উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। অধিভূক্তির পর থেকেই এ সকল কলেজের ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সকল কার্যক্রম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয় ।
সরকারি সাতটি কলেজ কি কি: সরকারি সাতটি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
৭ কলেজে মোট আসন সংখ্যা কতটি: ৭ কলেজে মোট আসন সংখ্যা ২১ হাজার ৫১৩টি।
৭ কলেজের ওয়েবসাইট: collegeadmission.eis.du.ac.bd ও 7college.du.ac.bd
৭ কলেজে ভর্তির যোগ্যতা: ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া বিজ্ঞান ইউনিট থেকে এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০, কলা ও মানবিক ইউনিট থেকে এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ ও বাণিজ্য ইউনিট থেকে এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০ পেতে হবে।