Have/has এর ব্যবহার (উদাহরণ সহ)

Have/has এর ব্যবহার
0
SHARES
1.1k
VIEWS

Have/has এর ব্যবহার নিয়ে কনফিউশন অনেকের মাঝে। কার সাথে have বসবে এবং কার সাথে has বসবে এটা নিয়ে আমরা অনেকেই দ্বিধান্বিত হয়ে পড়ি।

একটা বিষয় মাথায় রাখবেন subject যদি third person singular number হয় তখন এর সাথে has বসবে। আর বাকি সবার সাথে have বসবে। এটা Grammar rules হিসেবে মুখস্ত করে রাখতে পারেন।

READ ALSO

  • He/She/It/The boy/The girl/Thee bird/Everybody/Everything ইত্যাদি দেখে has বসাবেন।
  • আর I/we/You /They/ The boys/The girls /The birds ইত্যাদি থাকলে have বসাবেন।

এই have/has মূলত present indefinite/perfect tense এ ব্যবহৃত হয়। মনে রাখবেন present perfect tense এ have/has+ V3(P.v এর past participle form) হয়ে থাকে।

যেমন:

  • সে কাজটি করেছে।
    He has done the work.

সে ইংরেজি শিখেছে।
H has learnt English.

  • তুমি কক্সবাজারে গিয়েছ
    You have gone to Coxbazar.

ছেলেটি একটি ছবি এঁকেছে
The boy has drawn a picture.

  • বালকেরা বাগানে কাজ করেছে
    The boys have worked in the garden.

আরিফা একটি ঝুড়ি তৈরি করেছে
Arifa has made a basket.

তবে have/ has এর পর verb না থাকলে তা indefinite হবে।

যেমন-

  • You have a phone.
  • He/She /Rana has a phone.

Have/Has এর আরও কিছু ব্যবহার
*কারো মালিকানায় বা অধিকারে কিছু আছে বুঝাতে Have/Has- ব্যবহার হয়। অথবা Have got/ Has got ব্যবহার হয়। এদের মধ্যে কোনো পার্থক্য নাই।

  • আমার আছে
  • I have/ I have got

তার আছে।
He have He have got

  • আমার একটি সুন্দর বাড়ি আছে।
    I have a nice house/I have got a nice house.

আমাদের দুটি গরু আছে।
We have two cows/ We have got two cows.

  • তার একটি সুন্দর পরিবার আছে।
    He have a nice family/ He have got a nice family.
See also  Going to be-এর অর্থ-হতে যাচ্ছে বা যাচ্ছিল

তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে।
They have a nice black car/They have got a nice black car.

  • আমার একটি কলম আছে।
    I have a Pen/I have got a Pen/

আমার একটি ফোন আছে।
I have a phone/I have got a phone/

  • আমাদের দুটি গরু আছে।
    We have two cows/ We have got two cows.

আমার কিছু টাকা আছে।
I have some money/I have got some money.

  • আমাদের পারমাণবিক বোমা নেই।
    We don’t have atomic bomb/We don’t have got atomic bomb.

তার কম্পিউটার আছে।
He has computer/He has got computer.

  • তার মতো কেউ নেই।
    No one has like him/No one has got like him.

তার একটি লিপ্সটিক আছে।
She has a lipstick/She has got a lipstick.

  • কারও কলম আছে।
    Someone has a pen/Someone has got a pen.

করিমের একটি স্বপ্ন আছে।
Karim has a dream/Karim has got a dream

 Photo By: Queens

Related Posts

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি: সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি কী? ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি হলো একটি গুরুত্বপূর্ণ ফিচার, যা ব্যবহারকারীদের বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন, আপডেট বা মুছতে সাহায্য...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি: পুরো গাইডলাইন ও ব্যবহার করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি কী? ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি হল একটি বিষয়ভিত্তিক শ্রেণিবিন্যাস, যা পোস্টগুলিকে সংগঠিত করতে ব্যবহৃত হয়। এটি ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস প্লাগইন কী ও প্লাগইন ইনস্টল করার নিয়ম

প্লাগইন ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ কাস্টোমাইজ বা মডিফাই করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন এক ধরণের সফটওয়্যার...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Permalink Settings: SEO-ফ্রেন্ডলি URL তৈরি করার সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Media Settings: সঠিকভাবে কনফিগার করার উপায়

WordPress Media Settings হলো একটি গুরুত্বপূর্ণ সেটিংস প্যানেল, যেখানে ওয়েবসাইটের আপলোড করা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের মাপ এবং...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?