৮ম শ্রেণির বাংলা ২য় পত্র: ধ্বনি ও বর্ণের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৮ম শ্রেণির বাংলা ২য় পত্র: ধ্বনি ও বর্ণের প্রশ্নোত্তর

কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকাভে ধ্বনি বলে। অন্যদিকে, কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি-দ্যোতক সংকেত বা চিহৃ ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। নিচের ধ্বনি ও বর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

১. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক.৭
খ. ৫
গ.২
ঘ.৪

২. যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী বর্ণ বলে?

ক. ঘোষ বর্ণ
খ. অঘোষ বর্ণ
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি

৩. খাঁটি বাংলা শব্দে সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয় না?

ক. শিশ
খ. মূর্ধন্য
গ. কণ্ঠ
ঘ. স্বর

৪. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?

ক. মহাপ্রাণ বর্ণ
খ. স্পর্শ্ব ধ্বনি
গ. ওষ্ঠ ধ্বনি
ঘ. ঘোষ ধ্বনি

৫. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক. মৌলিক স্বর
খ. যৌগিক স্বর
গ. সাধিত স্বর
ঘ. তাড়িত স্বর

৬. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক. ১১টি
খ. ১৩টি
গ. ৩৯টি
ঘ. ৪৯টি

৭. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?

ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ. শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ. সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ. যুগ্ম স্বরধ্বনির ব্যবহারকে

৮.. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?

ক. শ, হ খ. ষ, স
গ. য, ব
ঘ. ন, ম

৯. বাংলা স্পর্শ্ব ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?

ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি

১০. বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি?

ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১১টি

১১. ধ্বনি উৎপাদনে কোন বাগ্‌প্রত্যঙ্গ ব্যবহৃত হয়?

ক. কণ্ঠ ও জিহ্বা
খ. মুখ, নাসিকা ও কণ্ঠ
গ. জিহ্বা ও তালু
ঘ. তালু ও নাসিকা

১২. নিচের কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের জন্যে কোনো চিহ্ন নেই?

ক. অ
খ. আ
গ. ই
ঘ. ঈ

১৩. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি
ঘ. পার্শ্ব ধ্বনি

১৪. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?

ক. কণ্ঠ ধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. ওষ্ঠ ধ্বনি

১৫. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ২টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

১৬. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে

১৭. মূর্ধা বর্ণ কোনটি?

ক. হ
খ. ড
গ. ত
ঘ. ন

১৮. শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় তাকে কী বলে?

ক. বর্ণ
খ. অক্ষর
গ. ধ্বনি
ঘ. বাক্য

১৯. ‘ম’ ধ্বনির উচ্চারণ স্থান কোথায়?

ক. তালু
খ. কণ্ঠ
গ. দন্ত
ঘ. ওষ্ঠ

২০. পূর্ণমাত্রার বর্ণ কয়টি?

ক. ৪০
খ. ৩২
গ. ২০
ঘ.১০

২১. মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৮
খ. ১০
গ. ৩২
ঘ. ২০.

২২. অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক.৮
খ. ২০.
গ. ১২
ঘ. ১৫

২৩. ৫০টি বর্ণকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২৪. উচ্চারণের সময় অনুযায়ী স্বরবর্ণগুলো প্রধানত কয় প্রকার?

ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকর

২৫. স্বরবর্ণের প্রাথমিক রুপ কয়টি?

ক. ৮টি
খ.১‌০টি
গ.১১টি
ঘ. ১২.

২৬. কোনটি শব্দের মূল একক?

ক. ধ্বনি
খ. বর্ণ
গ. স্বর
ঘ. মুখনিঃসৃত আওয়াজ

উত্তর: ১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ১৭.খ ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ

Related Posts

নবম-দশম শ্রেণি: ধ্বনি ও বর্ণ-পরিচ্ছেদ-৫

ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও...

Read moreDetails

ধ্বনি-বর্ণ-মাত্রাহীন-অর্ধমাত্রা-স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ

কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির লিখিত রূপকে বলা হয়...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?