সর্বপ্রথম আপনি “বি” ইউনিটের প্রশ্নব্যাংক কিনবেন। প্রশ্নব্যাংক পড়লেই প্রশ্ন প্যাটর্ন ও গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। বি ইউনিট বা মানবিক বিভাগের জন্য বাংলা এবং ইংরেজি বেশ গুরুত্ব সহকারে পড়তে হবে। সাধারণ জ্ঞান তো অবশ্যই পড়তে হবে। বিগত ১০ বছরের বিসিএস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে নিবেন। বাংলা ও ইংরেজির বেলায় নিজের ইউনিটের পাশাপাশি অন্যান্য ইউনিটের প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে।
বাংলা: এসএসসি মেইন বোর্ড বই বাংলা দ্বিতীয় পত্র ও পারাবার বইটি পড়তে পারেন। বিগত সালের প্রশ্ন ব্যাংকের জন্য পানকৌড়ি সিরিজের নিলে বেস্ট হবে। আপনার বোর্ডের বাংলা বই দুটি (যথা: বাংলা সাহিত্যের সিলেবাসভুক্ত গদ্য-কবিতা ও সহপাঠ বইয়ের আগাগোড়া মুখস্থ করে ফেলতে হবে, লেখক পরিচিতি, শব্দার্থ-টীকা, পাঠ পরিচিতি পুরোটা মনে গেঁথে নিবেন; মনে রাখবেন প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ।) বোর্ডের নবম-দশম শ্রেণির জন্য পাঠ্য বাংলা ভাষার ব্যাকরণ বইটি কিন্তু ভর্তি পরীক্ষার বাংলা ব্যাকরণ অংশের জন্য একেবারে ব্রহ্মাস্ত্র। ওটাও একেবারে খুটিয়ে খুটিয়ে পড়বেন। কিছু যেন বাদ না থাকে।
ইংরেজি: ইংরেজি তে ভালো করার জন্য APEX, English for competitive exams বইগুলো অনুসরণ করতে পারেন। আপনার ইংরেজি ১ম পএ বই ও তার ভোকাবুলারি ভালোমতো পড়বেন। এছাড়া বিগত ১০ বছরের বিসিএস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে নিবেন।
সাধারন জ্ঞান: যে কোচিংয়েই ভর্তি হন না কেন তাদের শীটগুলো ভালো করে পড়বেন। এছাড়া জুবায়ের’স GK বইটি পড়তে পারেন। সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। তাই এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য বাজারে অনেক বই পাওয়া যায় আপনি একটু যাচাই বাছাই করে কিনে নিবেন।
লিখিতের জন্য বই: লিখিতের জন্য যেকোনো প্রকাশনীর একটা ভালো বই নিয়ে পড়া শুরু করলে আশাকরি প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে।