১. ‘পড়ে পাওয়া’ গল্পে কোন সময়ের কথা বর্ণিত হয়েছে?
ক. কালবৈশাখীর
খ.কনকনে শীতের
গ.ভরা ভাদরের
ঘ.নব বসন্তের
২. বিধু, সিধু, নিষু, তিনু, বাদলসহ আরও অনেকে দুপুরের বিকট গরমের পর কোথায় নাইতে গিয়েছিল?
ক.শ্র শানের পাড়ে
খ.নদীর ঘাটে
গ.পুকুর ঘাটে
ঘ.কুয়োর ধারে
৩. ‘পড়ে পাওয়া’ গল্পে বালকদের দলের মধ্যে বয়সে বড় ছিল কে?
ক.তিনু
খ.বাদল
গ.মিঠু
ঘ. বিধু
৪. বিধু কিসের শব্দ শুনবার জন্য কান খাড়া করে ছিল?
ক. আম পড়ার
খ.ঝড়ো বাতাসের
গ.মেঘের আওয়াজের
ঘ.মানুষের পায়ের
৫. কোথায় ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল?
ক.পূর্ব আকাশে
খ.পশ্চিম আকাশে
গ.উত্তর আকাশে
ঘ. দক্ষিণ আকাশে
৬. ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে কী?
ক.পাতা কুড়ানো
খ.আম কুড়ানো
গ.জাম কুড়ানো
ঘ.ফুল কুড়ানো
৭. কোথাকার আম বিখ্যাত?
ক.কাজী বাড়ির
খ.পীর বাড়ির
গ.চাপাতলীর
ঘ.জামতলীর
৮. সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?
ক.বিধু
খ.নিধু
গ.বাদল
ঘ.তিনু
৯. ‘যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে।’ কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
ক.বাদল
খ.লেখক
গ.বিধু
ঘ.নিধু
১০. ‘যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে।’ কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
ক.স্বেচ্ছাচারিতা
খ.নিঃস্বার্থপরতা
গ.সহমৰ্থিতা
ঘ.দৃঢ়তা
১১. বড় বড় গাছের মাথা কিসের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল?
ক.ঝড়ের বেগে
খ.বৃষ্টির বেগে
গ.স্রোতের বেগে
ঘ.বন্যার বেগে
১২. ‘পড়ে পাওয়া’ গল্পের বর্ণনায় কিসের মতো আম?
ক.বৃষ্টির মতো
খ.শিলাবৃষ্টির মতো
গ.ঝর্ণার মতো
ঘ. তুষারের মতো
১৩. ‘পড়ে পাওয়া’ গল্প কে ধোঁচট খেয়ে পড়ে গেল?
ক.লেখক
খ.বিধু
গ. সিধু
ঘ.বাদল
১৪. নদীর চরে ছোট ছোট বাড়িঘর কাদের?
ক.শুদ্রদের
খ.কাপালিদের
গ.কুমারদের
ঘ. বৈষ্ণবদের
১৫. গল্পকথক ও বাদল টিনের ক্যাশবার হাতে নিয়ে অন্ধকারে কোথায় বসেছিল?
ক.কাঠাল বাগানে
খ.আমতলায়
গ.তেঁতুলতলায়
ঘ.বকুলতলায়
১৬. তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?
ক.সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
খ.প্রচণ্ড শীতের প্রকোপে
গ.পড়ে পাওয়া বাক্সের ভাবনায় বাস্ত থাকায়
ঘ.পড়ে পাওয়া বাক্সটি কীভাবে ভারতে হবে তাতে ব্যস্ত থাকায়
১৭. ‘পড়ে পাওয়া’ গল্পে কোন কাজটিকে বালকেরা অধর্ম মনে করেছিল?
ক. রাস্তার জিনিস কুড়িয়ে নেয়া
খ.অন্যের বাগানের আম কুড়ানো
গ.বাক্স ফেরত না দেয়া
ঘ.বাক্স ভেঙে ফেলা
১৮. কার বাড়ির বিচুলিগানায় লুকিয়ে রাখা হলো বাক্সটা?
ক. বিধু
খ.নিধু
গ.বাদল
ঘ. তিনু
১৯. ভাঙ্গা নাট মন্দিরটি কাদের?
ক.বাদলদের
খ.বিধদের
গ.লেখকদের
ঘ.তিনুদের
২০. কোন ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছিল?
ক.গোলাপ ফুল
খ.হাসনাহেনা ফুল
গ. গন্ধরাজ ফুল
ঘ.চাঁপা ফুল
২১. কোথায় ব্যাঙ ডাকছে?
ক.নরহরি বোষ্টমের ডোবায়
খ.কাপালিদের পদ্ম পুকুরে
গ.বিধুদের ডোবায়
ঘ.বাদলদের পাশের জলাধারে
২২. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের দলের সর্দার কে ছিল?
ক.সিধু
খ.নিধু
গ.বিধু
ঘ.তিনু
২৩. নিধুকে কে ধমক দিয়েছিল?
ক.সিধু
খ.বিধু
গ.বাদল
ঘ. তিনু
২৪. মুড়ির মাপে কাটা কাগজগুলো কীসের আঠা দিয়ে লাগানো হয়েছিল?
ক.আমের
খ.কাঁঠালের
গ.বাবলার
ঘ.বেলের
২৫. কার হুকুম অমান্য করার সাধ্য ছেলেদের নেই?
ক. লেখকের
খ.বিধুর
গ.বাদলের
ঘ.তিনুর
২৬. কার হাতের লেখা ভালো?
ক.বিধুর
খ.তিনুর
গ.সিধুর
ঘ. বাদলের
২৭. বাক্স কুড়িয়ে পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?
ক. চাটুয্যে বাড়িতে
খ.রায়বাড়িতে
গ.নরহরি বোষ্টমের বাড়িতে
ঘ.ভাদুই কুমোরের বাড়িতে
২৮. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?
ক.মুরাতিপুর
খ.অম্বরপুর
গ.বারাকপুর
ঘ. নির্বিষখোলা
২৯. ‘পড়ে পাওয়া’ গল্পে লেখকের বাবা কী সামনে নিয়ে জমাজমির হিসেব দেখেছিলেন?
ক.দোয়াত-কলম
খ.হাতবাক্স
গ.হুঁকো
ঘ.খাবার
৩০. বন্যায় নিরাশ্রয় কাপালিরা কোথাকার গোয়ালাদের চালাঘরে আশ্রয় নেয়?
ক. অক্ষরপুরের
খ.নির্বিষখোলার
গ.চাপাতলীর
ঘ.কুমড়োতলার
৩১. কালোমতো রোগা লোকটি বাক্সটিকে নিজের বলে দাবি করার কারণ কী?
ক.বাক্সটি তাঁর নিজের
খ.অন্য কোন দাবিদার ছিল না।
গ.সম্ভাবা অর্থের প্রতি লোভ
ঘ. বাক্সটি তাঁর খুব প্রয়োজন ছিল
৩২. ‘চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে’— উক্তিটি কার?
ক. কাপালির
খ.গোয়ালদের
গ.বাদলের
ঘ.ঠাকুর মশাইয়ের
৩৩. ‘পড়ে পাওয়া’ গল্পে লোকটি কোন হাট থেকে পটল বেচে ফিরছিল?
ক.অম্বরপুর
খ.ধূপখোলা
গ.সম্বলপুর
ঘ.নির্বিষ খোলা
৩৪. টিনের বাক্সের ভেতর কী বিক্রির নগদ পঞ্চাশ টাকা ছিল?
ক.আলু
খ.পটল
গ.লাউ
ঘ.টমেটো
৩৫. ‘পড়ে পাওয়া বাক্সটি কী রঙের টিনের ছিল?
ক.হলুদ টিনের
খ.সবুজ টিনের
গ.হলুদ টিনের
ঘ.খয়েরি টিনের
৩৬. ‘ওরা সাক্ষী থাকবে কি না? কিসের সাক্ষী?
ক.বাক্সটি ভাঙার
খ.আম কুড়াবার
গ.নদীর ধারে বেড়াবার
ঘ.বাক্সটি ফেরত দেবার
৩৭. বালকদলের গুপ্ত মিটিং বসে-
ক.নাটমন্দিরের কোণে
খ.বিচুলি গাদার পাশে
গ.পাশের জামতলায়
ঘ.চণ্ডীমণ্ডপ
৩৮. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক.শপথ
খ.বিশ্বাস
গ.সংশয়
ঘ.অনবরত
৩৯. ‘দিব্যি’ শব্দের অর্থ কী?
ক.দিব্য
খ.নেহায়েত
গ.আলোকিত
ঘ. চমৎকার
৪০. উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে?
ক.অতিথির স্মৃতি
খ.পড়ে পাওয়া
গ.সুখী মানুষ
ঘ.তৈলচিত্রের ভূত
৪১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৪
খ.১৮৯৫
গ.১৮৯৬
ঘ.১৮৯৭
৪২. কে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪৩. প্রথম স্ত্রীর মৃত্যুর কত বছর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেন?
ক.২০
খ.২২
গ.২৪
ঘ.২৬
৪৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক.মেঘমল্লার
খ.তৃণাঙ্গুর
গ.পথের পাঁচালী
ঘ স্মৃতির রেখা
৪৫. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা?
ক.অচল পদাবলী
খ.কুহেলিকা
গ.জীবন কথা
ঘ. মৌরীফুল
৪৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?)
ক.১৯২০
খ.১৯৩০
গ.১৯৪০
ঘ.১৯৫০
৪৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কীভাবে আনন্দ খুঁজে পান?
ক.সাহিত্য রচনায়
খ.গান রচনায়
গ.অভিনয় করে
ঘ.বই পড়ে
৪৮. বিধু, সিধু, নিধু, তিনুদের মধ্যে বয়সে বড় ছিল কে?
ক.বিধু
খ.তিনু
গ.নিধু
ঘ.বাদল
৪৯. বিধু সবাইকে কী কেটে নিয়ে আসার হুকুম দিল?
ক.ঘুড়ির মাপে কাগজ
খ.ঘুড়ির মাপে কলাপাতা
গ.টেবিলের মাপে কাপড়
ঘ.বইয়ের মাপে কাগজ
৫০. নিরাশ্রয় লোকটিকে দু আড়ি ধান কারা ধার দিয়েছিল?
ক.বাদলরা
খ.নিধুরা
গ.আক্কাসরা
ঘ.গোয়ালারা
উত্তরমালা:
১. ক, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. গ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. খ, ২৯. খ , ৩০. খ, ৩১. গ, ৩২. ক,৩৩. ঘ, ৩৪. খ, ৩৫.খ, ৩৬. ঘ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯.ঘ, ৪০.খ, ৪১. ক, ৪২. ঘ, ৪৩.খ, ৪৪. গ, ৪৫.ঘ, ৪৬.ঘ, ৪৭. ক, ৪৮. ক, ৪৯. ক, ৫০. ঘ।