সূরা আল-হাক্কাহ‌-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Haqqa

Surah Al-Haqqa

সূরা আল-হাক্কাহ‌ পবিত্র কুরআন শরীফের ৬৯ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-হাক্কাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথম শব্দটি থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরাটি الحآقّة (‘হাক্কাহ‌’) শব্দটি দ্বারা শুরু হয়েছে এটি সেই সূরা।

আরবি: الْحَاقَّةُ
উচ্চারণ: আলহাক্কাহ।
বাংলা অর্থ: সুনিশ্চিত বিষয়।

READ ALSO

আরবি: مَا الْحَاقَّةُ
উচ্চারণ: মাল হাক্কাহ ।
বাংলা অর্থ: সুনিশ্চিত বিষয় কি?

আরবি: وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
উচ্চারণ: ওয়ামাআদরা-কা মাল হাক্কাহ ।
বাংলা অর্থ: আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

আরবি: كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
উচ্চারণ: কাযযাবাত ছামূদুওয়া ‘আ-দুম বিল কা-রি‘আহ।
বাংলা অর্থ: আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

আরবি: فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
উচ্চারণ: ফাআম্মা- ছামূদুফাউহলিকূবিত্তা-গিয়াহ।
বাংলা অর্থ: অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

আরবি: وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
উচ্চারণ: ওয়া আম্মা- ‘আ-দুন ফাউহলিকূবিরীহিন সারসারিন ‘আ-তিয়াহ।
বাংলা অর্থ: এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

আরবি: سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
উচ্চারণ: ছাখখারাহা-‘আলাইহিম ছাব‘আ লাইয়া-লিওঁ ওয়া ছামা-নিয়াতা আইইয়া-মিন হুছূমান ফাতারাল কাওমা ফীহা-সার‘আ- কাআন্নাহুম আ‘জা-ঝুনাখলিন খা-বিয়াহ।
বাংলা অর্থ: যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

আরবি: فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ
উচ্চারণ: ফাহাল তারা-লাহুম মিম বা-কিয়াহ।
বাংলা অর্থ: আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

আরবি: وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ
উচ্চারণ: ওয়া জাআ ফির‘আওনুওয়া মান কালাহূওয়াল মু’তাফিকা-তুবিল খা- তিআহ।
বাংলা অর্থ: ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

আরবি: فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً
উচ্চারণ: ফা‘আসাও রাছূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতাররা-বিয়াহ।
বাংলা অর্থ: তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

See also  সূরা আবাসা-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Abasa

আরবি: إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ
উচ্চারণ: ইন্না- লাম্মা-তাগালমাউ হামালনা-কুম ফিল জা-রিয়াহ।
বাংলা অর্থ: যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

আরবি: لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
উচ্চারণ: লিনাজ‘আলাহা-লাকুম তাযকিরাতাওঁ ওয়া তা‘ইয়াহাউযু নুওঁ ওয়া-‘ইয়াহ।
বাংলা অর্থ: যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

আরবি: فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
উচ্চারণ: ফাইযা- নুফিখা ফিসসুরি নাফখাতুওঁ ওয়া- হিদাহ।
বাংলা অর্থ: যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

আরবি: وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
উচ্চারণ: ওয়া হুমিলাতিল আরদুওয়াল জিবা-লুফাদুক্কাতা- দাক্কাতাওঁ ওয়া-হিদাহ।
বাংলা অর্থ: এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

আরবি: فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
উচ্চারণ: ফাইয়াওমাইযিওঁ ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।
বাংলা অর্থ: সেদিন কেয়ামত সংঘটিত হবে।

আরবি: وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
উচ্চারণ: ওয়ানশাক্কাতিছছামাউ ফাহিয়া ইয়াওমাইযিওঁ ওয়া-হিয়াহ।
বাংলা অর্থ: সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

আরবি: وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
উচ্চারণ: ওয়াল মালাকু‘আলাআরজাইহা- ওয়া ইয়াহমিলু‘আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ছামা-নিয়াহ।
বাংলা অর্থ: এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

আরবি: يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
উচ্চারণ: ইয়াওমাইযিন তু‘রাদূনা লা- তাখফা- মিনকুম খা-ফিয়াহ।
বাংলা অর্থ: সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

আরবি: فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
উচ্চারণ: ফাআম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিইয়ামীনিহী ফাইয়াকূলুহাউমুকরাঊ কিতা-বিয়াহ।
বাংলা অর্থ: অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

আরবি: إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
উচ্চারণ: ইন্নী জানানতুআন্নী মুলা-কিন হিছা-বিয়াহ।
বাংলা অর্থ: আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

আরবি: فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
উচ্চারণ: ফাহুওয়া ফী ‘ঈশাতিররা-দিয়াহ।
বাংলা অর্থ: অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

আরবি: فِي جَنَّةٍ عَالِيَةٍ
উচ্চারণ: ফী জান্নাতিন ‘আ-লিয়াহ।
বাংলা অর্থ: সুউচ্চ জান্নাতে।

আরবি: قُطُوفُهَا دَانِيَةٌ
উচ্চারণ: কুতূফুহা- দা-নিয়াহ।
বাংলা অর্থ: তার ফলসমূহ অবনমিত থাকবে।

See also  সূরা আল গাশিয়াহ বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Gashiya

আরবি: كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
উচ্চারণ: কুলূওয়াশরাবূহানীআম বিমাআছলাফতুম ফিল আইয়া-মিল খা-লিয়াহ।
বাংলা অর্থ: বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

আরবি: وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
উচ্চারণ: ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিশিমা-লিহী ফাইয়াকূলুইয়া- লাইতানী লাম ঊতা কিতা-বিয়াহ।
বাংলা অর্থ: যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

আরবি: وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
উচ্চারণ: ওয়া লাম আদরি মা-হিছা-বিয়াহ।
বাংলা অর্থ: আমি যদি না জানতাম আমার হিসাব!

আরবি: يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
উচ্চারণ: ইয়া-লাইতাহা- কা-নাতিল কা-দিয়াহ।
বাংলা অর্থ: হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

আরবি: مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
উচ্চারণ: মা আগনা- ‘আন্নী মা- লিয়াহ।
বাংলা অর্থ: আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

আরবি: هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
উচ্চারণ: হালাকা ‘আন্নী ছুলতা-নিয়াহ।
বাংলা অর্থ: আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

আরবি: خُذُوهُ فَغُلُّوهُ
উচ্চারণ: খুযূহু ফাগুললূহ।
বাংলা অর্থ: ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

আরবি: ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ
উচ্চারণ: ছু ম্মাল জাহীমা সাললূহ।
বাংলা অর্থ: অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

আরবি: ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
উচ্চারণ: ছু ম্মা ফী ছিলছিলাতিন যার‘উহা- ছাব‘ঊনা যিরা-‘আন ফাছলুকূহ।
বাংলা অর্থ: অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

আরবি: إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
উচ্চারণ: ইন্নাহূকা-না লা-ইউ’মিনুবিল্লা-হিল ‘আজীম।
বাংলা অর্থ: নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

আরবি: وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
উচ্চারণ: ওয়ালা-ইয়াহদ্দু ‘আলা- তা‘আ-মিল মিছকীন।
বাংলা অর্থ: এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

আরবি: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
উচ্চারণ: ফালাইছা লাহুল ইয়াওমা হা-হুনা- হামীম।
বাংলা অর্থ: অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

আরবি: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
উচ্চারণ: ওয়ালা- তা‘আ-মুন ইল্লা-মিন গিছলীন।
বাংলা অর্থ: এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

আরবি: لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
উচ্চারণ: লা-ইয়া’কুলুহূইল্লাল খা-তিঊন।
বাংলা অর্থ: গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

See also  সূরা আল-মাআরিজ‌-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Ma'arij

আরবি: فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
উচ্চারণ: ফালাউকছিমুবিমা-তুবসিরূন।
বাংলা অর্থ: তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

আরবি: وَمَا لَا تُبْصِرُونَ
উচ্চারণ: ওয়ামা-লা-তুবসিরূন।
বাংলা অর্থ: এবং যা তোমরা দেখ না, তার-

আরবি: إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
উচ্চারণ: ইন্নাহূলাকাওলুরাছূলিন কারীম।
বাংলা অর্থ: নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

আরবি: وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
উচ্চারণ: ওয়ামা-হুওয়া বিকাওলি শা-‘ইরিন কালীলাম মা-তু’মিনূন।
বাংলা অর্থ: এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

আরবি: وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
উচ্চারণ: ওয়ালা-বিকাওলি কা- হিনিন কালীলাম মা-তাযাক্কারূন।
বাংলা অর্থ: এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

আরবি: تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: তানঝীলুম মিররাব্বিল ‘আ-লামীন।
বাংলা অর্থ: এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

আরবি: وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
উচ্চারণ: ওয়ালাও তাকাওওয়ালা ‘আলাইনা-বা‘দাল আকা-বীল।
বাংলা অর্থ: সে যদি আমার নামে কোন কথা রচনা করত,

আরবি: لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
উচ্চারণ: লাআখাযনা-মিনহু বিলইয়ামীন।
বাংলা অর্থ: তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

আরবি: ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
উচ্চারণ: ছু ম্মা লাকাতা‘না-মিনহুল ওয়াতীন।
বাংলা অর্থ: অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

আরবি: فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
উচ্চারণ: ফামা-মিনকুম মিন আহাদিন ‘আনহু হা-জিঝীন।
বাংলা অর্থ: তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

আরবি: وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ
উচ্চারণ: ওয়া ইন্নাহূলাতাযকিরাতুল লিলমুত্তাকীন।
বাংলা অর্থ: এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

আরবি: وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
উচ্চারণ: ওয়া ইন্না-লানা‘লামুআন্না মিনকুম মুকাযযিবীন।
বাংলা অর্থ: আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

আরবি: وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
উচ্চারণ: ওয়া ইন্নাহূলাহাছরাতুন ‘আলাল কা-ফিরীন।
বাংলা অর্থ: নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

আরবি: وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
উচ্চারণ: ওয়া ইন্নাহূলাহাক্কুল ইয়াকীন।
বাংলা অর্থ: নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

আরবি: فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
উচ্চারণ: ফাছাব্বিহবিছমি রাব্বিকাল ‘আজীম।
বাংলা অর্থ: অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?