Should have-এর ব্যবহার: কোনো কাজ করা হয়নি কিন্তু সেটা করা উচিত ছিল বুঝাতে Should have ব্যবহৃত হয় এবং V3 হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে Should have-এর ব্যবহার জানতে হবে। নিচে Should have এর কিছু উদাহরণ দেয়া হলো-
Examples -উদহারণ সমূহ:
তোমার সেখানে যাওয়া উচিত ছিল।
You should have gone there.
তোমার আমার জন্যে অপেক্ষা করা উচিত ছিল।
You should have waited for me.
তোমার তাকে কল করা উচিত ছিল।
You should have called him.
তার সময়মত অফিসে আসা উচিত ছিল।
He should have attended the office on time.
আপনার শালীনতা থাকা উচিত।
You should have modesty.
তোমার একটি গাড়ি থাকা উচিত।
You should have a car.
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।
You should have respect for adults.
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত।
You should have attention for study
আপনার শালীনতা থাকা উচিত।
You should have modesty.
তোমার একটি গাড়ি থাকা উচিত।
You should have a car.
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।
You should have respect for adults.
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত ।
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত।
You should have attention for study.
তোমার সততা থাকা উচিত।
You should have honesty.
লোকটির এই ব্যাপারে সাধারণ জ্ঞান থাকা উচিত।
The person should have general knowledge about this.
ছাত্রছাত্রীদের দেশপ্রেম থাকা উচিত।
Students should have patriotism.
তুমি তোমার পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা উচিত।
You should have responsibility to your family.
কাজটি করতে তোমার সামর্থ থাকা উচিত।
You should have the ability to do the work.