Structure : it is time+to+verb
- এখনই সময় বিদায় বলার।
It is time to say goodbye.
এখনই সময় তোমার নিজেকে গড়ার।
It is time to build yourself.
- এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার।
It is time to decide what you want to do next.
এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার।
It is time to work hard for future.
- এখন সময় আমাদের অধিকারের জন্য আমাদের দাঁড়াতে হবে।
It is time for us to stand up for our rights.
এখন সময় এসেছে বন্দুক আইন বদলের।
It is time for the gun laws to change.
- সময় হয়েছে মেশিন- ম্যানের চেহারাকে তোমার মতো বানিয়ে দেয়ার! আসো!
It is time to give the Man-Machine your face! Come!
এখনই সময় সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার।
It is time to get serious about cyber-security.
- এখন সময় আরও ভালো কিছু করার।
It is time to do something better.
সময় হয়েছে তৃতীয় গল্পের।
It is time for the third tale.
- তাই এটা সময়, মাস্কারা, সময় এবং আনন্দে পূর্ণ।
So, it is time mascara time and full of delight.এখনই সময় আমাদের দেশের পাশে দাঁড়ানোর।
It is time for our Nation to stand with you.
এখন সময় এসেছে বন্দুক আইন বদলের।
It is time that gun laws change.
এখনই সময় সরকারের কাছ থেকে আমাদের দাবিগুলো আদায় করার।
It is time for answers from our Government.
- এখন সময় আমাদের চোখ খুলবার।
It is time that we open our eyes.
সময় হয়েছে পুরানো শীতের পোশাক বের করার।
I guess it is time to pull out the winter clothes.
- বুঝে নিন সময় হয়েছে চাকরি ছাড়ার।
I know it is time to quit my job.
যখন সবকিছু ঠিক থাকে, রান্না করার স্তবক শুরু করার সময় হয়।
When everything is ready, it is time to begin the cooking process.