কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩-১০০টি গুরুত্বপূর্ণ তথ্য

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩-১০০টি গুরুত্বপূর্ণ তথ্য

১. প্রশ্ন: দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম কী?
উত্তর: MRT Line-1

২. প্রশ্ন: দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্ধোধন করা হয় কবে?

READ ALSO

উত্তর: ২ ফেব্রুয়ারি ২০২৩

৩.প্রশ্ন: দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত?

উত্তর:১৯.৮৭২ কিমি

৪. প্রশ্ন: বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

উত্তর:৪০টি

৫.প্রশ্ন: সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?

উত্তর: তৃণমূল বিএনপি

৬.প্রশ্ন: জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে?

উত্তর:১২ ফেব্রুয়ারি ২০২৩

৭.প্রশ্ন: বাংলাদেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি কে?

উত্তর: মো. সাহাবুদ্দিন

৮.প্রশ্ন: বঙ্গবন্ধু-পিয়েরে টুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর:গাজীপুর

৯.প্রশ্ন: ৩১ জানুয়ারি ২০২০ কোন উপজেলায় দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উত্তর: শিবচর, মাদারীপুর

১০.প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

উত্তর: সারাহ ফুক

১১. প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

উত্তর:অ্যালিসন ব্লেইক

১২.প্রশ্ন: মুজিবনগর বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?

উত্তর: মেহেরপুর

১৩.প্রশ্ন: ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?

উত্তর: লাল মোরগের খুঁটি ও নোনাজলের কাব্যক.লাল মোরগের খুঁটি

১৪.প্রশ্ন: মাথাপিছু GDP কত?

উত্তর: ২,৬৮৭ মা.ড

১৫.প্রশ্ন: মাথাপিছু আয় কত?

উত্তর: ২৭৮৭ মা.ড

১৬.প্রশ্ন: GDP’র প্রবৃদ্ধির হার কত?

উত্তর:৭.১০%

১৭.প্রশ্ন:কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৩.০৫%

১৮. প্রশ্ন: শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৯.৮৬%

১৯.প্রশ্ন: সেবা খাতের প্রবৃদ্ধির হার কতা:

উত্তর: ৬.২৬%

২০.প্রশ্ন: কৃষি খাতের অবদানের হার কত?

উত্তর: ১১.৬১%

২১.প্রশ্ন: শিল্প খাতের অবদানের হার কত?

উত্তর: ৩৬.৯২%

২২.প্রশ্ন: সেবা খাতের অবদানের হার কত?

উত্তর: ৫১.৪৮%

২৩.প্রশ্ন: সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে কবে?

উত্তর: ৬ ফেব্রুয়ারি ২০২৩

২৪. প্রশ্ন: ১ ফেব্রুয়ারি ২০২৩ নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: মানুয়েলা বোঝা বোটেই

২৫.প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কোন চুক্তি স্থগিতের ঘোষণ দেন?

উত্তর: New START

২৬.প্রশ্ন: ১৫ মার্চ ২০২৩ চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?

উত্তর: লি কিয়াং

২৭.প্রশ্ন: বর্তমানে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তর: শনি

২৮. প্রশ্ন: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ভারতীয় বংশোদ্ভূত কোন নাগরিক ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন?

উত্তর: নীল মোহন

২৯.প্রশ্ন: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ কোন ভারতীয় বংশোদ্ভূত ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন?

See also  বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

উত্তর: নিকি হ্যালি

৩০.প্রশ্ন: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ কে?

উত্তর: আজালি আসুমানি

৩১. প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: নরওয়ে

৩২. প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: আফগানিস্তান

৩৩.প্রশ্ন: ২০২২ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৭৩তম

৩৪.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: সোমালিয়া

৩৫.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২–কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: ডেনমার্ক

৩৬. প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১২তম

৩৭.প্রশ্ন: দুর্নীতি ধারণা সূচক ২০২২-ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১৪৭তম

৩৮.প্রশ্ন: বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?

উত্তর: ৭১৬৮

৩৯.প্রশ্ন: সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর: পাপুয়া নিউগিনি

৪০.প্রশ্ন: বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?

উত্তর: ইংরেজি

৪১.প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?

উত্তর: সপ্তম

৪২.প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি ?

উত্তর: মান্দারিন

৪৩.প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?

উত্তর: পঞ্চম

৪৪.প্রশ্ন: স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৫-৯ মার্চ ২০২৩

৪৫.প্রশ্ন: স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: দোহা, কাতার

৪৬.প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন এর পরিচালক কে?

উত্তর: খিজির হায়াত খান

৪৭.প্রশ্ন: Victory City উপন্যাসের লেখক কে?

উত্তর: সালমান রুশদি

৪৮.প্রশ্ন: ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?

উত্তর: মো. আবদুল হামিদ

৪৯. প্রশ্ন : উয়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 দৈর্ঘ্য কত?

উত্তর : ৩১.২৪১ কিমি।

৫০. প্রশ্ন :দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর: নারায়ণগঞ্জের রূপগঞ্জের

৫১.প্রশ্ন: ১২ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে?

উত্তর: ড. সালমা সিদ্দিকা।

৫২. প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) পোস্ট ইনুমারেশন চেক (PEC) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর: ১৬,১৯৮, ২৮, ৯১১ জন।

৫৩. প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?

উত্তর: মিঠামইন, কিশোরগঞ্জ।

৫৪. প্রশ্ন: মিরপুর কালশী ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তর : ২,৩৪ কিমি।

৫৫. প্রশ্ন: বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী করে শনাক্ত হয়?

উত্তর ২০০১ সালে মেহেরপুর জেলায়।

৫৬. প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?

See also  Had Better-এর ব্যবহার উদাহরণ সহ

উত্তর: ৫৫৮ মার্কিন ডলার

৫৭. প্রশ্ন ৩১ জানুয়ারি ২০২৩ বেসরকারি খাতের প্রথম কৃষি বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: চারঘাট, রাজশাহী।

৫৮. প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ক্ষণ দিয়েছে?

উত্তর: বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মাড়.)

৫৯. প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়?
উত্তর: আর্জেন্টিনা।

৬০. প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ কবে উন্মুক্ত করে?

উত্তর: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ।

৬১. প্রশ্ন: ২০২৩ সালে একুশে পদক লাভ করেন কতজন?

উত্তর: ১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

৬২. প্রশ্ন: বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?

উত্তর: অজয় বাগা।

৬৩. প্রশ্ন: High Mobility Antillery Rocket Systems (HIMARS) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা?

উত্তর: যুক্তরাষ্ট্র।

৬৬. প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে?
উত্তর: জেফ জিয়েন্টস।

৬৫. প্রশ্ন: ২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্রে কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে?

উত্তর: সলোমন দ্বীপপুঞ্জ।

৬৬. প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
উত্তর: স্করপিয়ন ইউনিট।

৬৭. প্রশ্ন: ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়?
উত্তর: আইএনএস বাগির (INS Vagir)।

৬৮. প্রশ্ন: ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম কী?
উত্তর: শেলি ওবেরয়।

৬৯. প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর: রমজান করি।

৭০. প্রশ্ন: আল-কায়েদার নতুন প্রধানের নাম কী?
উত্তর: সাইফ আল-আসল।

৭১. প্রশ্ন: জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন?

উত্তর: সিচুয়ান।

৭২. প্রশ্ন: GISDB’র পূর্ণরূপ কী?
উত্তর: Ground Launched Small Diameter Bomb

৭৩. প্রশ্ন: পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী?
উত্তর: ডা. সানা রামচন্দ।

৭৪. প্রশ্ন : ঘূর্ণিঝড় পরিয়ে কবে নিউজিল্যান্ডে আঘাত হানে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ২০২৩।

৭৫. প্রশ্ন : India The Modi Question কী?

উত্তর: বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র।

৭৬. প্রশ্ন: হিন্ডেনবার্গ রিসার্চ কী?
উত্তর: হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান।

৭৭. প্রশ্ন: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?

উত্তর: প্রথম ভারত। দ্বিতীয় ফিলিপাইন ও তৃতীয় বাংলাদেশ।

৭৮. প্রশ্ন: আইএমএফ নির্বাহী বোর্ড বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে কবে?
উত্তর: ৩০ জানুয়ারি ২০২৩ সালে

See also  Don't be upset-এর ব্যবহার উদাহরণ সহ

৭৯. প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের দুই কক্ষে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন কবে?
উত্তর: ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮০. প্রশ্ন: শ্রীলংকার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮১. প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন হয় কবে?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে

৮২. প্রশ্ন: উপনির্বাচনে জয়ী একাদশ জাতীয় সংসদের ছয় সংসদ সদস্য শপথ গ্রহণ করেন কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি

৮৩. প্রশ্ন: মিয়ানমারের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা

৮৪. প্রশ্ন: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৩ সালের হজের নিবন্ধন শুরু হয় কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি

৮৫. প্রশ্ন: আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম কি?
উত্তর: Islamic Emirate of Afghanistan

৮৬. প্রশ্ন: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন মো. ফয়জুল ইসলাম নিয়োগ পান কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০২৩।

৮৭. প্রশ্ন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার কে?
উত্তর: রাঙ্গামাটির ভ্যালি চাকমা।

৮৮. প্রশ্ন: সারাহ কুক বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পান কবে?
উত্তর: ৮ ফেব্রুয়ারি ২০২৩

৮৯. প্রশ্ন: নিরাপদ ইন্টারনেট দিবস কবে?
উত্তর: ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার

৯০. প্রশ্ন: দেশের প্রথম নারী ব্যারিস্টার কে?

উত্তর: ড. রাবিয়া ভূঁইয়া

৯১. প্রশ্ন: আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?

উত্তর: ১৭ জুলাই ১৯৭৩

৯২.. প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর: আরিনা সাবালো। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম ব্র্যান্ডস্লাম শিরোপা।

৯৩. প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?

উত্তর : নোভাক জকোভিচ (সার্বিয়া)।

৯৪. প্রশ্ন: ২০তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ১২-২২ ডিসেম্বর ২০২৩

৯৫. প্রশ্ন: ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

৯৬. প্রশ্ন: বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারি কে?
উত্তর: মাসফিয়া আফরিন।

৯৭. প্রশ্ন: এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে?

উত্তর: ইমরানুর রহমান।

৯৮. প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার?
উত্তর: গ্যারি ব্যালান্স (প্রথম ওয়েসেলস)।

৯৯. প্রশ্ন: ২০২৩ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল?

উত্তর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১০০. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে?

উত্তর: চন্ডিকা হাথুরুসিংহে

Facebook
Twitter
LinkedIn

Related Posts

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩

কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিমাসে প্রকাশিত হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা ও বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন...

Read more
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩-১৫০টি গুরুত্বপূর্ণ তথ্য

প্রশ্ন: দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব কে? উত্তর: মো. মাহবুব হোসেন প্রশ্ন: জাতীয় প্রবাসী দিবস কবে? উত্তর: ৩০ ডিসেম্বর প্রশ্ন: বর্তমানে...

Read more
২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

১. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী? উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২. ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন...

Read more
২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কে? উত্তর: চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বর্তমান মহাপরিচালক কে? উত্তর:...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?