সূরা নাস এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Nas Bangla

সূরা নাস এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Nas Bangla

আরবি: قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
উচ্চারণ: কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
অর্থ: ১. বলঃ আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের,

আরবি: مَلِكِ ٱلنَّاسِ
উচ্চারণ: মালিকিন্না-ছ,
অর্থ: ২. যিনি মানবমন্ডলীর বাদশাহ।

আরবি: إِلَٰهِ ٱلنَّاسِ
উচ্চারণ: ইলা-হিন্না-ছ।
অর্থ: ৩. যিনি মানবমন্ডলীর প্রকৃত মা’বূদ

আরবি: مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
উচ্চারণ: মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
অর্থ: ৪. আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে

আরবি:ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
উচ্চারণ: আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
অর্থ: ৫. যে লোকদের অন্তরে কুমন্ত্রনার উদ্রেক করে।

আরবি: مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
উচ্চারণ: মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
৬. জ্বিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।

সূরা নাস এর ফজিলত

১. সহীহ মুসলিমে ওকবা ইবনে আমের (রাঃ) এর বর্ণিত হাদিসে এসেছে — নবীজি (সাঃ) বলেন, তোমরা লক্ষ্য করেছ কি, অদ্য রাত্রিতে আল্লাহ তায়ালা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন, যার সমতুল্য আয়াত দেখা যায় না। অন্য এক রেওয়ায়েতে আছে, তাওরাত,ইঞ্জিল,যাবুর ও কোরআনেও সূরা নাসের অনুরূপ অন্য কোন সূরা নেই।

২. অন্য এক হাদিসে নবীজি (সাঃ) প্রত্যেক নামাজের পর সূরাদয় পাঠ করার আদেশ করেছেন।( আবু দাউদ )

৩. এক হাদিস হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবে মহান রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। (ইবনে কাসীর )।

ব্যাখ্যা:
১। আয়েশা (রাযিআল্লাহু আনহা) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখ বিছানায় আসতেন, তখন আপন দু’হাতের তালুতে ‘কুলহু আল্লাহু আহাদ’ এবং সূরা নাস ও সূরা ফালাক পড়ে দম করতেন। তারপর উভয় কজির তালু মুখের ওপর মুছে নিতেন আর দেহের যতটুকু হাত দু’খান পৌঁছতো ততটুকুতে হাত বুলিয়ে দিতেন। আয়েশা (রাযিআল্লাহু আনহা) বলেছেন, যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসুস্থ হতেন, তখন আমাকে অনুরূপভাবে করতে হুকুম দিতেন। ইউনুস বলেছেন, ইবনে শিহাব যখন তাঁর বিছানায় যেতেন, তখন তাঁকে অনুরূপ করতে আমি দেখতাম। (বুখারী, হাদীস নং ৭৪৮ )

See also  সূরা আত-তাগাবুন-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah At-Tagabun

২। আবু হুরাইরা (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জাহান্নামকে কামনা-বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতকে বিপদ-মুসীবত দ্বারা ঢেকে রাখা হয়েছে। (বুখারী, হাদীস নং ৬৪৮৭)

Related Posts

সূরা লাহাব এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Lahab Bangla

আরবি: تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ উচ্চারণ: ১.তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব। অর্থ: আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস...

Read moreDetails

সূরা ইখলাস এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Ikhlas Bangla

আরবি: قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ উচ্চারণ: কুল হুওয়াল্লা-হু আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক, আরবি: ٱللَّهُ ٱلصَّمَدُ উচ্চারণ: আল্লা-হুসসামাদ। অর্থ:...

Read moreDetails

সূরা ফালাক এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Falaq Bangla

আরবি: قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ উচ্চারণ: কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক অর্থ:১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, আরবি: مِن شَرِّ...

Read moreDetails

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Fatiha Bangla

সূরা ফাতিহা’ মাক্কী (سُورَةُ الْفَاتِحَةِ مَكِيّة) আয়াতঃ ৭ রুকূঃ ১(اياتها، ركوعها) আরবি: بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ উচ্চারণ: বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?