১. ভূগোলে কতটি অক্ষরেখা আছে?-১৮০ টি।
২. গ্রিনিচ মান সময় কোন দেশের প্রমাণ সময়? -যুক্তরাজ্য।
৩. বিষুবরেখার পরিধি কত? – ৪০,০৭৬ কিলোমিটার।
৪. পৃথিবী কয়টি সময় এলাকায় বিভক্ত? – ২৪টি।
৫. আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীর ওপর দিয়ে অতিক্রম করেছে?- ফ্লোরিডা প্রণালী
৬. সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?- বুধ ও শুক্র।
৭. চন্দ্ৰগ্ৰহণ কখন সৃষ্টি হয় ?- পৃথিবী,সূর্য ও চন্দ্র যখন কই সরলরেখায় অবস্থান করে।
৮. সৌরজগতের সবচেয়ে ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি?-পৃথিবী ।
৯. কোন গ্রহটি শুকতারা হিসেবে খ্যাত?-শুক্র।
১০.পৃথিবীর জমজ’ নামে পরিচিত কোন গ্রহ?- শুক্র।
১১.প্রত্যেক মেরু থেকে বিষুব রেখার দূরত্ব কত?-১০০০২ কিমি ৷
১২. কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে?-৪ জুলাই।
১৩.ধ্রুবতারা কোন গোলার্ধে দৃষ্ট হয়?-উত্তর গোলার্ধে।
১৪. মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি-এ তত্ত্বের প্রবক্তা কে?-ষ্টিফেন হকিং।
১৫. সৌরজগতের কোন গ্রহের পশ্চিমে সূর্য ওঠে এবং পূর্বে অস্ত যায়?-শুক্র।
১৬. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় অবস্থিত?-প্রশান্ত মহাসাগরে।
১৭. নিজ কক্ষপথে একবার ঘুরতে বৃহস্পতির সময় লাগে কত?-৯ ঘন্টা ৫৩ মিনিট।
১৮. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ-নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র।
১৯. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? – ৮ মিনিট ২০ সে.
২০. এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?-হেল-বপ ধূমকেতু ৷
২১. পৃথিবী যে পথে সূর্যকে পরিভ্রমণ করে সে পথকে বলা হয়-কক্ষপথ ৷
২২. পৃথিবীর কক্ষপথ- উপ-বৃত্তাকার।
২৩. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়। -২১ জুন।
২৪. উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- ২১ জুন।
২৫. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক-পশ্চিম হতে পূর্ব।
২৬. দিবা-রাত্রি সংঘটিত হয়-আহ্নিক গতির জন্য।
২৭. দিবা ও রাত্রি পরস্পর সমান, এরূপ দিন বছরে কতবার আসে?- ২ বার।
২৮. ২২ ডিসেম্বর কুমেরু সূর্যের দিকে কত ডিগ্রি অক্ষাংশে ঝুঁকে থাকে?-২৩.৫° দক্ষিণ।
২৯. পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান-২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
৩০. মহাবৃত্ত কি?-নিরক্ষবৃত্ত।
৩১. “সুপার নোভা কি? -মৃত তারকার ধ্বংস।
৩২. ‘গর্জনশীল চল্লিশ” কি?-দক্ষিণ গোলার্ধে স্থির উত্তর-পশ্চিম বিপরীত বাণিজ্য বায়ু।
৩৩. মহাবিষুব’ কখন ঘটে?- ২১ মার্চ ।
৩৪. প্রতি ওয়ান’ কাকে বলে?-বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে প্লাঙ্ক ওয়াল বলে।
৩৫. ‘বিগ ব্যাংক’ -এর ধারণা প্রথম কে উপস্থাপন করেন? -জর্জ গ্যামো (১৯৪৮ সালে)।
৩৬. গন্ধ বিষভল দেখতে কিসের মতো?-প্রশ্নোবোধক চিহ্নের মতো।
৩৭. পৃথিবী থেকে চাঁদের শুধুই এক পাশ দেখা যাওয়ার কারণ কী? -চাঁদের ঘূর্ণনকাল ও আবর্তন কাল
সমান বলে।
৩৮. মহাবিশ্বের জন কত বছর পূর্বে বলে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন?-১৩০০-২০০০ কোটি বছর পূর্বে।
৩৯. সূর্যগ্রহণ কখন হয়?-যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখার মধ্যে অবস্থান করে।
৪০. অশ্ম অর্থ কি?- শিলা
৪১.ভূ-অভ্যন্তরকে যে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়েছে সেগুলোর নাম কি?- অশ্মমণ্ডল, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল
৪২. ভূত্বক কোথায় অবস্থিত?- গুরুমন্ডলের ওপর।
৪৩. পলি দ্বারা গঠিত শিলাকে কি বলা হয়?- পাললিক শিলা।
৪৪. ভূমিকম্পের কেন্দ্র কার মাধ্যমে নিরূপন করা যায়?- পৃষ্ঠ তরঙ্গের মাধ্যমে।
৪৫. ভূমিকম্পের ঝাঁকুনিতে অনেক সময় ভূপৃষ্ঠে কিসের সৃষ্টি হয়?- ভাঁজের উপর।
৪৬. প্লাস্টার অব প্যারিস প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়?- জিপসাম।
৪৭. সাদা অভ্রকে কি বলা হয়?- মাসকোভাইট।
৪৮. প্রস্তরীভূত প্রাণী ও উদ্ভিদের জীবদেহকে কি বলা হয়? – জীবাশ্ম।
৪৯. ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে কি বলে? – ভূত্বক
৫০. ভূত্বকের উপাদান কোনটি? – অক্সিজেন।
৫১. কোনটি ভূত্বকের উপাদান নয়?- নাইট্রোজেন।
৫২. ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে পটাসিয়ামের পরিমাণ কত?- ২.৫%
৫৩. ভূত্বকের উপাদান কয়টি?- ৮টি
৫৪. ভূতকে শতকরা কয় ভাগ লোহা বিদ্যমান?- ৫ ভাগ।
৫৫. ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?- ১৭-৪৮ কি.মি.।
৫৬. উৎপত্তি অনুসারে শিলা প্রধানত কত প্রকার?- ৩ প্রকার।
৫৭. প্রাথমিক শিলা হলো- আগ্নেয় শিলা।
৫৮. ‘গ্রানাইট’ কোন শিলার উদাহরণ?- অন্ত:জ আগ্নেয় শিলা।
৫৯. গ্রানাইট, ডায়োরাইট ও গ্যাব্রো কোন জাতীয় শিলার অন্তর্ভুক্ত?- আগ্নেয়শিলা।
৬০. ভূমিকম্প সৃষ্টি হতে পারে ভূ-অভ্যন্তরের- ৫-১১২৬ কিলোমিটারের মধ্যে।
৬১. নদীর গতিপথ পরিবর্তনের প্রক্রিয়া কোনটি?-ভূমিকম্প।
৬২. আফ্রিকার কিলিমানজারো কোন শ্রেণীর পর্বত?-আগ্নেয় পর্বত।
৬৩. হিমালয় কোন শ্রেণীর পর্বত?- ভঙ্গিল পর্বত।
৬৪. প্লাবন সমভূমির গড় উচ্চতা কত?- ৯ মিটারের কম।
৬৫. ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত লাভা কিসের সৃষ্টি করে?- আগ্নেয় সমভূমি।
৬৬. পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি?- আগ্নেয় শিলা।
৬৭. ভূমিকম্পের তরঙ্গ কত প্রকার। -তিন প্রকার
৬৮. খনিজের গঠন কিরূপ?-স্ফটিকাকার।
৬৯. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ কোনটি? -হাওয়াই দ্বীপপুঞ্জ।
৭০. কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর?- স্ট্র্যাটোমন্ডল
৭১. উত্তর গোলার্ধে কোন মাসের তাপ সর্বোচ্চ – জুলাই।
৭২. মাদাগাস্কার কোন মহাসাগরের বৃহত্তম দ্বীপ?-প্রশান্ত মহাসাগর।
৭৩. বায়ু কোন দিকে চাপ দেয়া- সবদিকে।
৭৪. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?- ২০.৭১%।
৭৫. বায়ুমণ্ডলের বয়স এবং গভীরতা কত?- বয়স ৩৫ কোটি বছর, গভীরতা প্রায় ১০,০০০ কি.মি.।
৭৬. উষ্ণ মরু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত?- ২০-৩০ উত্তর ও দক্ষিণ।
৭৭. বায়ুর চাপ পরিমাপ করা হয় কি দিয়ে?- ব্যারোমিটার।
৭৮. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. কত? -১০ নিউটন।
৭৯. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানে এ
যায়? ১০ মিটার।
৮০. বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?- ০.০৩%
৮১. বারিমণ্ডল কি দ্বারা গঠিত?- মহাসাগর, সাগর, উপসাগর ইত্যাদি দ্বারা।
৮২. তেজ কটাল কখন হয়?- চন্দ্র ও সূর্য পৃথিবীর সমসূত্রে থাকলে
৮৩. প্রশান্ত মহাসাগরের পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত?- এশিয়া
৮৪. পৃথিবীর ওপর কার আকর্ষণ বেশি?- চন্দ্রের।
৮৫. মাদাগাস্কার কোন মহাসাগারের বৃহত্তম দ্বীপ-প্রশান্ত মহাসাগর।
৮৬. ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কিরূপ?-সবুজ
৮৭. কিসের আকর্ষণে জোয়ার-ভাটা হয়? – চন্দ্ৰ।
৮৮. চারদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে কি বলে? হ্রদ
৮৯. আটলান্টিক মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম খাত কোনটি?- দক্ষিণ স্যান্ডউইচ খাত।
৯০. প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?- ৪০৭৯ মিটার।
৯১. নিরক্ষরেখার নিকট কোন মহাসাগর সর্বাপেক্ষা সংকীর্ণ?- আটলান্টিক মহাসাগর।
৯২. ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?- ৭৪৫৫ মিটার।
৯৩. সুমেরু বা উত্তর মহাসাগরের গড় গভীরতা কত?-১২০৫ মিটার।
৯৪. জোয়ার-ভাটার তেজ কটাল কখন হয়?- অমাবস্যায়।
৯৫. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্য ব্যবধান হলো- প্রায় ১২ ঘন্টা বারমুডা কি?- একটি দ্বীপপুঞ্জ ।
৯৬. মারকুইসাস দ্বীপ কোন ধরনের দ্বীপ?-আগ্নেয় দ্বীপ ।
৯৭. এ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? – বুধ।
৯৮.সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? – বৃহস্পতি।
৯৯. জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝায়? – মহাবিশ্ব যা কিছু নিয়ে গঠিত সেসবের পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে যে বিজ্ঞান তাই জ্যোতির্বিজ্ঞান।
১০০. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ বেশি? – শনির (২২টি)।
১০১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কেনটি? – বুধ ।
১০২. সৌরজগতের বাইরে প্রথম আবিষ্কৃত গ্রহটির নাম কি? – ৫১ পেগাসাস ।
১০৩.সূর্যের মৌলিক পদার্থ কি? – বায়বীয় পদার্থ ।
১০৪. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?- প্রক্সিমা সেন্টারাই।
১০৫. সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?- প্রক্সিমা সেন্টারাই।
১০৫. সবচেয়ে বড় নক্ষত্র কোনটি?- বেটেলগম।
১০৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?- ৮ মিনিট ১৮ সেকেন্ড।
১০৭. কোন গ্রহকে লাল গ্রহ বলে?- মঙ্গল গ্রহকে।
১০৮. র্যাডক্লিফ-১৩৬ কি?- একটি নক্ষত্র।
১০৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?- শুক্র।
১১০. সূর্য থেকে বেটেলগম কতগুণ বড়?- ৫০০ গুণ ।
১১১.শুক্র কি নামে পরিচিত?- শুকতারা বা সন্ধ্যা তারা।
১১২. পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জ কোনটি?- কাল পুরুষ ।
১১৩. শুমেকার লেভি কবে বৃহস্পতিতে আঘাত হানে?- ১৬-১২ জুলাই ১৯৯৪।
১১৪. শুমেকার লেভির বিস্ফোরণের চিহ্ন কিভাবে সংগ্রহ করা হয়?- হাবল মহাশূন্য টেলিস্কোপের সাহায্যে।
১১৫. যুক্তরাষ্ট্র কখন মহাশূন্যে উপগ্রহ নিক্ষেপ করে?- যুক্তরাষ্ট্র
১১৬. ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি প্রথম মহাশুণ্যের কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-১ নিক্ষেপ করে।
১১৭. অ্যাপেলো-১১ তে কয়জন যাত্রী চাঁদে গিয়েছিলেন এবং তাদের নাম কি?- তিনজন। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স।
১১৮. মেরিনাচ ১০ কি?- একটি মনুষ্যহীন তথ্যানুসন্ধানী মহাকাশযান (১৯৭৩ সালের ৩নভেম্বর আমেরিকা থেকে এটি প্রেরিত হয়) ।
১১৯. ISS-এর পূর্ণরূপ কি? – International Space Station.
১২০. মঙ্গলগ্রহে যে দুটি মিশন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাদের নাম কি?- মার্স ক্লাইমেন্ট অরবিটার এবং মার্স পালোর ল্যান্ডার।
১২১. হাবল টেলিস্কোপ কি?- উর্ধাকাশের বিভিন্ন প্রকার চিত্রগ্রহণ যন্ত্র।
১২২. শুমেকার লেভি কি?- একটি ধুমকেতু।
১২৩. কোন দেশ প্রথম মহাশুণ্যে যাত্রার উদ্বোধন করে?- সাবেক সোভিয়েত ইউনিয়ন।
১২৪. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? – শনি
১২৫. প্রথম মহকাশচারীর নাম কি? – ইউরি গ্যাগারিন।
১২৬. শান্ত সাগর কোথায় অবস্থিত? – চাঁদে
১২৭. নিচের কেনটিকে ‘সবুজ গ্রহ’ বলা হয়? – ইউরেনাস
১২৮. প্রথম মহাকাশ পর্যটক কে?- ডেনিস টিটো
১২৯. NASA– National Aeronautics and Space Administration.
১৩০. মঙ্গল গ্রহের আকাশের রং কেমন?- গোলাপী।
১৩১. মহাকাশ থেকে পৃথিবীর রং দেখায়।- নীল ও সাদা ।
১৩২. পূর্ব আকাশের শুকতারা কোন গ্রহ?-শুক্র
১৩৩. সৌর কলঙ্কগুলোকে সর্বপ্রথম দেখেন কে? -গ্যালিলিও।
১৩৪. NASA – এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটনে।
১৩৫. প্রথম মহিলা মহাকাশচারী কে?-ভ্যালেন্তিনা তেরেস্কোভা।
১৩৬. মহাকাশচারী প্রথম মহিলা কে? – রাশিয়ার ভ্যালেন্তিনা টেরেস্কোভা। তিনি মহাশূন্যযান ভাষ্টেক-৬ এ চড়ে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে যাত্রা করেন।
১৩৭. মহাকাশে প্রথম যাত্রী কোন প্রাণী এবং এটি কোন নভোযানে চড়ে আকাশে উঠেছিল? – লাইকা নামের কুকুর । এটি ১৯৫৭ সালের ৪ নভেম্বর রাশিয়ার স্পুটনিক-২ মহাকাশযানে চড়ে আকাশে উঠেছিল। কুকুরটি মহাকাশেই মারা যায়।
১৩৮. শুমেকার লেভি-৯ ধূমকেতুটি বিস্ফোরণের কারণ কি? – ধূমকেতু কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে বৃহস্পতি গ্রহের কক্ষপথে এসে যায় এবং মাধ্যকর্ষণচ্যুত হয়ে যায়।
১৩৯. বিশ্বের প্রথম মুসলিম নভোচারী কে? -সৌদি বাদশাহ ফাহাদের ভ্রাতুষ্পুত্র শাহজাদা সুলতান ইবনে আবদুল আজিজ।
১৪০. ১৫ দিনে কে বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণ করেন এবং তিনি কোন দেশেরঅধিবাসী? – ষ্টিভ ফসেট, অষ্ট্ৰেলিয়া
১৪১. মির মহাকাশে করে উড্ডয়ন হয়?-২০ ফেব্রুয়ারী, ১৯৮৬।
১৪২. পাথ ফাইভারের রোবটটির নাম কি?-সোজার্নার।
১৪৩. পাথ ফাইভারে স্থাপিত কম্পিউটারের নাম কি?- আইবিএম রিস্ক ৬০০০।
১৪৪. কোন নভোযান সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে?- রাশিয়ার মনুষ্যহীন চন্দতরী লুনা-৯ (১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি)।
১৪৫. নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স পৃথিবীতে ফিরে এলে কে তাঁদের স্বাগত জানান? – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন।
১৪৬. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ কবে শেষ হয়েছে? – ২০০৪ সালে।
১৪৭. হিউষ্টন কি?-মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত মহাশূন্য যোগাযোগ কেন্দ্ৰ ।
১৪৮. ষ্টিভ ফসেট যে বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন সেটির নাম কি?- স্পিরিট।
১৪৯. পাথ ফাইন্ডারের মূল নাম কি? – মাস পাথ ফাইন্ডার ।
১৫০. ব‘ডিসকভারি ও মির’ কত দূরত্বে পরস্পর মিলিত হয়?- ১৮ মিটার দূরত্বে।