সূরা আত্ব-তারিক্ব বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah At-Tariq

সূরা আত্ব-তারিক্ব

সূরা আত-তারিক্ব পবিত্র কুরআন শরীফের ৮৬ তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ‌১৭; তবে এতে কোন রূকু তথা অনুচ্ছেদ নেই। সূরা আত-তারিক্ব মক্কায় অবতীর্ণ হয়েছে।

আরবি: وَالسَّمَاءِ وَالطَّارِقِ
উচ্চারণ: ওয়াছ ছামাই ওয়াততা-রিক।
বাংলা অর্থ: শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

আরবি: وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
উচ্চারণ: ওয়া মাআদরা-কা মাত্তা-রিক।
বাংলা অর্থ: আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

আরবি: النَّجْمُ الثَّاقِبُ
উচ্চারণ: আন্নাজমুছছা-কিব।
বাংলা অর্থ: সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

আরবি: إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
উচ্চারণ: ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ।
বাংলা অর্থ: প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

আরবি: فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
উচ্চারণ: ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক।
বাংলা অর্থ: অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

আরবি: خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
উচ্চারণ: খুলিকা মিম্মাইন দা-ফিকি।
বাংলা অর্থ: সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

আরবি: يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
উচ্চারণ: ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব।
বাংলা অর্থ: এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

আরবি: إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
উচ্চারণ: ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির।
বাংলা অর্থ: নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

আরবি: يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
উচ্চারণ: ইয়াওমা তুবলাছ ছারাইর।
বাংলা অর্থ: যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

আরবি: فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
উচ্চারণ: ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির।
বাংলা অর্থ: সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

আরবি: وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
উচ্চারণ: ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই।
বাংলা অর্থ: শপথ চক্রশীল আকাশের

আরবি: وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
উচ্চারণ: ওয়াল আরদিযা-তিসসাদ‘ই।
বাংলা অর্থ: এবং বিদারনশীল পৃথিবীর

আরবি: إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
উচ্চারণ: ইন্নাহূলাকাওলুন ফাসল।
বাংলা অর্থ: নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

আরবি: وَمَا هُوَ بِالْهَزْلِ
উচ্চারণ: ওয়ামা-হুওয়া বিল হাঝলি।
বাংলা অর্থ: এবং এটা উপহাস নয়।

See also  তারাবির নামাজ পড়ার নিয়ম-বাংলায় নিয়ত-রাকাত-দোয়া-মোনাজাত

আরবি: إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
উচ্চারণ: ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।
বাংলা অর্থ: তারা ভীষণ চক্রান্ত করে,

আরবি: وَأَكِيدُ كَيْدًا
উচ্চারণ: ওয়া আকীদুকাইদা-।
বাংলা অর্থ: আর আমিও কৌশল করি।

আরবি: فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
উচ্চারণ: ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।
বাংলা অর্থ: অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

Related Posts

সূরা আল ওয়াকিয়াহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Waqi’a

সূরা আল ওয়াকিয়াহ পবিত্র কুরআন শরীফের ৫৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা...

Read moreDetails

সূরা আল মুজাদালাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mujadila

সূরা আল-মুজাদালাহ‌ পবিত্র কুরআন শরীফের ৫৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?