ওয়ার্ডপ্রেস Permalink Settings: SEO-ফ্রেন্ডলি URL তৈরি করার সম্পূর্ণ গাইড

wordpress permalink settings

ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে ডিফল্ট পার্মালিঙ্ক এর গঠন সেট করা যায়। নিম্নে পারমালিঙ্ক সেটিংস এর ধাপ গুলো আলোচনা করা হলো:

READ ALSO

ধাপ ১: লেফট নেভিগেশন মেনু থেকে Settings-> Permalinks অপশনে ক্লিক করুন।

ধাপ ২: যখন আপনি Permalinks এর উপর ক্লিক করবেন, তখন আপনার স্ক্রিনে নিচের পেজটি প্রদর্শিত হবে।

ওপরের স্ক্রিনের প্রতিটি ফিল্ড সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

Common settings: আপনার ব্লগ এর permalink এর গঠন সেট করার জন্য যেকোনো একটি রেডিও বাটন চেক করুন।

  • Default: এটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট URL এর গঠন সেট করে।
  • Day and name: এটা আপনার পোস্ট এর তারিখ এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
  • Month and name: এটা আপনার পোস্ট এর মাস এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
  • Numeric: এটা আপনার পোস্ট এর সংখ্যা অনুযায়ী URL এর গঠন সেট করে।
  • Post name: এটা আপনার পোস্ট এর নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
  • Custom Structure: টেক্সট বক্সে কাংখিত নাম লিখলে এটা আপনার পছন্দ আনুযায়ী URL এর গঠন সেট করে।

Optional: এগুলো ঐচ্ছিক। মেইন ক্যাটাগরি অথবা ট্যাগ URL এর জন্য আপনি কাস্টম গঠন সেট করতে পারেন। যদি আপনার টেক্সট বক্স খালি থাকে তাহলে ডিফল্ট সেটিং ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনি দুইটি অপশন পাবেন।

  • Category Base: আপনার ক্যাটাগরি URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।
  • Tag Base: আপনার ট্যাগ URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।

ধাপ ৩: আপনার পরিবর্তন সম্পূর্ণ হলে permalink settings সংরক্ষন করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।

See also  ওয়েবসাইট খুলে ঘরেবসে টাকা আয় করার ১০টি উপায়

সতর্কতা: যদি আপনার সাইট পুরোনো হয় এবং অনেক পোস্ট থাকে, তাহলে পারমালিঙ্ক পরিবর্তন করলে 404 Error আসতে পারে। এজন্য Redirect (301) সেটআপ করতে হবে।

SEO-র জন্য Post Name বা Custom Structure ব্যবহার করুন। পরিবর্তনের পর Redirect সেটআপ করুন। সবসময় পারমালিঙ্ক আপডেটের আগে ব্যাকআপ নিন।

Related Posts

ওয়ার্ডপ্রেস Media Settings: সঠিকভাবে কনফিগার করার উপায়

WordPress Media Settings হলো একটি গুরুত্বপূর্ণ সেটিংস প্যানেল, যেখানে ওয়েবসাইটের আপলোড করা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের মাপ এবং...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Discussion Settings: যেভাবে এটি কনফিগার করবেন

WordPress-এর Discussion Settings হলো এমন একটি বিভাগ যেখানে আপনি মন্তব্য (comments) এবং অন্যান্য আলোচনা সম্পর্কিত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। এটি...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Reading Settings: কীভাবে এটি কনফিগার করবেন এবং সুবিধা

ওয়ার্ডপ্রেসের Reading Settings আপনার ওয়েবসাইটের সামগ্রিক প্রদর্শন এবং ভিজিটরদের জন্য কনটেন্ট দেখানোর পদ্ধতি নির্ধারণ করে। এটি মূলত হোমপেজ, ব্লগ পেজ...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Writing Settings: যেভাবে এটি কনফিগার করবেন

ওয়ার্ডপ্রেসের Writing Settings আপনাকে পোস্ট লেখার সময় বিভিন্ন সেটিংস কনফিগার করার সুযোগ দেয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ বা...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?