For the sake of-এর অর্থ-উদ্দেশ্যে, খাতিরে: বাক্যে কর্তা কোন উদ্দেশ্যে কোন কাজ করলে For the sake of ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। এর পরবর্তী-verb এর সাথে ing যুক্ত হয়। নিচে For the sake of-এর কিছু উদাহারণ দেয়া হলো-
For the sake of-এর ব্যবহার
Examples-উদাহারণ:
আমি এই বইটি ইংরেজি শেখার উদ্দেশ্যে কিনেছিলাম।
I bought this book for the sake of learning English.
তারা দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করেছিল।
They established it for the sake of helping the poor.
আমরা সেখানে গান শোনার উদ্দেশে গিয়েছিলাম।
We went there for the sake of listening to music.
তারা তাকে উপকারের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিল।
They advised her for the sake of benefit. Crazy English Centre.