ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে ডিফল্ট পার্মালিঙ্ক এর গঠন সেট করা যায়। নিম্নে পারমালিঙ্ক সেটিংস এর ধাপ গুলো আলোচনা করা হলো:
ধাপ ১: লেফট নেভিগেশন মেনু থেকে Settings-> Permalinks অপশনে ক্লিক করুন।
ধাপ ২: যখন আপনি Permalinks এর উপর ক্লিক করবেন, তখন আপনার স্ক্রিনে নিচের পেজটি প্রদর্শিত হবে।
ওপরের স্ক্রিনের প্রতিটি ফিল্ড সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:
Common settings: আপনার ব্লগ এর permalink এর গঠন সেট করার জন্য যেকোনো একটি রেডিও বাটন চেক করুন।
- Default: এটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট URL এর গঠন সেট করে।
- Day and name: এটা আপনার পোস্ট এর তারিখ এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Month and name: এটা আপনার পোস্ট এর মাস এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Numeric: এটা আপনার পোস্ট এর সংখ্যা অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Post name: এটা আপনার পোস্ট এর নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Custom Structure: টেক্সট বক্সে কাংখিত নাম লিখলে এটা আপনার পছন্দ আনুযায়ী URL এর গঠন সেট করে।
Optional: এগুলো ঐচ্ছিক। মেইন ক্যাটাগরি অথবা ট্যাগ URL এর জন্য আপনি কাস্টম গঠন সেট করতে পারেন। যদি আপনার টেক্সট বক্স খালি থাকে তাহলে ডিফল্ট সেটিং ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনি দুইটি অপশন পাবেন।
- Category Base: আপনার ক্যাটাগরি URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।
- Tag Base: আপনার ট্যাগ URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।
ধাপ ৩: আপনার পরিবর্তন সম্পূর্ণ হলে permalink settings সংরক্ষন করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।
সতর্কতা: যদি আপনার সাইট পুরোনো হয় এবং অনেক পোস্ট থাকে, তাহলে পারমালিঙ্ক পরিবর্তন করলে 404 Error আসতে পারে। এজন্য Redirect (301) সেটআপ করতে হবে।
SEO-র জন্য Post Name বা Custom Structure ব্যবহার করুন। পরিবর্তনের পর Redirect সেটআপ করুন। সবসময় পারমালিঙ্ক আপডেটের আগে ব্যাকআপ নিন।