কারও বর্তমানে কালে কোনো কিছু নেই বুঝাতে Don’t have/Doesn’t have- ব্যবহার করতে হয়।
বাক্যের গঠন: Subject+don’t have/doesn’t have+objects
উদাহরণ:
আমার সময় নেই।
I don’t have time.
তার টাকা নেই।
He doesn’t have money.
তার নতুন ব্যাগ নেই।
He doesn’t have a new bag.
তাদের বাড়ি নেই।
They don’t have house.
আমার চিন্তা করার সময় নেই।
I don’t have time to think.
আমার খাওয়ার সময় নেই।
I don’t have time to eat.
আমার টিভি দেখার সময় নেই।
I don’t have time to watch TV.
রহিমের এই বইটি নেই।
Rahim doesn’t have this book.
তাদের গাড়ি নেই।
They don’t have car.
আমার বাজারে যাওয়ার সময় নেই।
I don’t have time to go to market.
আমার বেড়াতে যাওয়ার সময় নেই।
I don’t have time to hang out.
আমার পরিকল্পনা করার সময় নেই।
I don’t have time to plan.
তার একটি ছাতা নেই।
She doesn’t have an umbrella.
আমাদের একটি ঘড়ি নেই।
We don’t have a watch.
এই গাছে কলা নেই।
This tree doesn’t have bananas.
এই কুকুরগুলোর কোনো খাবার নেই।
These dogs don’t have any food.
I don’t have time to explain.
আমার ব্যাখ্যা করার সময় নেই।
আমার একটি গাড়ি নেই।
I don’t have a car.
এর লম্বা পা নেই।
It doesn’t have long legs.
তাদের একটি ল্যাপটপ নেই।
They don’t have a laptop.