সূরা আল মুতাফফিফীন বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mutaffife

সূরা আল মুতাফফিফীন

সূরা আল-মুতাফফিফীন কুরআন শরীফের ৮৩ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩৬ টি। সূরা আল-মুতাফফিফীন এর বাংলা অর্থ- প্রতারণা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল মুতাফফিফীন-এর বাংলা উচ্চারণ-বাংলা অর্থ নিচে দেয়া হয়েছে।

সূরা আল মুতাফফিফীন-এর বাংলা অনুবাদ

আরবি: وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
উচ্চারণ: ওয়াইলুলিললমুতাফফিফীন।
বাংলা অর্থ: যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

READ ALSO

আরবি: الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
উচ্চারণ: আল্লাযীনা ইয়াকতা-লূ‘আলান্না-ছি ইয়াছতাওফূন।
বাংলা অর্থ: যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

আরবি: وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
উচ্চারণ: ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।
বাংলা অর্থ: এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

আরবি: أَلَا يَظُنُّ أُولَـٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
উচ্চারণ: আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।
বাংলা অর্থ: তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

আরবি: لِيَوْمٍ عَظِيمٍ
উচ্চারণ: লিয়াওমিন ‘আজীমি।
বাংলা অর্থ: সেই মহাদিবসে,

আরবি: يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: ইয়াওমা ইয়াকূমুন্না-ছূলিরাব্বিল ‘আ-লামীন।
বাংলা অর্থ: যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

আরবি: كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ
উচ্চারণ: কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।
বাংলা অর্থ: এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

আরবি: وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ
উচ্চারণ: ওয়ামাআদরা-কা মা-ছিজ্জীন।
বাংলা অর্থ: আপনি জানেন, সিজ্জীন কি?

আরবি: كِتَابٌ مَّرْقُومٌ
উচ্চারণ: কিতা-বুমমারকুম।
বাংলা অর্থ: এটা লিপিবদ্ধ খাতা।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

আরবি: الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ
উচ্চারণ: আল্লাযীনা ইউকাযযিবূনা বিইয়াওমিদ্দীন।
বাংলা অর্থ: যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

আরবি: وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
উচ্চারণ: ওয়ামা-ইউকাযযিবুবিহীইল্লা-কুল্লুমু‘তাদিন আছীম।
বাংলা অর্থ: প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

See also  সূরা আল জিন-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Jinn

আরবি: إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
উচ্চারণ: ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-কা-লা আছা-তীরুল আওওয়ালীন।
বাংলা অর্থ: তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

আরবি: كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
উচ্চারণ: কাল্লা-বাল রা-না ‘আলা-কুলূবিহিম মা-কা-নূইয়াকছিবূন।
বাংলা অর্থ: কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

আরবি: كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
উচ্চারণ: কাল্লাইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন।
বাংলা অর্থ: কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

আরবি: ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ
উচ্চারণ: ছু ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম।
বাংলা অর্থ: অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

আরবি: ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
উচ্চারণ: ছু ম্মা ইউকা-লূহা-যাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন।
বাংলা অর্থ: এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

আরবি: كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
উচ্চারণ: কাল্লাইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইলিলইঈন।
বাংলা অর্থ: কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

আরবি: وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
উচ্চারণ: ওয়ামাআদরা-কা মা-‘ইলিলইয়ূন।
বাংলা অর্থ: আপনি জানেন ইল্লিয়্যীন কি?

আরবি: كِتَابٌ مَّرْقُومٌ
উচ্চারণ: কিতা-বুমমারকূম
বাংলা অর্থ: এটা লিপিবদ্ধ খাতা।

আরবি: يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ
উচ্চারণ: ইয়াশহাদুহুল মুকাররাবূন।
বাংলা অর্থ: আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

আরবি: إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
উচ্চারণ: ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।
বাংলা অর্থ: নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

আরবি: عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
উচ্চারণ: ‘আলাল আরাইকি ইয়ানজু রুন।
বাংলা অর্থ: সিংহাসনে বসে অবলোকন করবে।

আরবি: تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
উচ্চারণ: তা‘রিফুফী উজূহিহিম নাদরাতান্না‘ঈম।
বাংলা অর্থ: আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

আরবি: يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
উচ্চারণ: ইউছকাওনা মির রাহীকিমমাখতূম।
বাংলা অর্থ: তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

See also  সূরা আল কলম-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qalam

আরবি: خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
উচ্চারণ: খিতা-মুহূমিছকুওঁ ওয়া ফী যা-লিকা ফালইয়াতানা-ফাছিল মুতানা-ফিছূন।
বাংলা অর্থ: তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

আরবি: وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ
উচ্চারণ: ওয়া মিঝা-জুহূমিন তাছনীম।
বাংলা অর্থ: তার মিশ্রণ হবে তসনীমের পানি।

আরবি: عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
উচ্চারণ: ‘আইনাইঁ ইয়াশরাবুবিহাল মুকাররাবূন।
বাংলা অর্থ: এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

আরবি: إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ
উচ্চারণ: ইন্নাল্লাযীনা আজরামূকা-নূমিনাল্লাযীনা আ-মানূইয়াদহাকূন।
বাংলা অর্থ: যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

আরবি: وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
উচ্চারণ: ওয়া ইযা-মাররূ বিহিম ইতাগা-মাঝূন।
বাংলা অর্থ: এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

আরবি: وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ
উচ্চারণ: ওয়া ইযানকালাবূ-ইলাআহলিহিমুনকালাবূফাকিহীন।
বাংলা অর্থ: তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

আরবি: وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَ
উচ্চারণ: ওয়া ইযা-রাআওহুম কা-লূইন্না হাউলাই লাদাললূন।
বাংলা অর্থ: আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

আরবি: وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ
উচ্চারণ: ওয়ামাউরছিলূ‘আলাইহিম হা-ফিজীন।
বাংলা অর্থ: অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

আরবি: فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
উচ্চারণ: ফালইয়াওমাল্লাযীনা আ-মানূমিনাল কুফফা-রি ইয়াদহাকূন।
বাংলা অর্থ: আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

আরবি: عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
উচ্চারণ: ‘আলাল আরাইকি ইয়ানজু রূন।
বাংলা অর্থ: সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,

আরবি: هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
উচ্চারণ: হাল ছুওব্বিাল কুফফা-রু মা-কা-নূইয়াফ‘আলূন।
বাংলা অর্থ: কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?