Can not but-এর অর্থ-না করে পারি না: বাংলা বাক্যের শেষে “না করে পারি না” থাকলে Can not but ব্যবহার করতে হয় হয়। নিচে কিছু এর উদাহরণ দেয়া হলো।
Can not but-এর ব্যবহার
Structure: Sub + Can not but + verb + Ext.
Examples:-উদহারণ সমূহ:
আমি তাকে কল না করে পারিনা।
Ican’t but call her.
আমরা তোমাকে ধন্যবাদ
We can’t but thank you.
আমি গরিবদের সাহায্য না করে পারিনা।
I can’t but help the poor.
আমরা ক্রিকেট না খেলে পারিনা।
We can’t but play cricket.
আমরা ভাত না খেয়ে পারিনা।
We can not but eat rice.
আমি ভোরে ঘুম থেকে না উঠে পারিনা।
I can not but wake up early in the morning.
আমি তোমার তারিফ না করে পারি না।
I can’t but admire you.
বিদেশীদের সাথে যোগাযোগের জন্য আমরা ইংরেজি ভাষা ব্যবহার না করে পারি না।
We can’t but use English language to communicate with foreigners.
আমি মহান আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ না পড়ে থাকতে পারি না।
I can’t but pray to obey the command of Great Allah.
আমি তার সাথে কথা না বলে থাকতে পারিনা।
I can not but talk to him.
আমরা গরীবদের পাশে না দাড়িয়ে পারিনা।
We can not but stand beside the poor.
সে মানুষের সমালোচনা না করে থাকতে পারেনা।
He can not but criticize people.
আমি বই না পড়ে থাকতে পারিনা।
I can not but read book.