ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হযেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজের অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ‘উল্লেখিত সময়সূচিতে কোন প্রকার অসঙ্গতি থাকলে তা সময়সূচি প্রকাশের পরপরই নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সময়সূচি নিচে দেওয়া হয়েছে-


								
															