Am/is/are to -এর অর্থ-করতে হয়: বাক্যে কর্তার কোন কাজ করতে হয় বুঝাতে am/is/are + to ব্যবহার করতে হয়। Am/is/are to-এর ব্যবহার বিষয়ে আলোচনা করা হলো।
Am/is/are to এর structure: Sub + am to/is to/ are to + verb1 + objects.
Am/is/are to-এর ব্যবহার
Examples-উদাহারণ : নিচে Am/is/are to-এর উদাহরণ দেয়া হলো।
আমাকে নিয়মিত অষুধ সেবন করতে হয়।
I am to take regular medication.
তাকে ইংরেজি শিখতে হয়।
She is to learn English.
তাদেরকে সপ্তাহে একবার সেখানে যেতে হয়।
They are to go there once in a week.
তাকে নিয়মিত ব্যায়াম করতে হয়।
He is to take physical exercise regularly. Crazy English Centre.
আমাকে স্কুলে যেতে হয়।
I am to go to school.
তাকে প্রতিদিন দুধ পান করতে হয়।
He is to drink milk every day.
তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়।
You are to take exercise every day.
আমাকে ইংরেজি শিখতে হয়।
I am to learn English.
আমাদেরকে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হয়।
We are to stand against corruption.
একজন সচেতন নাগরিক হিসাবে আমাকে এটা মেনে চলতে হয়।
As a conscious citizen i am to abide by it.
আমাকে পিতামাতার দেখাশুনা করতে হয়।
I am to look after my parents.
আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়।
I am to go to office every day.
তাকে অনেক পরিশ্রম করতে হয়।
He is to work hard.
তোমাকে ইংরেজীতে কথা বলতে হয়।
You are to speak English.
তাকে রান্না করতে হয়।
She is to cook.
আমাকে আমার পরিবারের দেখাশুনা করতে হয়।
I am to look after my family.
আমাদেরকে নিয়মিত পড়ালেখা করতে হয়।
We are to study regularly.
তোমাকে টাকা উপার্জন করতে হয়।
You are to earn money.
আমাকে বাজারে যেতে হয়।
I am to go to market.
তাদেরকে চাকরি খুঁজতে হয়।
They are to search a job.
আমাদেরকে কম্পিউটার শিখতে হয়।
We are to learn computer.
আমাকে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।
I am to stand against corruption.
তোমাকে চাকরির জন্য দরখাস্ত লিখতে হয়।
You are to write a job application.
তাকে তার শিক্ষকের কথা মেনে চলতে হয়।
He is to obey his teacher.
একজন সচেতন নাগরিক হিসাবে আমাকে দেশের আইন মেনে চলতে হয়।
As a conscious citizen I am to abide the rules of country.