Used to-এর অর্থ-অতীতে করতাম এখন করি না

Used to-এর অর্থ-অতীতে করতাম এখন করি না

Used to-এর অর্থ-অতীতে করতাম এখন করি না: কারো অতীতে কোন কাজে অভ্যস্ত থাকা বা মালিকানায় কিছু থাকা বুঝতে Used to-ব্যবহার করতে হয়।

Used to-এর structure: Sub + used to + verb1 /have + objects.

Used to-এর ব্যবহার

Examples:

আমি আগে ধুমপান করতাম।
I used to smoke.

আমরা আগে সেখানে যেতাম।
We used to go there.

আমার আগে একটি গিটার ছিল।
I used to have a guitar.

তাদের আগে একটি গাড়ি ছিল।
They used to have a car.

He used to visit a brothel in Paris.
তিনি প্যারিসের একটি পতিতালয়ে যেতেন।

He used to go to our school.
তিনি আমাদের স্কুলে যেতেন।

She was used to her husband’s silences.
তিনি তার স্বামীর নীরবতায় অভ্যস্ত ছিলেন।

See also  বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Related Posts

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?