সূরা আদ-দুহা বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Adh-Dhuha

সূরা আদ-দুহা

সূরা আদ-দুহা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৩ তম সূরা। এর আয়াতের সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আদ-দুহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নিচে সূরা আদ্ব-দ্বোহা উচ্চারণ ও অনুবাদা সহ দেয়া হলো-

আরবি: وَالضُّحَىٰ
উচ্চারণ: ওয়াদদু হা-।
বাংলা অর্থ: শপথ পূর্বাহ্নের,

READ ALSO

আরবি: وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
উচ্চারণ: ওয়াল্লাইলি ইযা-ছাজা-।
বাংলা অর্থ: শপথ রাত্রির যখন তা গভীর হয়,

আরবি: مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
উচ্চারণ: মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা-।
বাংলা অর্থ: আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

আরবি: وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
উচ্চারণ: ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা-।
বাংলা অর্থ: আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

আরবি: وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
উচ্চারণ: ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-।
বাংলা অর্থ: আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

আরবি: أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
উচ্চারণ: আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-।
বাংলা অর্থ: তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

আরবি: وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা-।
বাংলা অর্থ: তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

আরবি: وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা-।
বাংলা অর্থ: তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

আরবি: فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
উচ্চারণ: ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
বাংলা অর্থ: সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

আরবি: وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
উচ্চারণ: ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
বাংলা অর্থ: সওয়ালকারীকে ধমক দেবেন না।

আরবি: وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
উচ্চারণ: ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
বাংলা অর্থ: এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

See also  ৩০ পাড়া কুরআন শরীফ বাংলা-উচ্চারণ-অর্থ সহ পিডিএফ-pdf

Related Posts

সূরা আল ওয়াকিয়াহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Waqi’a

সূরা আল ওয়াকিয়াহ পবিত্র কুরআন শরীফের ৫৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা...

Read moreDetails

সূরা আল মুজাদালাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mujadila

সূরা আল-মুজাদালাহ‌ পবিত্র কুরআন শরীফের ৫৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?