয়ার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার (ইউসিসি), ফোকাস কোচিং সেন্টার, সাইফুরস কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, প্যারাগন কোচিং সেন্টার লুমিনাস কোচিং সেন্টার থেকে চান্স পেয়ে থাকে বেশি। মানবিক বিভাগ বা খ-ইউনিটের জন্য সাইফুরস্ ও ফোকাস কোচিং সেন্টার থেকে চান্স পেয়ে থাকে বেশি। আর ইউসিসি থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ বা গ-ইউনিটের চান্স পায়। আর মেডিকেল কলেজ ও বুয়েটে ভর্তির কোচিং সেন্টারগুলোর মধ্যে রয়েছে- উদ্ভাস, সানরাইজ, ওমেকা, শুভেচ্ছা, রেটিনা, ম্যাক, থ্রি ডক্টরস ইত্যাদি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এসব কোচিং সেন্টারগুলোর শাখা রয়েছে।