অতীতে কারো মালিকানায় কিছু ছিল বুঝাতে Had-ব্যবহার করতে হয়।
Had-এর বাংলা কি: ছিল, আছে, হয়েছে,গেছে, করেছিলেন, রয়েছে, ছিলো, থাকে, থাকত, গেছেন, হতো
বাক্যের গঠন: Sub+had+objects
উদাহরণ:
আমাদের একটা ভালো সম্পর্ক ছিল।
We had a good relationship.
আমার একটি গাড়ি ছিল।
I had car.
আমার বাবার ১০টি গরু ছিল।
My father had ten cow.
তার একটি মরসাইকেল ছিল।
He had a motorcycle.
তাদের একটি সুন্দর বাড়ি ছিল।
They had a nice house.
Had-এর আরও কিছু ব্যবহার
তিনি লক্ষ্য করেছিলেন নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে ঘোড়াটি।
He had noticed that the horse was afraid of his own shadow.
খোমেনির অনুগামীরা যেমন আশা করেছিলেন, খোমেনি অধিগ্রহণকে সমর্থন করেছিলেন।
As Khomeini’s followers had hoped, Khomeini supported the takeover.
তাদের দুই সন্তান গত কয়েক বছর ধরে বিদেশে বসবাস করছে।
Our three kids had been living abroad for some years now.
এই অগ্নিকাণ্ডে সবাই প্রায় নিঃশেষ হয়ে গেছেন, তারা পথে দাঁড়িয়ে গেছেন।
That they had a fire, and there was deadfall all over the trail.
ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরোহন করেছিলেন 354 মিলিয়ন জুন এর হিসাবে 2015।
The number of Internet users in India had climbed to 354 million as of June 2015.
হুমম। সার্সি বলেছিল, গর্ভে আসা সন্তান ওকে বদলে দিয়েছে।
Cersei told me the pregnancy had changed her.- Hmm.
তিনি ট্যুইট করেছিলেন,‘ পাকিস্তান আমার বাবাকে হত্যা করেনি।
Earlier she had said,“Pakistan did not kill my dad.
বড় দুই ভাই বিয়ের পরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
Two elder brothers had separted from the family after getting married.
কয়েক মাস ধরে আমাদের যে পার্টিতে দেখা হয়েছিল সেখানে তিনি আমাকে অগ্রাহ্য করেছিলেন।
For months he ignored me as at the party where we had met.
বড় দুই ভাই বিয়ে পর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
Two elder brothers had separted from the family after getting married.
গত জুন মাসে ঈদের ছুটির সময় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তালেবান।
The Taliban had agreed to a three-day ceasefire during the Eid holidays in June.
যদি আমাদের কাছে রত্নের সব অংশগুলো থাকতো, আমরা কাজটা নিরাপদেই করতে পারতাম।
If we had all the gem pieces, we could do that safely.
বলিতেছিল সামুরাই- ম্যাক্স কীভাবে তাদের জীবন বদলে দিয়েছে।
Then, a few housewives came on, saying how the Samurai-Max had changed their lives.
ছেলেদের মধ্যে একজন ছিলেন অবিবাহিত, দুজন বিয়ে করেছিলেন ইউরোপীয়ান মহিলাকে।
While one of the five sons was single, two others had married European women.
আমরা যা পেয়েছি, তা যথেষ্ট ভালো ছিল।
But what we had was good enough.
সুযোগ পেয়েছে সরকার।
The government had the opportunity.
একজন রাজার অনেক রানী এবং সখি থাকতো।
You must also have heard that a king had many queens and friends.
আমরা যা পেয়েছি, তা যথেষ্ট ভালো ছিল।
What we had was good enough.
কারণ আমার সব সময় মনে হতো, একদিন তিনি জেগে উঠবেন।
I always had a feeling that one day she will wake up.
আমি ইতিমধ্যে তোমাকে পেয়েছি, কিন্তু আরও পেতে চাই।
I already had you, but I only want you more.
দীর্ঘ জীবন পেয়েছে সে।
He had a long life.
এ গেম দারুণ সাফল্য পেয়েছে।
The game had great success.
সেগুলো যদি উত্তর হতো, প্রশ্নগুলো সেখানে থাকতোই না।
Even if I had those questions, answers were not there.
ভালো চালক পেয়েছি আমরা।
We had good drivers.