অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি কত

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বেড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে অস্ট্রেলিয়া। ২০২৪ সালের জুলাই মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হযেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসীদের সংখ্যা বেড়ে আবাসন ব্যবস্থার ওপর চাপ পড়ার প্রেক্ষাপটে অস্ট্রেলীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়তে চাইলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বাবদ ১ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার (১ হাজার ৬৮ ডলার) গুনতে হবে। আগে এ ফির পরিমাণ ছিল ৭১০ অস্ট্রেলীয় ডলার। টেম্পরারি গ্র্যাজুয়েট ভিসাধারী শিক্ষার্থী এবং ভিজিটর ভিসাধারীদের যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, তারা সেখান থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেন, ‘যে পরিবর্তন আনা হয়েছে তা ২০২৪ সালের জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে। এ পরিবর্তন আমাদের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার অখণ্ডতা পুনরুদ্ধার করতে সাহায্য করবে। এরমধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জন্য ন্যায্য, আকারে ছোট এবং অপেক্ষাকৃত ভালো একটি অভিবাসন ব্যবস্থা তৈরি করা যাবে।’

অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসার আবেদন করতে যেসব ডকুমেন্ট প্রয়োজন

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আপনাকে ১২ মাসের জন্য দেশটিতে যাওয়ার অনুমতি দেয়। এই ভিসাটি পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করতে, ব্যবসায়িক উদ্দেশ্যে বা ক্রুজে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে।

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত বিশ্বের সেরা। দেশটিতে গেলে পাবেন সামুদ্রিক জীবনের অভিজ্ঞতা। বিশ্বের প্রাচীনতম সভ্যতা আছে অস্ট্রেলিয়ায়। ক্যাঙ্গারু, কোয়ালা এবং ওমব্যাটস দেখতে পাবেন এখানে। এছাড়া, সবচেয়ে সাদা বালি রয়েছে অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার সুবিধা: কোনো স্পনসর প্রয়োজন নেই। ভিজিট ভিসা একাধিকবার নেওয়া যায়। আপনি আপনার নিকটস্থ ভিসা অফিসে আবেদন করতে পারেন।

অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এর জন্য যা যা প্রয়োজন-

১. পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।

২. ব্যাংক ব্যালেন্স নূন্যতম ৫ লাখ টাকা (জনপ্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক স্টেটম্যান্ট ও সলভেন্সী সার্টিফিকেট ।

See also  অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান

৩. ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদসহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে।

৪. চাকরিজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি, স্যালারি অ্যাকাউন্ট স্টেটম্যান্ট এবং সলভেন্সী অথবা পে স্লিপ।

৫. ছবি ১ কপি 35x45mm সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।

৬. ন্যাশনাল আইডি কার্ড- এনআইডি (যদি থাকে)।

৭. টি আই এন (টিন) সার্টিফিকেট (যদি থাকে)।

৮. এসেট ডকুমেন্টস (বাড়ি, ফ্লাট, গাড়ি, ফিক্সড ডিপোজিট-এফডিআর ইত্যাদি, যদি থাকে)।

৯. স্পাউস থাকলে তার পাসপোর্ট / ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং ম্যারিজ সার্টিফিকেট।

১০. সন্তান থাকলে তাদের পাসপোর্ট/ জন্ম সনদ/ ন্যাশনাল আইডি কার্ডের কপি। অধ্যয়নরত হলে স্কুল/কলেজ/ভার্সিটি আইডি কার্ড কপি।

Related Posts

অস্ট্রেলিয়ার স্কলারশিপের জন্য যোগ্যতা ও আবেদন করার উপায়

মেধাবী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নত...

Read moreDetails

আয়ারল্যান্ডে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের চাকরি ও বেতন কত

আয়ারল্যান্ড বর্তমানে প্রযুক্তি, নির্মাণ ও বায়োমেডিকেল খাতে দ্রুত উন্নয়নশীল দেশগুলোর অন্যতম একটি। দেশটি দক্ষ প্রকৌশলীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি...

Read moreDetails

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ

বছরে দুই লাখ ডলারের কম আয় করা পরিবারের সদস্যদের জন্য টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর এক লাখ...

Read moreDetails

ভাষা শিখে কোরিয়ায় যাওয়ার নিয়ম-যোগ্যতা ও কত টাকা লাগে

সরকারিভাবে খুব কম খরচে দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর চাকরি করতে যান শত শত বাংলাদেশি। বোয়েসেলের মাধ্যমে এই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে...

Read moreDetails

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: স্বপ্নপূরণের প্রস্তুতি ও পরামর্শ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, ইংরেজি...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?