আরবি: قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
উচ্চারণ: কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
অর্থ: ১. বলঃ আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের,
আরবি: مَلِكِ ٱلنَّاسِ
উচ্চারণ: মালিকিন্না-ছ,
অর্থ: ২. যিনি মানবমন্ডলীর বাদশাহ।
আরবি: إِلَٰهِ ٱلنَّاسِ
উচ্চারণ: ইলা-হিন্না-ছ।
অর্থ: ৩. যিনি মানবমন্ডলীর প্রকৃত মা’বূদ
আরবি: مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
উচ্চারণ: মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
অর্থ: ৪. আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে
আরবি:ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
উচ্চারণ: আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
অর্থ: ৫. যে লোকদের অন্তরে কুমন্ত্রনার উদ্রেক করে।
আরবি: مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
উচ্চারণ: মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
৬. জ্বিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।
সূরা নাস এর ফজিলত
১. সহীহ মুসলিমে ওকবা ইবনে আমের (রাঃ) এর বর্ণিত হাদিসে এসেছে — নবীজি (সাঃ) বলেন, তোমরা লক্ষ্য করেছ কি, অদ্য রাত্রিতে আল্লাহ তায়ালা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন, যার সমতুল্য আয়াত দেখা যায় না। অন্য এক রেওয়ায়েতে আছে, তাওরাত,ইঞ্জিল,যাবুর ও কোরআনেও সূরা নাসের অনুরূপ অন্য কোন সূরা নেই।
২. অন্য এক হাদিসে নবীজি (সাঃ) প্রত্যেক নামাজের পর সূরাদয় পাঠ করার আদেশ করেছেন।( আবু দাউদ )
৩. এক হাদিস হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবে মহান রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। (ইবনে কাসীর )।
ব্যাখ্যা:
১। আয়েশা (রাযিআল্লাহু আনহা) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখ বিছানায় আসতেন, তখন আপন দু’হাতের তালুতে ‘কুলহু আল্লাহু আহাদ’ এবং সূরা নাস ও সূরা ফালাক পড়ে দম করতেন। তারপর উভয় কজির তালু মুখের ওপর মুছে নিতেন আর দেহের যতটুকু হাত দু’খান পৌঁছতো ততটুকুতে হাত বুলিয়ে দিতেন। আয়েশা (রাযিআল্লাহু আনহা) বলেছেন, যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসুস্থ হতেন, তখন আমাকে অনুরূপভাবে করতে হুকুম দিতেন। ইউনুস বলেছেন, ইবনে শিহাব যখন তাঁর বিছানায় যেতেন, তখন তাঁকে অনুরূপ করতে আমি দেখতাম। (বুখারী, হাদীস নং ৭৪৮ )
২। আবু হুরাইরা (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জাহান্নামকে কামনা-বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতকে বিপদ-মুসীবত দ্বারা ঢেকে রাখা হয়েছে। (বুখারী, হাদীস নং ৬৪৮৭)