১. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে জাত?
ক. কেলটিক
খ. ইন্দো-ইউরোপীয়
গ. শ্লাভিক
ঘ. ইন্দো-ইরানীয়
২. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠীর?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
৩. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় কোনটি?
ক. সর্বনাম
খ. ক্রিয়া
গ. সম্বোধন পদ
ঘ. অব্যয়
৪. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক. সাধারণ বিশ্লেষণ
খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. সাধারণ সংশ্লেষণ
ঘ. বিশেষভাবে সংশ্লেষণ
৫. ভাষার কোন রুপ ব্যাকরণ অনুসরণ করে?
ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. প্রাকৃত
৬. রুপতত্ত্বের অপর নাম কি?
ক. ধ্বনিতত্ত্ব
খ. বাক্যতত্ত্ব
গ. শব্দতত্ত্ব
ঘ. পদক্রম
৭. চা শব্দটি কোন ভাষা থেকে আসা ঋণ শব্দ?
ক. পর্তুগিজ
খ. ইংরেজি
গ. ওলন্দাজ
ঘ. চীনা
৮. বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী?
ক. বৌদ্ধ
খ. সনাতন
গ. শৈব
ঘ. চৈন
৯. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়?
ক. বিশেষণ ও ক্রিয়া
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও সর্বনাম
১০. কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রুপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
১১. চলিত রীতির বৈশিষ্ট্য কি?
ক. গুরুগম্ভীর
খ. সাবলীল
গ. আভিজাত্যের অধিকারী
ঘ. কোনটিই নয়
১২. সাধু ভাষায় কোন পদ বিশেষরীতি মেনে চলে?
ক. অব্যয় ও ক্রিয়া
খ. ক্রিয়া ও বিশেষণ
গ. বিশেষ্য ও বিশেষণ
ঘ. সর্বনাম ও ক্রিয়া
১৩. লৈখিক ও মৌখিক ভাষার মিলিত রুপ কি?
ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. মিশ্র
১৪. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্যে কোন দোষে দুষ্ট হয়?
ক. গুরুচণ্ডালী দোষ
খ. আঞ্চলিক দোষ
গ. বাহুল্যদোষ
ঘ. উৎপ্রেক্ষা দোষ
১৫. ভাষার প্রাণ কী?
ক. অঙ্গভঙ্গি
খ. অর্থপূর্ণ ইঙ্গিত
গ. অর্থপূর্ণ ধ্বনি
ঘ. অর্থপূর্ণ ছবি
১৬. স্থান, কাল ও সমাজভেদে ভাষার কী দেখা যায়?
ক. প্রকৃত রূপ
খ. রূপভেদ
গ. আসলরূপ
ঘ. বলিষ্ঠ রূপ
১৭. মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে কী সৃষ্টি হয়?
ক. ভাবের
খ. চিত্রের
গ. যোগাযোগের
ঘ . ধ্বনির
১৮. বাগ্যন্ত্রের সহযোগী নয় কোনটি?
ক. দন্ত
খ. কর্ণ
গ. ওষ্ঠ
ঘ. জিহ্বা
১৯. প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে?
ক. শব্দের
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. অর্থের
২০. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী সৃষ্টি হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. পদ
ঘ. ভাষা
২১. বাগ্যন্ত্রের সহযোগী কোনটি?
ক. গলনালি
খ. হাত
গ. কান
ঘ. মাথা
২২. মানুষের মনের মধ্যে সবসময় কিসের আনাগোনা চলে?
ক. শিক্ষা ও জ্ঞানের
খ. কল্পনা ও স্বপ্নের
গ. বুদ্ধি বা ভাবের
ঘ. আশা ও নিরাশার
২৩. পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
ক. চার হাজার
খ. সাড়ে চার হাজার
গ. তিন হাজারের কাছাকাছি
ঘ. সাড়ে তিন হাজারের কাছাকাছি
২৪. মানুষ কী সাজিয়ে মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে?
ক. শব্দের পর শব্দ
খ. ধ্বনির পর ধ্বনি
গ. বাক্যের পর বাক্য
ঘ. অর্থের পর অর্থ
২৫. ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. গতিশীল জীবন
খ. প্রবহমান নদী
গ. পরিবর্তনশীল জীবন
ঘ. প্রবহমান স্রোত
২৬. ভাষা স্থির হয়ে গেলে কী পরিণতি হয়?
ক. অচল হয়
খ. রূঢ় হয়
গ. মৃত হয়
২৭. ফ্রান্সের জনগণের ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. ফ্রাংকো
গ. ফারসি
ঘ.ফরাসি
২৮. পৃথিবীতে বাংলা ভাষাভাষী মোট লোকের সংখ্যা?
ক. ৩০ কোটি
খ. ২৫ কোটি
গ. ২৭ কোটি
ঘ. ২৯ কোটি
২৯. মাতৃভাষার বিবেচনায় সারাবিশ্বে বাংলা ভাষার স্থান কত?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
৩০. বাংলা ভাষার লেখ্য রীতি কত ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৩১. বাংলা ভাষার মৌখিক রীতি কত ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৩২. সাধু ভাষার পদবিন্যাস রীতি কেমন?
ক. নির্দিষ্ট
খ. সুনির্দিষ্ট
গ. অনির্দিষ্ট
ঘ. নিরর্থক
৩৩. সাধু রীতিতে কোন কোন পদের পূর্ণরূপ দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম, ক্রিয়া, বিশেষণ
গ. বিশেষ্য, বিশেষণ, অব্যয়
ঘ. সর্বনাম, ক্রিয়া ও অব্যয়
৩৪. সাধু রীতি কেমন?
ক. হালকা
খ. গতিশীল
গ. চটুল
ঘ. গম্ভীর
৩৫. সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন রীতি?
ক. সাধু রীতি
খ. প্রমিত রীতি
গ. শুদ্ধ চলিত
ঘ. চলিত রীতি
৩৬. সাধু ভাষায় কোন প্রকারের শব্দের বহুল ব্যবহার দেখা যায়?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. অর্ধতৎসম
ঘ. দেশি
৩৭. চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যাকরণ মানে
খ. গম্ভীর
গ. কৃত্রিম
ঘ. সাবলীল
৩৮. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. দেশি শব্দবহুল
খ. সরল
গ. কৃত্রিম
ঘ. বক্তৃতাযোগ্য
উত্তরমালা:
১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ ৩৯.