কারো বরং কোন কাজ করা উচিত, না করলে সমস্যা হতে পারে এমন বুঝাতে had better ব্যবহার করতে হয়। Spoken এবং Writing English এর জন্য Had better এর গুরুত্ব অনেক। নিচে Had Better-এর কিছু উদাহরণ দেয়া হলো-
Structure: Sub+had better + V1 + objects.
Examples:
তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত।
You had better go away from here.
আমার বরং ধূমপান ছেড়ে দেয়া উচিৎ।
I had better give up smoking.
আপনার বরং যথাসময়ে অফিসে আসা উচিত।
You had better come to the office on time.
তোমার বরং তার জন্য অপেক্ষা করা উচিত।
You had better wait for her.
সে বরং ব্যাপারটি নিয়ে তার শিক্ষকের সঙ্গে আলোচনা করুক।
He had better discuss the matter with his teacher.
তুমি বরং সেখানে যেয়ো না।
You’d better not go there.
তোমার আব্বা বরং এখন চাকুরিটা না ছাডুক।
Your father had better not quit the job now.
মাম বরং এখন কোন চাকরি না করুক।
Mum had better not involve in any job now.
তুমি বরং তোমার আব্বার সঙ্গে কথা বলো।
You had better talk to your father.
তুমি বরং আজ অফিসে যেয়ো না।
You had better not go to the office today.
তুমি বরং আগামীকাল যাও।
You had better go tomorrow.
আমরা বরং বাসায় থাকি।
We had better stay at home.
তুমি বরং ঘুমাও।
You had better sleep.
তুমি বরং তার সাথে দেখা কর।
You had better meet with him.
তুমি বরং আমাকে আগামীকাল কল কর।
You had better call me tomorrow.
তারা বরং দু’ঘন্টা অপেক্ষা করুক।
They would better wait for two hours.