As often as-এর ব্যবহার উদাহরণ সহ

As often as-এর ব্যবহার উদাহরণ সহ

As often as-এর ব্যবহার: কোনো একটি কাজ যতবার করা হয় তার সাথে আরও একটা কাজ ততবার করা হয় এরুপ বুঝাতে As often as ব্যবহার করতে হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে As often as-এর ব্যবহার জানতে হবে। নিচে As often as এর কিছু উদাহরণ দেয়া হলো-

Structure-গঠন: Subject + Principal verb (AT) + object + as often as + Sub + Principal verb (AT) + object

READ ALSO

Examples-উদাহরণ:

আমি যতবার গ্রামে যাই ততবার আমার স্কুল শিক্ষকদের সাথে দেখা করি।
I meet my school teachers as often as I visit my village.

আমি যতবার বাহিরে হাটতে বের হই ততবার কুকুরদের খাবার খাওয়াই।
I feed the dogs as often as I go out for a walk.

যতবার এই পেইজ ব্রাউজ করি ততবার নতুন কিছু শিখতে পারি।
I can learn new things as often as I browse this page.

আমি যতবার সেখানে যাই ততবার ইংরেজি বলি।
I speak english as often as I go there.

সে যতবার অংক করতে ভুল করে ততবার বাবা বকা দেয়।
Father scolds him as often as he mistakes in doing math.

সে যতবার গ্রেপ্তার হয় ততবার ছাড়া পায়।
He is released as often as he is arrested.

সে যতবার বাজারে যায় ততবার চা খায়।
He drinks tea as often as he goes to market.

সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়।
People get benefited as often as he is elected.

তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়।
The work is hampered as often as you go out.

তুমি যতবার তার সাথে দেখা করো ততবার সে খুশি হয়।
She becomes happy as often as you meet her.

See also  Am/Is/Are being-এর ব্যবহার উদাহরণ সহ

Related Posts

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?