সূরা আল মুরসালাত-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mursalat

Surah Al-Mursalat

সূরা আল-মুরসালাত‌ পবিত্র কুরআন শরীফের ৭৭ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-মুরসালাত‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নিচে সূরা আল মুরসালাত-এর বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেয়া হলো-

আরবি: وَالْمُرْسَلَاتِ عُرْفًا
উচ্চারণ: ওয়াল মুরছালা- তি ‘উরফা-।
বাংলা অর্থ: কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

READ ALSO

আরবি: فَالْعَاصِفَاتِ عَصْفًا
উচ্চারণ: ফাল ‘আ- সিফা- তি ‘আসফা-।
বাংলা অর্থ: সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

আরবি: وَالنَّاشِرَاتِ نَشْرًا
উচ্চারণ: ওয়ান্না- শিরা- তি নাশরা-।
বাংলা অর্থ: মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

আরবি: فَالْفَارِقَاتِ فَرْقًا
উচ্চারণ: ফালফা- রিকা- তি ফারকা-।
বাংলা অর্থ: মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

আরবি: فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
উচ্চারণ: ফাল মুলকিয়া-তি যিকরা-।
বাংলা অর্থ: ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

আরবি: عُذْرًا أَوْ نُذْرًا
উচ্চারণ: ‘উযরান আও নুযরা- ।
বাংলা অর্থ: ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

আরবি: إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
উচ্চারণ: ইন্নামা- তূ‘আদূনা লাওয়া-কি‘।
বাংলা অর্থ: নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

আরবি: فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
উচ্চারণ: ফাইযান নুজূমুতুমিছাত।
বাংলা অর্থ: অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

আরবি: وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
উচ্চারণ: ওয়া ইযাছছামাউ ফুরিজাত।
বাংলা অর্থ: যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

আরবি: وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
উচ্চারণ: ওয়া ইযাল জিবা-লুনুছিফাত।
বাংলা অর্থ: যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

আরবি: وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
উচ্চারণ: ওয়া ইযাররুছুলুউককিতাত।
বাংলা অর্থ: যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

আরবি: لِأَيِّ يَوْمٍ أُجِّلَت
উচ্চারণ: লিআইয়ি ইয়াওমিন উজ্জিলাত।
বাংলা অর্থ: এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

আরবি: لِيَوْمِ الْفَصْلِ
উচ্চারণ: লিইয়াওমিল ফাসল;
বাংলা অর্থ: বিচার দিবসের জন্য।

আরবি: وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
উচ্চারণ: ওয়ামাআদরা-কা মা- ইয়াওমুল ফাসল।
বাংলা অর্থ: আপনি জানেন বিচার দিবস কি?

See also  ৩০ পাড়া কুরআন শরীফ বাংলা-উচ্চারণ-অর্থ সহ পিডিএফ-pdf

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
উচ্চারণ: আলাম নুহলিকিল আওওয়ালীন।
বাংলা অর্থ: আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

আরবি: ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
উচ্চারণ: ছু ম্মা নুতবি‘উহুমুল আ-খিরীন।
বাংলা অর্থ: অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

আরবি: كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
উচ্চারণ: কাযা-লিকা নাফ‘আলুবিলমুজরিমীন।
বাংলা অর্থ: অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ
উচ্চারণ: আলাম নাখলুককুম মিম মাইম্মাহীন।
বাংলা অর্থ: আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

আরবি: فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ
উচ্চারণ: ফাজা‘আলনা-হু ফী কারা-রিম মাকীন।
বাংলা অর্থ: অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

আরবি: إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
উচ্চারণ: ইলা- কাদারিমমা‘লূম।
বাংলা অর্থ: এক নির্দিষ্টকাল পর্যন্ত,

আরবি: فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
উচ্চারণ: ফাকাদারনা- ফানি‘মাল কা-দিরূন।
বাংলা অর্থ: অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
উচ্চারণ: আলাম নাজ ‘আলিল আরদা কিফা-তা-।
বাংলা অর্থ: আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

আরবি: أَحْيَاءً وَأَمْوَاتًا
উচ্চারণ: আহইয়াআওঁ ওয়া আমওয়া-তা-।
বাংলা অর্থ: জীবিত ও মৃতদেরকে?

আরবি: وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
উচ্চারণ: ওয়া জা‘আলনা-ফীহা-রাওয়া-ছিয়া শা-মিখা-তিওঁ ওয়া আছকাইনা-কুমমাআন ফুরাতা-।
বাংলা অর্থ: আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ
উচ্চারণ: ইনতালিকূইলা- মা- কুনতুম বিহী তুকাযযিবূন।
বাংলা অর্থ: চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

See also  সূরা আল ক্বারিআহ বাংলা উচ্চারণ- বাংলা অর্থ- Surah Al-Qari'a Bangla

আরবি: انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
উচ্চারণ: ইনতালিকূইলা-জিলিলন যী ছালা-ছিশু‘আব।
বাংলা অর্থ: চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

আরবি: لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
উচ্চারণ: লা- জালীলিওঁ ওয়ালা- ইউগনী মিনাল্লাহাব।
বাংলা অর্থ: যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

আরবি: إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
উচ্চারণ: ইন্নাহা- তারমী বিশারারিন কাল কাসরি।
বাংলা অর্থ: এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

আরবি: كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
উচ্চারণ: কাআন্নাহূজিমা-লাতুন সুফর।
বাংলা অর্থ: যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
উচ্চারণ: হা-যা- ইয়াওমুলা- ইয়ানতিকূন।
বাংলা অর্থ: এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

আরবি: وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
উচ্চারণ: ওয়ালা- ইউ’যানুলাহুম ফাইয়া‘তাযিরূন।
বাংলা অর্থ: এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: هَـٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
উচ্চারণ: হা-যা- ইয়াওমুল ফাসলি জামা‘না-কুম ওয়াল আওওয়ালীন।
বাংলা অর্থ: এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

আরবি: فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
উচ্চারণ: ফাইন কা-না লাকুম কাইদুন ফাকীদূন।
বাংলা অর্থ: অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
উচ্চারণ: ইন্নাল মুত্তাকীনা ফী জিলালিওঁ ওয়া‘উয়ূন।
বাংলা অর্থ: নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

আরবি: وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
উচ্চারণ: ওয়া ফাওয়া-কিহা মিম্মা- ইয়াশতাহূন।
বাংলা অর্থ: এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

আরবি: كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
উচ্চারণ: কুলূওয়াশরাবূহানীআম বিমা- কুনতুম তা‘মালূন।
বাংলা অর্থ: বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

See also  সূরা আল-আদিয়াত বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Adiyat

আরবি: إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
উচ্চারণ: ইন্না- কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।
বাংলা অর্থ: এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
উচ্চারণ: কুলূওয়া তামাত্তা‘ঊ কালীলান ইন্নাকুম মুজরিমূন।
বাংলা অর্থ: কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
উচ্চারণ:ওয়া ইযা- কীলা লাহুমুরকা‘ঊ লা-ইয়ারকা‘ঊন।
বাংলা অর্থ: যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

আরবি: وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
বাংলা অর্থ: সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

আরবি: فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
উচ্চারণ: ফাবিআইয়ি হাদীছিম বা‘দাহূইউ’মিনূন।
বাংলা অর্থ: এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?