Could-এর অর্থ-পারতাম বা পারতেন

Could-এর অর্থ-পারতাম বা পারতেন

Could এর অর্থ পারতাম বা পারতেন: বাক্যে কর্তা অতীতে কোন কাজ করতে পারত এইরূপ বুঝালে Could ব্যবহার করতে হয়।  নিচে Could-এর ব্যবহার বিষয়ে আলোচনা করা হলো।

Could-এর structure: Sub + Could + verb1 + objects.

Could এর ব্যবহার

Examples: উদাহরণ

আমি গাড়ি চালাতে পাড়তাম।
I could drive a car.

সে গিটার বাজাতে পারত।
She could play guitar.

আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন।
My father could recite poems.

তারা ছবি আকতে পারতো।
They could draw pictures.

আমি তাড়াতাড়ি লিখতে পারতাম।
I could write fast

সে হাটতে পারত।
He could walk.

তিনি মাছ ধরতে পারতেন।
He could catch fish.

আমি ঘুমাতে পারতাম।
I could sleep.

সে অনেক খেতে পারত।
He could eat much.

See also  Have/has এর ব্যবহার (উদাহরণ সহ)

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?