ভূগোল ও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ ১৫০টি সাধারণ জ্ঞান

ভূগোল ও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ ১৫০টি সাধারণ জ্ঞান

১. ভূগোলে কতটি অক্ষরেখা আছে?-১৮০ টি।

২. গ্রিনিচ মান সময় কোন দেশের প্রমাণ সময়? -যুক্তরাজ্য।

৩. বিষুবরেখার পরিধি কত? – ৪০,০৭৬ কিলোমিটার।

৪. পৃথিবী কয়টি সময় এলাকায় বিভক্ত? – ২৪টি।

৫. আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীর ওপর দিয়ে অতিক্রম করেছে?- ফ্লোরিডা প্রণালী

৬. সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?- বুধ ও শুক্র।

৭. চন্দ্ৰগ্ৰহণ কখন সৃষ্টি হয় ?- পৃথিবী,সূর্য ও চন্দ্র যখন কই সরলরেখায় অবস্থান করে।

৮. সৌরজগতের সবচেয়ে ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি?-পৃথিবী ।

৯. কোন গ্রহটি শুকতারা হিসেবে খ্যাত?-শুক্র।

১০.পৃথিবীর জমজ’ নামে পরিচিত কোন গ্রহ?- শুক্র।

১১.প্রত্যেক মেরু থেকে বিষুব রেখার দূরত্ব কত?-১০০০২ কিমি ৷

১২. কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে?-৪ জুলাই।

১৩.ধ্রুবতারা কোন গোলার্ধে দৃষ্ট হয়?-উত্তর গোলার্ধে।

১৪. মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি-এ তত্ত্বের প্রবক্তা কে?-ষ্টিফেন হকিং।

১৫. সৌরজগতের কোন গ্রহের পশ্চিমে সূর্য ওঠে এবং পূর্বে অস্ত যায়?-শুক্র।

১৬. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় অবস্থিত?-প্রশান্ত মহাসাগরে।

১৭. নিজ কক্ষপথে একবার ঘুরতে বৃহস্পতির সময় লাগে কত?-৯ ঘন্টা ৫৩ মিনিট।

১৮. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ-নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র।

১৯. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? – ৮ মিনিট ২০ সে.

২০. এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?-হেল-বপ ধূমকেতু ৷

২১. পৃথিবী যে পথে সূর্যকে পরিভ্রমণ করে সে পথকে বলা হয়-কক্ষপথ ৷

২২. পৃথিবীর কক্ষপথ- উপ-বৃত্তাকার।

২৩. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়। -২১ জুন।

২৪. উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- ২১ জুন।

২৫. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক-পশ্চিম হতে পূর্ব।

২৬. দিবা-রাত্রি সংঘটিত হয়-আহ্নিক গতির জন্য।

২৭. দিবা ও রাত্রি পরস্পর সমান, এরূপ দিন বছরে কতবার আসে?- ২ বার।

২৮. ২২ ডিসেম্বর কুমেরু সূর্যের দিকে কত ডিগ্রি অক্ষাংশে ঝুঁকে থাকে?-২৩.৫° দক্ষিণ।

২৯. পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান-২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৩০. মহাবৃত্ত কি?-নিরক্ষবৃত্ত।

৩১. “সুপার নোভা কি? -মৃত তারকার ধ্বংস।

৩২. ‘গর্জনশীল চল্লিশ” কি?-দক্ষিণ গোলার্ধে স্থির উত্তর-পশ্চিম বিপরীত বাণিজ্য বায়ু।

৩৩. মহাবিষুব’ কখন ঘটে?- ২১ মার্চ ।

৩৪. প্রতি ওয়ান’ কাকে বলে?-বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে প্লাঙ্ক ওয়াল বলে।

৩৫. ‘বিগ ব্যাংক’ -এর ধারণা প্রথম কে উপস্থাপন করেন? -জর্জ গ্যামো (১৯৪৮ সালে)।

৩৬. গন্ধ বিষভল দেখতে কিসের মতো?-প্রশ্নোবোধক চিহ্নের মতো।

৩৭. পৃথিবী থেকে চাঁদের শুধুই এক পাশ দেখা যাওয়ার কারণ কী? -চাঁদের ঘূর্ণনকাল ও আবর্তন কাল
সমান বলে।

৩৮. মহাবিশ্বের জন কত বছর পূর্বে বলে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন?-১৩০০-২০০০ কোটি বছর পূর্বে।

৩৯. সূর্যগ্রহণ কখন হয়?-যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখার মধ্যে অবস্থান করে।

৪০. অশ্ম অর্থ কি?- শিলা

৪১.ভূ-অভ্যন্তরকে যে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়েছে সেগুলোর নাম কি?- অশ্মমণ্ডল, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল

৪২. ভূত্বক কোথায় অবস্থিত?- গুরুমন্ডলের ওপর।

৪৩. পলি দ্বারা গঠিত শিলাকে কি বলা হয়?- পাললিক শিলা।

৪৪. ভূমিকম্পের কেন্দ্র কার মাধ্যমে নিরূপন করা যায়?- পৃষ্ঠ তরঙ্গের মাধ্যমে।

৪৫. ভূমিকম্পের ঝাঁকুনিতে অনেক সময় ভূপৃষ্ঠে কিসের সৃষ্টি হয়?- ভাঁজের উপর।

৪৬. প্লাস্টার অব প্যারিস প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়?- জিপসাম।

৪৭. সাদা অভ্রকে কি বলা হয়?- মাসকোভাইট।

৪৮. প্রস্তরীভূত প্রাণী ও উদ্ভিদের জীবদেহকে কি বলা হয়? – জীবাশ্ম।

৪৯. ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে কি বলে? – ভূত্বক

৫০. ভূত্বকের উপাদান কোনটি? – অক্সিজেন।

৫১. কোনটি ভূত্বকের উপাদান নয়?- নাইট্রোজেন।

৫২. ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে পটাসিয়ামের পরিমাণ কত?- ২.৫%

৫৩. ভূত্বকের উপাদান কয়টি?- ৮টি

৫৪. ভূতকে শতকরা কয় ভাগ লোহা বিদ্যমান?- ৫ ভাগ।

৫৫. ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?- ১৭-৪৮ কি.মি.।

৫৬. উৎপত্তি অনুসারে শিলা প্রধানত কত প্রকার?- ৩ প্রকার।

৫৭. প্রাথমিক শিলা হলো- আগ্নেয় শিলা।

৫৮. ‘গ্রানাইট’ কোন শিলার উদাহরণ?- অন্ত:জ আগ্নেয় শিলা।

৫৯. গ্রানাইট, ডায়োরাইট ও গ্যাব্রো কোন জাতীয় শিলার অন্তর্ভুক্ত?- আগ্নেয়শিলা।

৬০. ভূমিকম্প সৃষ্টি হতে পারে ভূ-অভ্যন্তরের- ৫-১১২৬ কিলোমিটারের মধ্যে।

৬১. নদীর গতিপথ পরিবর্তনের প্রক্রিয়া কোনটি?-ভূমিকম্প।

৬২. আফ্রিকার কিলিমানজারো কোন শ্রেণীর পর্বত?-আগ্নেয় পর্বত।

৬৩. হিমালয় কোন শ্রেণীর পর্বত?- ভঙ্গিল পর্বত।

৬৪. প্লাবন সমভূমির গড় উচ্চতা কত?- ৯ মিটারের কম।

৬৫. ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত লাভা কিসের সৃষ্টি করে?- আগ্নেয় সমভূমি।

৬৬. পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি?- আগ্নেয় শিলা।

৬৭. ভূমিকম্পের তরঙ্গ কত প্রকার। -তিন প্রকার

৬৮. খনিজের গঠন কিরূপ?-স্ফটিকাকার।

৬৯. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ কোনটি? -হাওয়াই দ্বীপপুঞ্জ।

৭০. কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর?- স্ট্র্যাটোমন্ডল

৭১. উত্তর গোলার্ধে কোন মাসের তাপ সর্বোচ্চ – জুলাই।

৭২. মাদাগাস্কার কোন মহাসাগরের বৃহত্তম দ্বীপ?-প্রশান্ত মহাসাগর।

৭৩. বায়ু কোন দিকে চাপ দেয়া- সবদিকে।

৭৪. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?- ২০.৭১%।

৭৫. বায়ুমণ্ডলের বয়স এবং গভীরতা কত?- বয়স ৩৫ কোটি বছর, গভীরতা প্রায় ১০,০০০ কি.মি.।

৭৬. উষ্ণ মরু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত?- ২০-৩০ উত্তর ও দক্ষিণ।

৭৭. বায়ুর চাপ পরিমাপ করা হয় কি দিয়ে?- ব্যারোমিটার।

৭৮. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. কত? -১০ নিউটন।

৭৯. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানে এ
যায়? ১০ মিটার।

৮০. বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?- ০.০৩%

৮১. বারিমণ্ডল কি দ্বারা গঠিত?- মহাসাগর, সাগর, উপসাগর ইত্যাদি দ্বারা।

৮২. তেজ কটাল কখন হয়?- চন্দ্র ও সূর্য পৃথিবীর সমসূত্রে থাকলে

৮৩. প্রশান্ত মহাসাগরের পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত?- এশিয়া

৮৪. পৃথিবীর ওপর কার আকর্ষণ বেশি?- চন্দ্রের।

৮৫. মাদাগাস্কার কোন মহাসাগারের বৃহত্তম দ্বীপ-প্রশান্ত মহাসাগর।

৮৬. ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কিরূপ?-সবুজ

৮৭. কিসের আকর্ষণে জোয়ার-ভাটা হয়? – চন্দ্ৰ।

৮৮. চারদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে কি বলে? হ্রদ

৮৯. আটলান্টিক মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম খাত কোনটি?- দক্ষিণ স্যান্ডউইচ খাত।

৯০. প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?- ৪০৭৯ মিটার।

৯১. নিরক্ষরেখার নিকট কোন মহাসাগর সর্বাপেক্ষা সংকীর্ণ?- আটলান্টিক মহাসাগর।

৯২. ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?- ৭৪৫৫ মিটার।

৯৩. সুমেরু বা উত্তর মহাসাগরের গড় গভীরতা কত?-১২০৫ মিটার।

৯৪. জোয়ার-ভাটার তেজ কটাল কখন হয়?- অমাবস্যায়।

৯৫. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্য ব্যবধান হলো- প্রায় ১২ ঘন্টা বারমুডা কি?- একটি দ্বীপপুঞ্জ ।

৯৬. মারকুইসাস দ্বীপ কোন ধরনের দ্বীপ?-আগ্নেয় দ্বীপ ।

৯৭. এ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? – বুধ।

৯৮.সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? – বৃহস্পতি।

৯৯. জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝায়? – মহাবিশ্ব যা কিছু নিয়ে গঠিত সেসবের পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে যে বিজ্ঞান তাই জ্যোতির্বিজ্ঞান।

১০০. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ বেশি? – শনির (২২টি)।

১০১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কেনটি? – বুধ ।

১০২. সৌরজগতের বাইরে প্রথম আবিষ্কৃত গ্রহটির নাম কি? – ৫১ পেগাসাস ।

১০৩.সূর্যের মৌলিক পদার্থ কি? – বায়বীয় পদার্থ ।

১০৪. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?- প্রক্সিমা সেন্টারাই।

১০৫. সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?- প্রক্সিমা সেন্টারাই।

১০৫. সবচেয়ে বড় নক্ষত্র কোনটি?- বেটেলগম।

১০৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?- ৮ মিনিট ১৮ সেকেন্ড।

১০৭. কোন গ্রহকে লাল গ্রহ বলে?- মঙ্গল গ্রহকে।

১০৮. র‍্যাডক্লিফ-১৩৬ কি?- একটি নক্ষত্র।

১০৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?- শুক্র।

১১০. সূর্য থেকে বেটেলগম কতগুণ বড়?- ৫০০ গুণ ।

১১১.শুক্র কি নামে পরিচিত?- শুকতারা বা সন্ধ্যা তারা।

১১২. পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জ কোনটি?- কাল পুরুষ ।

১১৩. শুমেকার লেভি কবে বৃহস্পতিতে আঘাত হানে?- ১৬-১২ জুলাই ১৯৯৪।

১১৪. শুমেকার লেভির বিস্ফোরণের চিহ্ন কিভাবে সংগ্রহ করা হয়?- হাবল মহাশূন্য টেলিস্কোপের সাহায্যে।

১১৫. যুক্তরাষ্ট্র কখন মহাশূন্যে উপগ্রহ নিক্ষেপ করে?- যুক্তরাষ্ট্র

১১৬. ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি প্রথম মহাশুণ্যের কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-১ নিক্ষেপ করে।

১১৭. অ্যাপেলো-১১ তে কয়জন যাত্রী চাঁদে গিয়েছিলেন এবং তাদের নাম কি?- তিনজন। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স।

১১৮. মেরিনাচ ১০ কি?- একটি মনুষ্যহীন তথ্যানুসন্ধানী মহাকাশযান (১৯৭৩ সালের ৩নভেম্বর আমেরিকা থেকে এটি প্রেরিত হয়) ।

১১৯. ISS-এর পূর্ণরূপ কি? – International Space Station.

১২০. মঙ্গলগ্রহে যে দুটি মিশন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাদের নাম কি?- মার্স ক্লাইমেন্ট অরবিটার এবং মার্স পালোর ল্যান্ডার।

১২১. হাবল টেলিস্কোপ কি?- উর্ধাকাশের বিভিন্ন প্রকার চিত্রগ্রহণ যন্ত্র।

১২২. শুমেকার লেভি কি?- একটি ধুমকেতু।

১২৩. কোন দেশ প্রথম মহাশুণ্যে যাত্রার উদ্বোধন করে?- সাবেক সোভিয়েত ইউনিয়ন।

১২৪. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? – শনি

১২৫. প্রথম মহকাশচারীর নাম কি? – ইউরি গ্যাগারিন।

১২৬. শান্ত সাগর কোথায় অবস্থিত? – চাঁদে

১২৭. নিচের কেনটিকে ‘সবুজ গ্রহ’ বলা হয়? – ইউরেনাস

১২৮. প্রথম মহাকাশ পর্যটক কে?- ডেনিস টিটো

১২৯. NASA– National Aeronautics and Space Administration.

১৩০. মঙ্গল গ্রহের আকাশের রং কেমন?- গোলাপী।

১৩১. মহাকাশ থেকে পৃথিবীর রং দেখায়।- নীল ও সাদা ।

১৩২. পূর্ব আকাশের শুকতারা কোন গ্রহ?-শুক্র

১৩৩. সৌর কলঙ্কগুলোকে সর্বপ্রথম দেখেন কে? -গ্যালিলিও।

১৩৪. NASA – এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটনে।

১৩৫. প্রথম মহিলা মহাকাশচারী কে?-ভ্যালেন্তিনা তেরেস্কোভা।

১৩৬. মহাকাশচারী প্রথম মহিলা কে? – রাশিয়ার ভ্যালেন্তিনা টেরেস্কোভা। তিনি মহাশূন্যযান ভাষ্টেক-৬ এ চড়ে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে যাত্রা করেন।

১৩৭. মহাকাশে প্রথম যাত্রী কোন প্রাণী এবং এটি কোন নভোযানে চড়ে আকাশে উঠেছিল? – লাইকা নামের কুকুর । এটি ১৯৫৭ সালের ৪ নভেম্বর রাশিয়ার স্পুটনিক-২ মহাকাশযানে চড়ে আকাশে উঠেছিল। কুকুরটি মহাকাশেই মারা যায়।

১৩৮. শুমেকার লেভি-৯ ধূমকেতুটি বিস্ফোরণের কারণ কি? – ধূমকেতু কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে বৃহস্পতি গ্রহের কক্ষপথে এসে যায় এবং মাধ্যকর্ষণচ্যুত হয়ে যায়।

১৩৯. বিশ্বের প্রথম মুসলিম নভোচারী কে? -সৌদি বাদশাহ ফাহাদের ভ্রাতুষ্পুত্র শাহজাদা সুলতান ইবনে আবদুল আজিজ।

১৪০. ১৫ দিনে কে বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণ করেন এবং তিনি কোন দেশেরঅধিবাসী? – ষ্টিভ ফসেট, অষ্ট্ৰেলিয়া

১৪১. মির মহাকাশে করে উড্ডয়ন হয়?-২০ ফেব্রুয়ারী, ১৯৮৬।

১৪২. পাথ ফাইভারের রোবটটির নাম কি?-সোজার্নার।

১৪৩. পাথ ফাইভারে স্থাপিত কম্পিউটারের নাম কি?- আইবিএম রিস্ক ৬০০০।

১৪৪. কোন নভোযান সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে?- রাশিয়ার মনুষ্যহীন চন্দতরী লুনা-৯ (১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি)।

১৪৫. নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স পৃথিবীতে ফিরে এলে কে তাঁদের স্বাগত জানান? – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন।

১৪৬. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ কবে শেষ হয়েছে? – ২০০৪ সালে।

১৪৭. হিউষ্টন কি?-মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত মহাশূন্য যোগাযোগ কেন্দ্ৰ ।

১৪৮. ষ্টিভ ফসেট যে বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন সেটির নাম কি?- স্পিরিট।

১৪৯. পাথ ফাইন্ডারের মূল নাম কি? – মাস পাথ ফাইন্ডার ।

১৫০. ব‘ডিসকভারি ও মির’ কত দূরত্বে পরস্পর মিলিত হয়?- ১৮ মিটার দূরত্বে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি কত

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বেড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে অস্ট্রেলিয়া। ২০২৪ সালের জুলাই...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?