স্নাতক পর্যায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফি: ভর্তির ফি ২৫ হাজার টাকা। এককালীন জামানত (ফেরতযোগ্য) ১০ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ সাধারণত ১২ টি সিমেস্টারে (বছরে তিনটি করে) সবগুলো কোর্স (১৩০ ক্রেডিট) শেষ করতে চাইলে খরচের পরিমাণ দাঁড়াবে-
ভর্তিকালীন মোট প্রদেয়:
ভর্তি ফি = ২৫ হাজার টাকা
এককালীন জামানত (ফেরতযোগ্য) = ১০ হাজার টাকা
সিমেস্টার প্রতি প্রদেয়:
ক্রেডিট প্রতি খরচ = ৬ হাজার টাকা (সাধারণত প্রতিটি তত্ত্বীয় (থিওরি) কোর্স ৩ ক্রেডিট এবং ল্যাব ১ ক্রেডিট হয়ে থাকে)
বিবিধ খরচ:
স্টুডেন্ট এক্টিভিটি ফি = ৩ হাজার টাকা
কম্পিউটার ল্যাব ফি = ২ হাজার ৫০০ টাকা
লাইব্রেরি ফি = ১ হাজার ৫০০ টাকা
সায়েন্স ল্যাব ফি = ২ হাজার ৫০০ টাকা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচের বিষয়ে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন: