NGO (এনজিও)-সর্বপ্রথম কোন দেশে চালু হয়

এনজিও

উত্তর: আঠারো শতকের শেষের দিকে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা NGO-এনজিও গড়ে উঠে। এবং ১৯১৪ সালের মধ্যে ১ হাজার এর বেশি NGO-এনজিও কার্যক্রম শুরু করে। NGO-এনজিও শব্দটি ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জনপ্রিয় হয়ে উঠে। জাতিসংঘ সনদের দশ অধ্যায়ের ৭১-নং অনুচ্ছেদে সংস্থাগুলির জন্য পরামর্শমূলক মর্যাদা নির্ধারণ করে, যা সরকার বা সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়। ২৭ ফেব্রুয়ারি ১৯৫০ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের রেজ্যুলুশন ২৮৮ (১০)-এ একটি আন্তর্জাতিক NGO (এনজিও)-কে প্রথম সজ্ঞায়িত করা হয়। NGO (এনজিও) সংস্থাগুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে।যেমন: ক্ষুদ্র সমবায় সমিতি বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ আর অন্যটি স্বেচ্ছায় সেবা প্রদানকারী সংস্থাসমূহ।

See also  ২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [প্রথমপর্ব]

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?