নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ কত?

দেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এসিবিএসপি থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: বিশ্ববিদ্যালয়টি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়।

READ ALSO

কখন স্থায়ী ক্যাম্পাস ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৩ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৯ সালের ৯ জুন থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়।

একাডেমিক ও ফেকাল্টি:

স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স (School of Business & Economics)

  • একাউন্টিং এন্ড ফাইন্যান্স (Accounting & Finance)
  • ইকোনোমিক্স (Economics)
  • ম্যানেজমেন্ট (Management)
  • মার্কেটিং এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস (Marketing & International Business)

স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সাইন্স (School of Engineering& Physical Sciences)

  • আর্কিটেকচার (Architecture)
  • সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (Civil and Environmental Engineering)
  • ইলেক্ট্রিয়াল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (Electrical & Computer Engineering)
  • ম্যাথমেটিকস এন্ড ফিজিকস (Mathematics & Physics)

স্কুল অব হিউমিনিটিস এন্ড সোস্যাল সাইন্স (School of Humanities & Social Sciences)

  • ইংলিশ এন্ড মডার্ন ল্যাংগুয়েজ (English & Modern Languages)
  • পলিটিক্স সাইন্স এন্ড সোসালজি (Political Science & Sociology)
  • ল (Law)
  • হিস্টোরি এন্ড ফিলোসোফি (History & Philosophy)

স্কুল অব হেল্থ এন্ড লাইফ সাইন্স (School of Health & Life Sciences)

  • বায়োকেমিস্ট্রি এন্ড মাক্রোবায়োলজি (Biochemistry & Microbiology)
  • এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ম্যানেজমেন্ট (Environmental Science & Management)
  • ফার্মাসিউটিক্যাল সাইন্স (Pharmaceutical Sciences)
  • পাবলিক হেল্থ (Public Health)

ইনস্টিটিউট ও সেন্টার সমূহ

  • ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ (Institute of Modern Languages)
  • কনফুসিয়াস ইনস্টিটিউট (Confucius Institute)
  • এনএসইউ গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এনজিএইচআই) (NSU Global Health Institute (NGHI))
  • এনএসইউ জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই) (NSU Genome Research Institute (NGRI)
  • ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) (Institutional Quality Assurance Cell (IQAC)
  • ক্যারিয়ার এবং প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) (Career & Placement Center (CPC))
  • সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) (South Asian Institute of Policy and Governance (SIPG))
  • এনএসইউ সেন্টার ফর বিজনেস রিসার্চ (NSU Center for Business Research (NSU CBR))
  • সেন্টার ফর ইনফ্রাস্ট্রাকচার রিসার্চ অ্যান্ড সার্ভিসেস (CIRS) (Center for Infrastructure Research and Services (CIRS))
  • স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার (Student Counseling Center(SCC))
See also  গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা-খরচ-টিউশন ফি সহ বিভিন্ন তথ্য

স্নাতক পর্যায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি: ভর্তির ফি ২৫ হাজার টাকা। এককালীন জামানত (ফেরতযোগ্য) ১০ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ সাধারণত ১২ টি সিমেস্টারে (বছরে তিনটি করে) সবগুলো কোর্স (১৩০ ক্রেডিট) শেষ করতে চাইলে খরচের পরিমাণ দাঁড়াবে-

ভর্তিকালীন মোট প্রদেয়:
ভর্তি ফি = ২৫ হাজার টাকা
এককালীন জামানত (ফেরতযোগ্য) = ১০ হাজার টাকা

সিমেস্টার প্রতি প্রদেয়:
ক্রেডিট প্রতি খরচ = ৬ হাজার টাকা (সাধারণত প্রতিটি তত্ত্বীয় (থিওরি) কোর্স ৩ ক্রেডিট এবং ল্যাব ১ ক্রেডিট হয়ে থাকে)

বিবিধ খরচ:
স্টুডেন্ট এক্টিভিটি ফি = ৩ হাজার টাকা
কম্পিউটার ল্যাব ফি = ২ হাজার ৫০০ টাকা
লাইব্রেরি ফি = ১ হাজার ৫০০ টাকা
সায়েন্স ল্যাব ফি = ২ হাজার ৫০০ টাকা

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ কমাতে যা করতে পারেন: আপনি যদি কম সংখ্যক সিমেস্টারে (১২) সকল ক্রেডিট (১৩০) সম্পন্ন করতে পারেন তাহলে খরচের পরিমাণ (বিবিধ ব্যয়) কিছুটা কমাতে পারবেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফলাফল, মেধা এবং বিভিন্ন কোটার ভিত্তিতে ছাত্রদেরকে ১০০ শতাংশ, ৭৫শতাংশ, ৫০শতাংশ এবং ২৫ শতাংশ ইত্যাদি মাত্রায় আর্থিক সাহায্য প্রদান করে থাকে। তবে সেগুলো বজায় রাখতে হলে আপনাকে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (১০০শতাংশ), ৩.০০ (৭৫শতাংশ ও ৫০শতাংশ) এবং ২.৭৫ (২৫শতাংশ এর জন্য) ধরে রাখতে হবে।

ডিগ্রিসমূহ:

  • ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) Bachelor of Business Administration (BBA)
  • ব্যাচেলর অব আর্কিটেকচার (Bachelor of Architecture)
  • ব্যাচেলর অব ফার্মেসি (Bachelor of Pharmacy (BPharm)
  • ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসি (Bachelor of Professional Pharmacy (B Pharm Profe)
  • বিএস ইন বায়োক্যামেস্ট্রি এন্ড বায়োটেকনলজি (BS in Biochemistry & Biotechnology)
  • বিএস ইন সিভিল এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং (BS in Civil and Environmental Engineering)
  • বিএস ইন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (BS in Computer Science & Engineering)
  • বিএস ইন ইকোনোমিক্স (BS in Economics)
  • বিএস ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (BS in Electrical & Electronic Engineering)
  • বিএস ইন ইলেক্ট্রিক্যাল এন্ড টেলিকমিশন ইঞ্জিনিয়ারিং (BS in Electronic & Telecommunication Engineering (ETE)
  • বিএস ইন এনভারমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (BS in Env. Science and Management)
  • বিএস ইন মাক্রোবায়োলজি (BS in Microbiology)
  • BA in English-TESOL, Linguistics, Literature
  • Bachelor of Laws LLB (Hon’s)
See also  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচ কত?
Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?