স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, যার ইংরেজির নাম হচ্ছে Stamford University Bangladesh. বিশ্ববিদ্যালয়টির সংক্ষেপ নাম হলো- স্টামফোর্ড-Stamford. এটি রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠানটিতে স্নাতক ডিগ্রী প্রদান করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রীও প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ২০২১ সাল পর্যন্ত ট্রাইমেস্টার ভিত্তিতে শিক্ষাক্রম পরিচালনা করা হতো, পরবর্তিতে ২০২২ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করে আসছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি কোথায় অবস্থিত: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে বাংলাদেশ সরকার থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পেয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীতে অবস্থিত।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়য়ে কতটি অনুষদ রয়েছে ও কি কি: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পাঁচটি অনুষদ আছে। এইগুলো হলো- ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং প্রকৌশল অনুষদ। বর্তমানে ১৪টি বিভাগে ৩২টি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদানকারী প্রোগ্রাম রয়েছে। বিভাগসমূহ হলো-ব্যবসায় প্রশাসন বিভাগ, ফার্মেসি বিভাগ. পরিবেশ বিজ্ঞান বিভাগ, অনুজীব বিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ
চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, অর্থনীতি বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, আইন বিভাগ, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তড়িৎ প্রকৌশল বিভাগ স্থাপত্য বিভাগ।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা (Minimum eligibility for application)
Minimum GPA 2.50 in both SSC and HSC Exams from any background or equivalent (Education Board, Madrasha Board, Technical Education Board, or Equivalent Examinations / Other Educational Institutes). For O Level and A Level students, 5 subjects in O Level and 2 subjects in A Level with a minimum grade of B in 4 subjects and a minimum grade of C in 3 subjects are necessary. No grade point of E will be allowed to consider for admission.
Foreign students must pass 12 education years and get the same grades in equivalent examinations from foreign-recognized institutions. For more details, please click here to contact the Foreign Students’ Service Cell. Any prospective student having an overall GPA of 8.00 or above in SSC and HSC or equivalent is eligible to get direct admission but needs to appear on the placement test for English Fundamental Course.
Students can apply for a credit transfer at Stamford University Bangladesh. For more details, please click here to contact the Admissions Office. GED is not allowed for admission.
ভর্তির সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে (Submission of Documents in “Application Form for Admission):
S.S.C Certificate or equivalent, S.S.C Academic Transcript or equivalent, H.S.C / Certificate or equivalent, H.S.C Academic Transcript or equivalent, Student’s NID / Birth Certificate / Valid Passport, Parent’s / Guardian’s NID / Valid Passport, 03 Copies of Passport size recent color photographs, Foreign Education Certificate & Academic Transcript Evaluation (If necessary).
BBA (Bachelor of Business Administration)-বিবিএ: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ৮ হাজার টাকা। প্রজেক্ট বা রিসার্স ফি ১৫ হাজার টাকা। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৫ লাখ ৭৩ হাজার টাকা।
Bachelor of Pharmacy- (B. Pharm.): স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৬ লাখ ১১ হাজার টাকা। ল্যাব ফি-১২ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৬ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।
Bachelor of Science in Electrical & Electronic Engineering: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। ল্যাব ফি-১২ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
B.Sc. (Hons.) in Microbiology: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৪ লাখ ২৯ হাজার টাকা। প্রজেক্ট বা রিসার্স ফি ১০ হাজার টাকা। ল্যাব ফি-১২ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৪ লাখ ৯৫ হাজার টাকা।
Bachelor of Laws with Honours: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ২০ হাজার টাকা। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৫ লাখ ৭০ হাজার টাকা।
Bachelor of Science in Civil Engineering: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ৬০ হাজার টাকা। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৫ লাখ ১৬ হাজার টাকা।
Bachelor of Arts with Honours in English: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ৬৪ হাজার টাকা। প্রজেক্ট বা রিসার্স ফি ১২ হাজার টাকা।ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৪ লাখ ২৬ হাজার টাকা।
Bachelor of Arts in Film & Media: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ৯০ হাজার টাকা। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৪ লাখ ৪০ হাজার টাকা।
Bachelor of Science in Computer Science & Engineering: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৫ লাখ ৮১ হাজার ২৫০ টাকা। ল্যাব ফি-১২ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৬ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা।
Bachelor of Social Science in Economics: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৩ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
Bachelor of Science (B.Sc.) in Environmental Science: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। ল্যাব ফি-১২ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৩ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।
Bachelor of Social Science in Journalism for Electronic & Print Media: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৩ লাখ ৯২ হাজার। ল্যাব ফি-৬ হাজার টাকা। লাইব্রেরি ফি ৬ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১২ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৪ লাখ ৪২ হাজার টাকা।
Bachelor of Architecture (B.Arch.): স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ১৫ হাজার টাকা। টিউশন ফি-৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। ল্যাব ফি-১৫ হাজার টাকা। লাইব্রেরি ফি ৭৫০০ হাজার টাকা। স্টুডেন্ট এক্টিভিটি ফি-১৫ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি-৮ হাজার টাকা। মেডিকেল ফি-৩ হাজার টাকা। মোট খরচ পড়বে (Total Payable Amount to complete the Program) ৭ লাখ ৬০ হাজার টাকা।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঠিকানা ও নম্বর: 51 Siddeswari Road (Ramna), Dhaka-1217. 09613622622, 41032671, 41032672, 41032673, 41032674, 41032675, 41032676, 41032678, 41032679, 41032680, 41032681.