সূরা আশ-শামস বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Ash-Shams

সূরা আশ-শামস বাংলা উচ্চারণ

সূরা আশ-শামস পবিত্র কুরআনের ৯১ তম সূরা। এর আয়াত সংখ্যা ১৫টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আশ-শাম্‌স সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আশ-শামস শব্দের অর্থ সূর্য।

সূরা আশ-শামস-এর বাংলা অনুবাদ-উচ্চারণ সহ দেয়া হলো-

আরবি: وَالشَّمْسِ وَضُحَاهَا
উচ্চারণ: ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।
বাংলা অর্থ: শপথ সূর্যের ও তার কিরণের,

READ ALSO

আরবি: وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
উচ্চারণ: ওয়াল কামারি ইযা-তালা-হা-।
বাংলা অর্থ: শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,

আরবি: وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
উচ্চারণ: ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।
বাংলা অর্থ: শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,

আরবি: وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
উচ্চারণ: ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।
বাংলা অর্থ: শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,

আরবি: وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
উচ্চারণ: ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।
বাংলা অর্থ: শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।

আরবি: وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
উচ্চারণ: ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।
বাংলা অর্থ: শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,

আরবি: وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
উচ্চারণ: ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা-।
বাংলা অর্থ: শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,

আরবি: فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
উচ্চারণ: ফাআলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা-।
বাংলা অর্থ: অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,

আরবি: قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
উচ্চারণ: কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।
বাংলা অর্থ: যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

আরবি: وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
উচ্চারণ: ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।
বাংলা অর্থ: এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

আরবি: كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
উচ্চারণ: কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।
বাংলা অর্থ: সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

আরবি: إِذِ انبَعَثَ أَشْقَاهَا
উচ্চারণ: ইযিম বা‘আছা আশকা-হা-।
বাংলা অর্থ: যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

See also  সূরা আল হাশর-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Hashr

আরবি: فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
উচ্চারণ: ফাকা-লা লাহুম রাছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।
বাংলা অর্থ: অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

আরবি: فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
উচ্চারণ: ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।
বাংলা অর্থ: অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর বাংলা অর্থ: ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

আরবি: وَلَا يَخَافُ عُقْبَاهَا
উচ্চারণ: ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।
বাংলা অর্থ: আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

সূরা আশ শামস পড়লে কী হয়

যে ব্যক্তি সূরা আশ শামস পড়তে দেখবে প্রত্যেক বিষয়ে তাকে জ্ঞান-বুদ্ধি এবং তীক্ষ্ণ ধীশক্তি দেয়া হবে। তাফসীরে নূরুল কোরআনে বর্ণিত হয়েছে যে ব্যক্তি স্বপ্নে এই সূরা পাঠ করতে দেখবে সে সুবিচারক শাসনকর্তার সঙ্গে উঠা বসা করবে।

Related Posts

সূরা আল ওয়াকিয়াহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Waqi’a

সূরা আল ওয়াকিয়াহ পবিত্র কুরআন শরীফের ৫৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা...

Read moreDetails

সূরা আল মুজাদালাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mujadila

সূরা আল-মুজাদালাহ‌ পবিত্র কুরআন শরীফের ৫৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?