সূরা আল আলা-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-A’la

সূরা আল আলা পবিত্র কুরআন শরীফের ৮৭ তম সূরা। এতে আয়াত সংখ্যা ১৯টি এবং রূকুর সংখ্যা ১টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে ১৯টি আয়াত রয়েছে।

সূরা আল আলা-এর বাংলা অনুবাদ সহ পড়ুন

আরবি: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
উচ্চারণ: ছাব্বিহিছমা রাব্বিকাল আ‘লা-।
বাংলা অর্থ: আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

আরবি: الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
উচ্চারণ: আল্লাযী খালাকা ফাছওওয়া-।
বাংলা অর্থ: যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

আরবি: وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
উচ্চারণ: ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা-।
বাংলা অর্থ: এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

আরবি: وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
উচ্চারণ: ওয়াল্লাযীআখরাজাল মার‘আ-।
বাংলা অর্থ: এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

আরবি:فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
উচ্চারণ: ফাজা‘আলাহূগুছাআন আহওয়া-।
বাংলা অর্থ: অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

আরবি: سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ
উচ্চারণ: ছানুকরিউকা ফালা-তানছা-।
বাংলা অর্থ: আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

আরবি: إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ
উচ্চারণ: ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহরা ওয়ামা-ইয়াখফা-।
বাংলা অর্থ: আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

আরবি: وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
উচ্চারণ: ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছরা-।
বাংলা অর্থ: আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

আরবি: فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ
উচ্চারণ: ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকরা-।
বাংলা অর্থ: উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

আরবি: سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
উচ্চারণ: ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা-।
বাংলা অর্থ: যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

আরবি: وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
উচ্চারণ: ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা-।
বাংলা অর্থ: আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

আরবি: الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ
উচ্চারণ: আল্লাযী ইয়াসলান্না-রাল কুবরা-।
বাংলা অর্থ: সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

আরবি: ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
উচ্চারণ: ছু ম্মা লা-ইয়ামূতুফীহা-ওয়ালা-ইয়াহইয়া-।
বাংলা অর্থ: অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

আরবি: قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
উচ্চারণ: কাদ আফলাহা মান তাঝাকা-।
বাংলা অর্থ: নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

আরবি: وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
উচ্চারণ: ওয়া যাকারাছমা রাব্বিহী ফাসাল্লা-।
বাংলা অর্থ: এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

আরবি: بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا
উচ্চারণ: বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া-।
বাংলা অর্থ: বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

আরবি: وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
উচ্চারণ: ওয়াল আ-খিরাতুখাইরুওঁ ওয়া আবকা-।
বাংলা অর্থ: অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

আরবি: إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ
উচ্চারণ: ইন্না হা-যা-লাফিসসুহুফিল উলা-।
বাংলা অর্থ: এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

আরবি: صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
উচ্চারণ: সুহুফি ইবরা-হীমা ওয়া মূছা।
বাংলা অর্থ: ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?