কোনো কাজ হচ্ছে বা কিছু করা হচ্ছে এরুপ বুঝাতে-am/is/are being-এর ব্যবহার করতে হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে am/is/are being-এর ব্যবহার জানতে হবে। নিচে am/is/are being এর কিছু উদাহরণ দেয়া হলো-
Structure: am/is/are being + v3
Examples:
ভাত রান্না হচ্ছে।
Rice is being cooked..
মাছ ধরা হচ্ছে।
Fish is being caught.
চিঠি লিখা হচ্ছে।
letter is being written.
কাপড়গুলো পরিষ্কার করা হচ্ছে।
Clothes are being washed.
I am being chivalrous.
আমি সাহসী হচ্ছি।
I am being pursued.
আমাকে অনুসরণ করা হচ্ছে।
I am being very honest with you.
আমি আপনার সাথে খুব সৎ আছি।
I am being quite candid with you about this.
এ ব্যাপারে আমি আপনার সাথে বেশ খোলামেলা কথা বলছি।
Mother is cooking dinner.
মা রাতের খাবার রান্না করছেন।
They are repairing the roof.
তারা ছাদ মেরামত করছে।