যুক্তরাজ্যের সর্ববৃহৎ দ্বীপটির নাম বৃহৎ ব্রিটেন বা গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় ও জনবহুল ভাগটির নাম ইংল্যান্ড, যা দ্বীপের দক্ষিণ ও পূর্ব অংশ গঠন করেছে। পশ্চিম অংশে আছে ওয়েলস এবং উত্তরে স্কটল্যান্ড। আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে উত্তর আয়ারল্যান্ড (যুক্তরাজ্য অধিকৃত আয়ারল্যান্ড) অবস্থিত। আয়ারল্যান্ড দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের সিংহভাগ জুড়ে অবস্থিত আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে যুক্তরাজ্যের একমাত্র স্থল সীমান্ত রয়েছে। যুক্তরাজ্যের বাকী অংশকে আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, ইংলিশ চ্যানেল এবং আইরিশ সাগর ঘিরে রেখেছে। গ্রেট ব্রিটেন দ্বীপটি চ্যানেল টানেলের মাধ্যমে ফ্রান্সের সাথে যুক্ত। এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যকালীন সময়ে হস্তগত ১৪টি বহিঃস্থ এলাকা এখনও যুক্তরাজ্যের অধীনে রয়েছে। দেশটির সম্পর্কে আরও কিছু তথ্য নিচে দেওয়া হলো-
যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের নাম কি | গড সেইভ দ্য কিং |
যুক্তরাজ্যের মুদ্রার নাম কি | পাউন্ড স্টার্লিং (£) (GBP) |
যুক্তরাজ্যের রাজধানীর নাম কি |
লন্ডন |
যুক্তরাজ্যের সরকারি ভাষার নাম কি- | ইংরেজি |
যুক্তরাজ্যের নৃগোষ্ঠী কতজন (২০১১) | ৮৭.১- শতাংশ সাদা, ৭.০-শতাংশ এশীয়, ৩.০শতাংশ-কালো, ২.০ শতাংশ-মিশ্র, ০.৯ শতাংশ -অন্যান্য |
যুক্তরাজ্যের সরকার | সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র |
যুক্তরাজ্যের রাজতন্ত্র | তৃতীয় চার্লস |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি | ঋষি সুনাক (২০২২ সাল থেকে) |
যুক্তরাজ্যের মোট আয়তন কত | ২,৪২,৪৯৫ কিমি (৯৩,৬২৮ মা.) (৭৮তম), পানি/জল (%)-১.৩৪ |
যুক্তরাজ্যের জনসংখ্যা কতজন | • ২০১৫ আনুমানিক ৬৪,৭১৬,০০০ (২২তম) • ২০১১ আদমশুমারি ৬৩,১৮১,৭৭৫ (২২তম) • ঘনত্ব ২২৫.৬ /কিমি (৫৮৪.৩ /বর্গমাইল) (৫১তম) |
যুক্তরাজ্যের গাড়ী চালনার দিক | বাম |
যুক্তরাজ্যের ইন্টারনেট টিএলডি | .uk |
যুক্তরাজ্যের কলিং কোড কত |
+৪৪ |
মানব উন্নয়ন সূচক (২০১৪) কত | বৃদ্ধি 0.907, অতি উচ্চ · ১৪তম |
যুক্তরাজ্যের আইন-সভা |
|
যুক্তরাজ্যের তারিখ বিন্যাস | দিন/মাস/বছর |
যুক্তরাজ্যের জিনি কত (২০১৪) | ধনাত্মক হ্রাস 31.6 মাধ্যম · ৩৩তম |