Nothing left-এর অর্থ-কিছুই বাকি নেই: আর কিছুই বাকি নেই বুঝতে Nothing left ব্যবহার করতে হয়। নিচে Nothing left-এর ব্যবহার বিষয়ে আলোচনা করা হলো।
Nothing left-এর structure: Sub + nothing left to + verb1 + objects.
Nothing left-এর ব্যবহার
Examples-উদাহরণ:
তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই।
They have nothing left to go.
আমার আর কিছুনার বাকি নেই।
I have nothing left to listen.
আমার বাবার আর কিছু অর্জন করার বাকি নেই।
My father has nothing left to achieve.
তাদের আর কিছুই হারানোর বাকি নেই।
They have nothing left to lose.
এখানে আর কিছুই অবশিষ্ট নেই।
There is nothing left here anymore.
ওখানে আমাদের জন্য কিছুই বাকি ছিল না।
There was nothing left for us there.
এখানে আর কিছুই অবশিষ্ট নেই’।
There is nothing left.
বিবাহের চুক্তি ব্যতীত এই বৈবাহিক জীবনে আর কিছুই অবশিষ্ট নেই।
Nothing left but the contract of marriage itself.
গ্রামে বেশি কিছু অবশিষ্ট নেই৷।
There is nothing left in the village.
বিক্রি করার জন্য প্রায় কিছুই অবশিষ্ট থাকে না।
Which have almost nothing left to sell.
অন্য কারো জন্য কিছুই অবশিষ্ট রাখে না।
There is nothing left for anyone else.
কাজেই তার ছেলের জন্য কিছুই থাকে না।
There was nothing left for his son.