২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [দ্বিতীয়পর্ব]

২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

১. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী?
উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

২. ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার কে?
উত্তর: খন্দকার গোলাম ফারুক

READ ALSO

৩. ২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে?
উত্তর: ২৯টি

৪. মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক-এর বর্তমান নাম কী?
উত্তর: জাতীয় মানবকল্যাণ পদক

৫. সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলোকে কী বলা হয়?
উত্তর: কালভার্ট

৬. পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটির চুল্লি স্থাপনের কাজ উদ্ধোধন করা হয় কবে?
উত্তর: ১৯ অক্টোবর ২০২২

৭. বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?
উত্তর: জার্মানি

৮. ঘূর্ণিঝড় ‘সিত্রা’ নামকরণ করে কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’

৯. বর্তমানে সারাদেশে মোট ডিজিটাল সেন্টার কতটি?
উত্তর: ৫,২৮৬টি। যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ৪,৫৫৪টি।

১০. ২০৩০ সালে বিশ্বের কততম ভোক্তা বাজার হবে বাংলাদেশ?
উত্তর: ৯ম

১১. মধুমতি সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬৯০মিটার (প্রস্থ ২৭.১০মিটার)

১২. তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ১.২৯ কিলোমিটার

১৩. জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১ অক্টোবর ২০২২; গাজীপুরের শ্রীপুরে।

১৪. প্রস্তাবিত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২’ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে কোন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হবে?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে

১৫. ১৫-১৭ অক্টোবর ২০২২ কোন রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন?
উত্তর: সুলতান হাসানাল বলকিয়াহ (ব্রুনাই)

১৬. সুইডেনের নতুন প্রধানমন্ত্রী নাম কী?
উত্তর: উলফ ক্রিস্টারসন

১৭. ১৫ ডিসেম্বর ২০১৮ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি অস্ট্রেলিয়া কবে প্রত্যাহার করে?
উত্তর: ১৭ অক্টোবর ২০২২ সাল

See also  ভূগোল ও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ ১৫০টি সাধারণ জ্ঞান

১৮. ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম কী?
উত্তর: জেনারেল সের্গেই সুরোভিকিন

১৯. শহীদ ১৩৬ বা কামিকাজে ড্রোন কোন দেশের তৈরি?
উত্তর: ইরান

২০. ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উত্তর: মল্লিকার্জুন খাড়গে

২১. যাত্রীবাহী বিমান সি-৯১৯ কোন দেশের তৈরি?
উত্তর: চীন

২২. কুখ্যাত ‘এভিন কারাগার’ কোন দেশে অবস্থিত?
উত্তর: ইরান

২৩. হিমার্স ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর: যুুক্তরাষ্ট্র

২৪. নেপালে মোট কতটি নৃগোষ্ঠী রয়েছে?
উত্তর: ১২৬টি

২৫. ২৮ সেপ্টেম্বর ২০২২ ভারতের দ্বিতীয সেনা সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল (অব) অনিল চৌহান।

২৬. কার্চ প্রণালি সংযুক্ত করেছে কোন দুটি সাগর কে?
উত্তর: কৃষ্ণসাগর ও আজভ সাগরকে

২৭. ২০২২ সালের অষ্টম টি-২০ বিশ্বকাপ প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: কার্তিক মেইয়াপ্পন

২৮. পুরুষ টি-২০ বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি খেলোয়াড় কে?
উত্তর: আয়ান আফজাল খান

২৯. যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী কে?
উত্তর: ঋষি সুনাক

৩০. জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত কে?
উত্তর: সিওবান মোল্লালী

৩১. ২০২২ সালের কিডস রাইটস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আইসল্যান্ড

৩২. ২০২২ সালের কিডস রাইটস সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: শাদ

৩৩. ২০২২ সালের কিডস রাইটস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০২তম

৩৪. ২০২২ সালের নোবেলজয়ী সোয়ান্তে প্যাবোর বাবা সুনে বার্গস্ট্রোম কবে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে

৩৫. অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: ক্যারোলিন আর. বার্তোজি

৩৬. প্রথম ফরাসি নারী লেখক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: অ্যানি আরনো; তিনি সাহিত্যে নোবেল জয়ী ১৭তম নারী।

৩৭. ২০২২ সালের ‘শাখারভ পুরস্কার’ লাভ করেন কে?
উত্তর: ইউক্রেনের জনগণ

৩৮. আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর: সুইজারল্যান্ডের মির্জানা স্পোলজারিক এগার

See also  Nothing left-এর অর্থ-কিছুই বাকি নেই

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বর্তমান মহাপরিচালক কে?
উত্তর: টোগোর গিলবার্ট এফ. হাউংবো

৪০. আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রথম নারী মহাসচিব নির্বাচিত হন কে?
উত্তর: যুক্তরাষ্ট্রের ডোরিন বোগডান মার্টিন

৪১. ঘূর্ণিঝড় সিত্রাং এরপর ভারত মহাসাগরে সৃষ্ট পরবর্তী ঝড়ের নাম কি?
উত্তর: ‘মান্দুস’, যার নামকরণ করে সৌদি আরব

 

Related Posts

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩: ৮০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিমাসে প্রকাশিত হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন...

Read moreDetails

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩-১০০টি গুরুত্বপূর্ণ তথ্য

১. প্রশ্ন: দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম কী? উত্তর: MRT Line-1 ২. প্রশ্ন: দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্ধোধন...

Read moreDetails

২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [প্রথমপর্ব]

বাংলাদেশ কবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? উত্তর: ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেল চুক্তি অনুস্বাক্ষর করে? উত্তর:...

Read moreDetails

২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [দ্বিতীয়পর্ব]

দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পিরোজপুর। বঙ্গমাতা বেগম...

Read moreDetails

২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [প্রথমপর্ব]

বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কে? উত্তর: চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বর্তমান মহাপরিচালক কে? উত্তর:...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?